কলকাতা, 25 অগস্ট : শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের যে পাঁচজন শিক্ষিকা গতকাল বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষপান (Teachers Consumed Poison) করেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা এখনও সঙ্কটজনক । এ দিকে, এ প্রসঙ্গে মুখ খুলে আজ সরকারের দেওয়া সুযোগ-সুবিধের খতিয়ান দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ এই নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)৷
গতকাল বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষিকা বিষ খেলে তাঁদের তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এঁদের মধ্যে গতকালই শিখা দাস ও জোৎস্না টুডুর অবস্থার অবনতি ঘটায় এঁদের দুজনকে এনআরএস (NRS) হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । আর পুতুল জানা মণ্ডল, ছবি চাকী দাস হাজরা ও অনিমা নাথকে আরজিকর (RG Kar) হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতালের সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে । অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে কারওকে দেখা করতে দেওয়া হচ্ছে না । অন্যদিকে, এই ঘটনায় সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ বিধাননগর থানায় এই শিক্ষিকাদের নামে একটি সুয়ো মোটো কেস করেছে পুলিশ ।
আরও পড়ুন: Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ
এ বিষয়ে খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে এসএসকে (SSK) এবং এমএসকে (MSK)-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিক-এর বিনিময়ে কাজ করতেন । কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগ সুবিধা বলে কিছু ছিল না । কিন্তু মমতা বন্দ্যাপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার 1 ডিসেম্বর, 2020 থেকে এসএসকে এবং এমএসকে-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দেয় ।
• সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক 10,340 টাকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে 13,390 টাকা করা হয় । এ ছাড়াও বাৎসরিক 3% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে ।
• প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে ।
• যাঁরা 60 বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, তাঁদের অবসরের সময়ে প্রত্যেকের জন্য 3 লাখ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে । বাকিদের জন্যও এই সুবিধা দানের বিষয়ে অর্থ দফতরের সঙ্গে ফাইল চলছে ।
• 60 বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত যাঁরা জানিয়েছেন, তাঁদের জন্য 1/2/21 থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে ।
• মহিলাদের জন্য সরকারি নিয়মানুযায়ী মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে ।
• এ ছাড়াও প্রত্যেকের জন্য চিকিৎসা সংক্রান্ত-সহ বাৎসরিক 18 দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে ।
তারপরেও যাঁরা আন্দোলন করছেন, তাঁরা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: Dilip Ghosh : বিরোধীদের কোনও সরকারি পদে রাখতে চায় না, তৃণমূলকে আক্রমণ দিলীপের
একই খতিয়ান দিয়ে টুইটারে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, "বাম জমানার সঙ্গে তুলনায় স্পষ্ট, এখন বহু ইতিবাচক পদক্ষেপ চলছে । সেখানে প্ররোচনামূলক আন্দোলনের প্রশ্ন কোথায় ? রাজনৈতিক উদ্দেশ্যেই এ সব হয় । যিনি মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা করেন, তিনিই বিকাশ ভবনের দৃশ্যে । এ সব সত্যি হলে গোটাটাই চক্রান্ত । সরকার কাজ করছেন । করতে দিন ।"
-
.@BJP4Bengal ASK MSK নিয়ে রাজ্য সরকারের এতগুলি পদক্ষেপ আগে দেখুন। তালিকাটা মুখস্থ করুন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
রাজনীতি করার আগে কৈফিয়ত দিন ত্রিপুরায় 10,323 জন নিয়মিত শিক্ষক চাকরি হারালেও BJP কী করেছে? ভোট ইস্তেহারে লিখলেও কেন নিষ্ক্রিয়? অনেকে আত্মঘাতী। ওঁদের দাবি মানুন। নাটক পরে করবেন।
">.@BJP4Bengal ASK MSK নিয়ে রাজ্য সরকারের এতগুলি পদক্ষেপ আগে দেখুন। তালিকাটা মুখস্থ করুন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 25, 2021
রাজনীতি করার আগে কৈফিয়ত দিন ত্রিপুরায় 10,323 জন নিয়মিত শিক্ষক চাকরি হারালেও BJP কী করেছে? ভোট ইস্তেহারে লিখলেও কেন নিষ্ক্রিয়? অনেকে আত্মঘাতী। ওঁদের দাবি মানুন। নাটক পরে করবেন।.@BJP4Bengal ASK MSK নিয়ে রাজ্য সরকারের এতগুলি পদক্ষেপ আগে দেখুন। তালিকাটা মুখস্থ করুন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 25, 2021
রাজনীতি করার আগে কৈফিয়ত দিন ত্রিপুরায় 10,323 জন নিয়মিত শিক্ষক চাকরি হারালেও BJP কী করেছে? ভোট ইস্তেহারে লিখলেও কেন নিষ্ক্রিয়? অনেকে আত্মঘাতী। ওঁদের দাবি মানুন। নাটক পরে করবেন।
আরও পড়ুন: West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও
এই নিয়ে ত্রিপুরার প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, "এসএসকে এমএসকে নিয়ে রাজ্য সরকারের এতগুলি পদক্ষেপ আগে দেখুন । তালিকাটা মুখস্থ করুন । রাজনীতি করার আগে কৈফিয়ত দিন ত্রিপুরায় 10,323 জন নিয়মিত শিক্ষক চাকরি হারালেও BJP কী করেছে ? ভোট ইস্তেহারে লিখলেও কেন নিষ্ক্রিয় ? অনেকে আত্মঘাতী । ওঁদের দাবি মানুন । নাটক পরে করবেন ।"
আরও পড়ুন: Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়
শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা সবাই দক্ষিণ 24 পরগনা এলাকার বাসিন্দা ৷ তবে জোর করে তাঁদের উত্তরবঙ্গের প্রত্যন্ত জায়গায় বদলি করা হয়েছে । তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে যান তাঁরা । তখনই বিষপান করেন পাঁচজন শিক্ষিকা ৷