ETV Bharat / state

বরো আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ সাফাই কর্মীদের

author img

By

Published : Jan 12, 2021, 8:32 AM IST

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌরসংস্থা
কলকাতা পৌরসংস্থা

কলকাতা, 12 জানুয়ারি : বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ দাবিতে কলকাতা পৌরনিগমের 14 নম্বর বরো অফিসের বাইরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা ৷ ঘেরাও করা হয় 14 নম্বর বরোর আধিকারিকদের ৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ 14 নম্বর বরোর এগজ়িকিউটিভ আধিকারিক ও ইঞ্জিনিয়রদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন তাঁরা ৷ অফিসের মধ্যেই আটকে পড়েন বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা ৷ বিষয়টি পৌর আধিকারিকদের জানান পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার ৷ এরপরই ঘটনাস্থানে পুলিশ গিয়ে উদ্ধার করেন আধিকারিকদের ৷

আরও পড়ুন : কোন সোনার বাংলা গড়েছেন উনি ? মমতাকে কটাক্ষ শোভনের

এই ঘটনার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এই ধরনের আন্দোলনকে কখনই সমর্থন করা যায় না। নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন ঠিক নয়। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।"

কলকাতা, 12 জানুয়ারি : বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ দাবিতে কলকাতা পৌরনিগমের 14 নম্বর বরো অফিসের বাইরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা ৷ ঘেরাও করা হয় 14 নম্বর বরোর আধিকারিকদের ৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গতকাল পথে নামেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ 14 নম্বর বরোর এগজ়িকিউটিভ আধিকারিক ও ইঞ্জিনিয়রদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন তাঁরা ৷ অফিসের মধ্যেই আটকে পড়েন বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা ৷ বিষয়টি পৌর আধিকারিকদের জানান পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার ৷ এরপরই ঘটনাস্থানে পুলিশ গিয়ে উদ্ধার করেন আধিকারিকদের ৷

আরও পড়ুন : কোন সোনার বাংলা গড়েছেন উনি ? মমতাকে কটাক্ষ শোভনের

এই ঘটনার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এই ধরনের আন্দোলনকে কখনই সমর্থন করা যায় না। নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন ঠিক নয়। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.