ETV Bharat / state

Bowbazar Mishap: বউবাজারে ক্ষতিগ্রস্ত 11টি পরিবার ও 6 ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল মেট্রো

author img

By

Published : Nov 24, 2022, 8:02 PM IST

বউবাজার বিপর্যয়ের (Bowbazar Mishap) শিকার কয়েকটি পরিবার ও কয়েকজন ব্যবসায়ীকে বৃহস্পতিবার ক্ষতিপূরণ (Compensation) দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation) বা কেএমআরসিএল (KMRCL) ৷ কত টাকা করে ক্ষতিপূরণ পেলেন আক্রান্তরা ?

Bowbazar Mishap Victims get Compensation from KMRCL
Bowbazar Mishap: বউবাজারে ক্ষতিগ্রস্ত 11টি পরিবার ও 6 ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল মেট্রো

কলকাতা, 24 নভেম্বর: গত 14 অক্টোবর বউবাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ চলাকালীন আবারও ক্ষতিগ্রস্ত হয় মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ৷ বৃহস্পতিবার সেইসব ক্ষতিগ্রস্ত (Bowbazar Mishap Victims) পরিবার এবং দোকান মালিকদের ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হয় ৷ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation) বা কেএমআরসিএল (KMRCL)-এর পক্ষ থেকে এদিন এই ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ বৃহস্পতিবার মোট 11টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং ছয় ব্যবসায়ীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কলকাতা মেট্রোর প্রতিনিধিরা ৷

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর প্রশাসনিক বিভাগের জেনারেল ম্যানেজার এ কে নন্দী-সহ অন্য আধিকারিকরা ৷ কেএমআরসিএল-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 11টি পরিবারের প্রত্যেকটির প্রতিনিধিদের হাতে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয় ৷ আর্থিক ক্ষতিপূরণের চেক পান সংশ্লিষ্ট ছয় ব্যবসায়ীও ৷

আরও পড়ুন: দুর্গাপিতুরি লেনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম পর্যায়ে তৈরি হবে 23টি বাড়ি

কেএমআরসিএল-এর প্রশাসনিক বিভাগের জেনারেল ম্যানেজার এ কে নন্দী এই প্রসঙ্গে জানান, "ব্যবসায়ীদের মধ্যে যাঁদের দোকানের পরিমাপ 100 বর্গফুটের কম, তাঁদের 1 লক্ষ টাকা 50 হাজার টাকা এবং যাঁদের দোকানের পরিমাপ 100 বর্গফুটের বেশি, তাঁদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ৷ যেসব দোকানদাররা তাঁদের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রথম 12 দিনের মধ্যে ফিরতে পারেনি, কিন্তু, 30 দিনের মধ্যে ফিরে গিয়েছেন, তাঁদেরও প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষেত্রে যাঁরা 5 লক্ষ টাকা করে পেয়েছেন, তাঁরা অন্তত 30 দিন নিজেদের বাড়ির বাইরে ছিলেন ৷ সেই নিরিখেই তাঁদের এই অঙ্কের অর্থ দেওয়া হয়েছে ৷"

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে এখনও অনেকে বিভিন্ন হোটেলে রয়েছেন ৷ তবে কয়েকটি পরিবারকে তাদের বাড়িতে ফেরানো সম্ভব হয়েছে ৷ কেএমআরসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে বাড়িগুলিতে ছোটখাটো মেরামতির প্রয়োজন রয়েছে, সেগুলি দ্রুত সেরে ফেলা হবে ৷ যাতে পরিবারগুলিকে আবার তাদের বাড়িতে ফেরত পাঠানো যায় ৷ প্রসঙ্গত, বউবাজার বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্য়ে অন্তত 195টি পরিবার এখনও হোটেলেই থাকছে ৷ তবে, প্রতিদিনই একটি, দু'টি করে পরিবারকে ফেরত পাঠানো হচ্ছে ৷

কলকাতা, 24 নভেম্বর: গত 14 অক্টোবর বউবাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ চলাকালীন আবারও ক্ষতিগ্রস্ত হয় মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ৷ বৃহস্পতিবার সেইসব ক্ষতিগ্রস্ত (Bowbazar Mishap Victims) পরিবার এবং দোকান মালিকদের ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হয় ৷ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation) বা কেএমআরসিএল (KMRCL)-এর পক্ষ থেকে এদিন এই ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ বৃহস্পতিবার মোট 11টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং ছয় ব্যবসায়ীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কলকাতা মেট্রোর প্রতিনিধিরা ৷

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর প্রশাসনিক বিভাগের জেনারেল ম্যানেজার এ কে নন্দী-সহ অন্য আধিকারিকরা ৷ কেএমআরসিএল-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 11টি পরিবারের প্রত্যেকটির প্রতিনিধিদের হাতে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয় ৷ আর্থিক ক্ষতিপূরণের চেক পান সংশ্লিষ্ট ছয় ব্যবসায়ীও ৷

আরও পড়ুন: দুর্গাপিতুরি লেনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম পর্যায়ে তৈরি হবে 23টি বাড়ি

কেএমআরসিএল-এর প্রশাসনিক বিভাগের জেনারেল ম্যানেজার এ কে নন্দী এই প্রসঙ্গে জানান, "ব্যবসায়ীদের মধ্যে যাঁদের দোকানের পরিমাপ 100 বর্গফুটের কম, তাঁদের 1 লক্ষ টাকা 50 হাজার টাকা এবং যাঁদের দোকানের পরিমাপ 100 বর্গফুটের বেশি, তাঁদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ৷ যেসব দোকানদাররা তাঁদের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রথম 12 দিনের মধ্যে ফিরতে পারেনি, কিন্তু, 30 দিনের মধ্যে ফিরে গিয়েছেন, তাঁদেরও প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষেত্রে যাঁরা 5 লক্ষ টাকা করে পেয়েছেন, তাঁরা অন্তত 30 দিন নিজেদের বাড়ির বাইরে ছিলেন ৷ সেই নিরিখেই তাঁদের এই অঙ্কের অর্থ দেওয়া হয়েছে ৷"

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে এখনও অনেকে বিভিন্ন হোটেলে রয়েছেন ৷ তবে কয়েকটি পরিবারকে তাদের বাড়িতে ফেরানো সম্ভব হয়েছে ৷ কেএমআরসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে বাড়িগুলিতে ছোটখাটো মেরামতির প্রয়োজন রয়েছে, সেগুলি দ্রুত সেরে ফেলা হবে ৷ যাতে পরিবারগুলিকে আবার তাদের বাড়িতে ফেরত পাঠানো যায় ৷ প্রসঙ্গত, বউবাজার বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্য়ে অন্তত 195টি পরিবার এখনও হোটেলেই থাকছে ৷ তবে, প্রতিদিনই একটি, দু'টি করে পরিবারকে ফেরত পাঠানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.