ETV Bharat / state

উপহার ফিরিয়েছে প্রেমিকা, অভিমানে আত্মঘাতী যুবক ! - suicide at rigent park

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ আজ সোমনাথের দেহ SSKM হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

suicide at rigent park
উপহার ফিরিয়েছে প্রেমিকা, অভিমানে আত্মঘাতী যুবক !
author img

By

Published : Sep 6, 2020, 9:25 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রেমিকার জন্য শখ করে কিনেছিল উপহার । গতকাল সেই উপহার ফিরিয়ে দেয় প্রেমিকা । মানতে পারেনি যুবক । তাই নিয়ে মন খারাপ ছিল । এরপরই আজ সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুবকের দেহ ।

ওই যুবকের বয়স 19 । নাম সোমনাথ দাস । বাড়ি রিজেন্ট পার্ক থানার নিরঞ্জন পল্লীতে । প্রেমিকার বয়স 16 বছর । নাবালিকা ওই প্রেমিকার বাড়ি সুভাষ পার্কে । কয়েক বছর ধরেই তাদের প্রেমের সম্পর্ক । বিষয়টি জানতো দু'জনেরই পরিবার । কোনও পরিবারে খুব একটা আপত্তি ছিল না এই সম্পর্কের বিষয়ে । সোমনাথ একটি বড় জুতোর দোকানে কাজ করত ।

গতকাল দু'জনের মধ্যে ঝামেলা হয় । এর জেরে সোমনাথকে তার উপহার ফিরিয়ে দেয় তার প্রেমিকা । সেটা মানতে পারেনি সে । এরপরই আজ সকাল পৌনে ন'টা নাগাদ সোমনাথকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় । বারবার দরজা ধাক্কা দিয়েও না খোলায় দরজা ভেঙে সোমনাথকে ওই অবস্থায় দেখতে পান পরিবার ও প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা । তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না ।

পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে প্রেমের সম্পর্কের কথা জানতে পারে পুলিশ । পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ আজ সোমনাথের দেহ SSKM হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রেমিকার জন্য শখ করে কিনেছিল উপহার । গতকাল সেই উপহার ফিরিয়ে দেয় প্রেমিকা । মানতে পারেনি যুবক । তাই নিয়ে মন খারাপ ছিল । এরপরই আজ সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুবকের দেহ ।

ওই যুবকের বয়স 19 । নাম সোমনাথ দাস । বাড়ি রিজেন্ট পার্ক থানার নিরঞ্জন পল্লীতে । প্রেমিকার বয়স 16 বছর । নাবালিকা ওই প্রেমিকার বাড়ি সুভাষ পার্কে । কয়েক বছর ধরেই তাদের প্রেমের সম্পর্ক । বিষয়টি জানতো দু'জনেরই পরিবার । কোনও পরিবারে খুব একটা আপত্তি ছিল না এই সম্পর্কের বিষয়ে । সোমনাথ একটি বড় জুতোর দোকানে কাজ করত ।

গতকাল দু'জনের মধ্যে ঝামেলা হয় । এর জেরে সোমনাথকে তার উপহার ফিরিয়ে দেয় তার প্রেমিকা । সেটা মানতে পারেনি সে । এরপরই আজ সকাল পৌনে ন'টা নাগাদ সোমনাথকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় । বারবার দরজা ধাক্কা দিয়েও না খোলায় দরজা ভেঙে সোমনাথকে ওই অবস্থায় দেখতে পান পরিবার ও প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা । তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না ।

পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে প্রেমের সম্পর্কের কথা জানতে পারে পুলিশ । পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ আজ সোমনাথের দেহ SSKM হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.