ETV Bharat / state

Bomb Recovered Update: হরিদেবপুরে বোমা জাতীয় বস্তুটি বিস্ফোরক নয়, জানালো লালবাজার - ইলেকট্রিক সার্কিট

বোমার মতো দেখেতে হলে বস্তুটি বিস্ফোরক নয় ৷ একটি ইলেকট্রিক সার্কিট ৷ রবিবার সকালে বোমা ভেবে উদ্ধার বস্তুটিকে সমস্তরকম ভাবে খতিয়ে দেখে এমনটাই মত তদন্তকারী আধিকারিকদের ৷

Etv Bharat
এই ইলেকট্রিক সার্কিটটিকে কেন্দ্র করে ছড়ায় আতঙ্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 1:55 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: আবর্জনা থেকে উদ্ধার হওয়া বস্তুটি আসলে বোমা নয় ৷ এটি একটি ইলেকট্রিক সার্কিট ৷ তদন্তকারীদের দাবি এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে । রবিবার সকালে হরিদেবপুরে বোমা ভেবে উদ্ধার বস্তুটিকে নিয়ে সমস্তরকম ভাবে খতিয়ে এমনটাই মত তদন্তকারী আধিকারিকদের ৷

রবিবার হরিদেবপুর ব্যানার্জি পাড়ার বকুলতলা এলাকায় একটি আর্বজনা থেকে বোমার মতো দেখতে একটি বস্তু উদ্ধার হয় ৷ যার মধ্যে থেকে বেশ কয়েকটি রঙিন তার বেরিয়ে ছিল ৷ জিনিসটিকে খতিয়ে দেখে জানা গিয়েছে, সেটি একটি ট্রান্সজিস্ট্রার ৷ এই ঘটনাটি প্রথম কয়েকজন প্রার্তভ্রমনকারীদের চোখে পড়ে ৷ তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ এরপরেই এলাকায় বোমাতঙ্ক ছড়ায় ৷ স্থানীয় বাসিন্দারা খবর দেন হরিদেবপুর থানায় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ, কলকাতা পুলিশের বোম্ব স্কোয়াডের গোয়েন্দারা ৷ বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নির্জন থানায় ৷ বোমাটি উদ্ধারের পর সেটি কি প্রকারের বোমা তাও খুঁজে বার করার চেষ্টা করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে ওই বস্তুটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় । বেশ কয়েকটি ব্যাটারি এবং অসংখ্য তার জড়ানো একটি ইলেকট্রনিক্স সার্কিট ছিল বলে দাবি করছেন তদন্তকারীরা । পাশাপাশি ওই বস্তুটি এলাকায় কিভাবে এলো তার খোঁজ চালানো হচ্ছে । এলাকার মানুষদের আতঙ্কিত করতেই কেউ বা কারা ওই বস্তুটিকে আবর্জনা স্তূপে ফেলে রেখেছিল তা ও খতিয়ে দেখেছেন তদন্তকারী অধিকারিকরা ৷ তবে বস্তুটি বিস্ফোরক নয় সেটি জানা-জানি হতেই এলাকাবাসীর মধ্য়ে স্বস্তি ফিরে এসেছে ৷

আরও পড়ুন: ভ্যাট থেকে উদ্ধার তার জড়ানো বোমা, হরিদেবপুরে বম্ব স্কোয়াড

কলকাতা, 18 সেপ্টেম্বর: আবর্জনা থেকে উদ্ধার হওয়া বস্তুটি আসলে বোমা নয় ৷ এটি একটি ইলেকট্রিক সার্কিট ৷ তদন্তকারীদের দাবি এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে । রবিবার সকালে হরিদেবপুরে বোমা ভেবে উদ্ধার বস্তুটিকে নিয়ে সমস্তরকম ভাবে খতিয়ে এমনটাই মত তদন্তকারী আধিকারিকদের ৷

রবিবার হরিদেবপুর ব্যানার্জি পাড়ার বকুলতলা এলাকায় একটি আর্বজনা থেকে বোমার মতো দেখতে একটি বস্তু উদ্ধার হয় ৷ যার মধ্যে থেকে বেশ কয়েকটি রঙিন তার বেরিয়ে ছিল ৷ জিনিসটিকে খতিয়ে দেখে জানা গিয়েছে, সেটি একটি ট্রান্সজিস্ট্রার ৷ এই ঘটনাটি প্রথম কয়েকজন প্রার্তভ্রমনকারীদের চোখে পড়ে ৷ তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ এরপরেই এলাকায় বোমাতঙ্ক ছড়ায় ৷ স্থানীয় বাসিন্দারা খবর দেন হরিদেবপুর থানায় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ, কলকাতা পুলিশের বোম্ব স্কোয়াডের গোয়েন্দারা ৷ বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নির্জন থানায় ৷ বোমাটি উদ্ধারের পর সেটি কি প্রকারের বোমা তাও খুঁজে বার করার চেষ্টা করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে ওই বস্তুটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় । বেশ কয়েকটি ব্যাটারি এবং অসংখ্য তার জড়ানো একটি ইলেকট্রনিক্স সার্কিট ছিল বলে দাবি করছেন তদন্তকারীরা । পাশাপাশি ওই বস্তুটি এলাকায় কিভাবে এলো তার খোঁজ চালানো হচ্ছে । এলাকার মানুষদের আতঙ্কিত করতেই কেউ বা কারা ওই বস্তুটিকে আবর্জনা স্তূপে ফেলে রেখেছিল তা ও খতিয়ে দেখেছেন তদন্তকারী অধিকারিকরা ৷ তবে বস্তুটি বিস্ফোরক নয় সেটি জানা-জানি হতেই এলাকাবাসীর মধ্য়ে স্বস্তি ফিরে এসেছে ৷

আরও পড়ুন: ভ্যাট থেকে উদ্ধার তার জড়ানো বোমা, হরিদেবপুরে বম্ব স্কোয়াড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.