ETV Bharat / state

এত ছোট বাড়িতে কী করে থাকেন মমতা, চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিস্ময় প্রকাশ ভাইজানের - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Salman Khan: মঙ্গলবার উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৷ সেই উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বাড়ি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন সলমন খান ৷

Salman Khan
Salman Khan
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 8:36 PM IST

Updated : Dec 5, 2023, 10:55 PM IST

চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিস্ময় প্রকাশ ভাইজানের

কলকাতা, 5 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভাইজান সলমন খানের গলায় । মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 29 তম সংস্করণের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি এই কথা বলেন ৷

তাঁর কথায়, ‘‘আমার দীর্ঘদিন ধরে দেখার ইচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার থেকে ছোট কি না ! কিন্তু গতবার আমি নিজে এসে দেখে গিয়েছি । সত্যিই কত ছোট বাড়িতে থাকেন উনি । কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একজন মানুষ, এত ছোট বাড়িতে থাকতে পারেন, ভেবে আমার হিংসে হয় ।’’

এ দিন উদ্বোধন উপলক্ষ্যে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মূলত চাঁদের হাট বসেছিল মঞ্চে । কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন সলমন খান । কারণ, এবার তিনি প্রথমবার এই উৎসবের উদ্বোধনে হাজির হলেন ৷ ফলে তিনি কী বলেন, সেদিকে সবার নজর ছিল ৷

বক্তৃতা দেওয়ার সময় তাঁর মুখেই শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা । মমতার সাদামাটা জীবনযাত্রা সর্বদাই জাতীয় ক্ষেত্রে মানুষের আগ্রহের বিষয় । সেই তালিকায় যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানের রয়েছে, এ দিন নিজে মুখেই তা স্পষ্ট করে দেন ভাইজান । পাশাপাশি তিনি যে নিজেই কলকাতা চলচ্চিত্র উৎসবে সামিল হতে চেয়েছিলেন, সেই কথাও জানিয়েছেন ৷

তিনি বলেন, ‘‘গতবছর আমি এক কনসার্টে এসেছিলাম, তখন জেনে গিয়েছিলাম কলকাতায় কত মানুষ থাকেন ৷ সেই সময় দিদিকে বলে গিয়েছিলাম, আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসব ৷ আর সোনাক্ষী জানে একবার জো ম্যায় কমিন্টমেন্ট কর দি, তব ম্যায় খুদকি ভি নেহি শুনতা ।’’

উল্লেখ্য, এবার সলমন ছাড়াও বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অংশ নিলেন ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের প্রতি উদার হোন, বাংলায় কাজের সুযোগ দিন !' চলচ্চিত্র উৎসবে বললেন সলমন
  2. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
  3. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিস্ময় প্রকাশ ভাইজানের

কলকাতা, 5 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভাইজান সলমন খানের গলায় । মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 29 তম সংস্করণের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি এই কথা বলেন ৷

তাঁর কথায়, ‘‘আমার দীর্ঘদিন ধরে দেখার ইচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার থেকে ছোট কি না ! কিন্তু গতবার আমি নিজে এসে দেখে গিয়েছি । সত্যিই কত ছোট বাড়িতে থাকেন উনি । কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একজন মানুষ, এত ছোট বাড়িতে থাকতে পারেন, ভেবে আমার হিংসে হয় ।’’

এ দিন উদ্বোধন উপলক্ষ্যে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মূলত চাঁদের হাট বসেছিল মঞ্চে । কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন সলমন খান । কারণ, এবার তিনি প্রথমবার এই উৎসবের উদ্বোধনে হাজির হলেন ৷ ফলে তিনি কী বলেন, সেদিকে সবার নজর ছিল ৷

বক্তৃতা দেওয়ার সময় তাঁর মুখেই শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা । মমতার সাদামাটা জীবনযাত্রা সর্বদাই জাতীয় ক্ষেত্রে মানুষের আগ্রহের বিষয় । সেই তালিকায় যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানের রয়েছে, এ দিন নিজে মুখেই তা স্পষ্ট করে দেন ভাইজান । পাশাপাশি তিনি যে নিজেই কলকাতা চলচ্চিত্র উৎসবে সামিল হতে চেয়েছিলেন, সেই কথাও জানিয়েছেন ৷

তিনি বলেন, ‘‘গতবছর আমি এক কনসার্টে এসেছিলাম, তখন জেনে গিয়েছিলাম কলকাতায় কত মানুষ থাকেন ৷ সেই সময় দিদিকে বলে গিয়েছিলাম, আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসব ৷ আর সোনাক্ষী জানে একবার জো ম্যায় কমিন্টমেন্ট কর দি, তব ম্যায় খুদকি ভি নেহি শুনতা ।’’

উল্লেখ্য, এবার সলমন ছাড়াও বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অংশ নিলেন ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের প্রতি উদার হোন, বাংলায় কাজের সুযোগ দিন !' চলচ্চিত্র উৎসবে বললেন সলমন
  2. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
  3. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
Last Updated : Dec 5, 2023, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.