ETV Bharat / state

Bodies Recovered from Flat: রিজেন্ট পার্কের ফ্ল্যাটে উদ্ধার বাবা-মা-মেয়ের পচাগলা দেহ, জোরালো হচ্ছে আত্মহত্যার তত্ত্ব - তিনজনের দেহ উদ্ধার

ফ্ল্যাটের বাইরে থেকে দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ হয় স্থানীয়দের ৷ পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করল তিনজনের পচাগলা দেহ (Body Recovered in Kolkata)৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 26, 2023, 7:55 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: বন্ধ ফ্ল্যাট থেকে বাবা-মা ও মেয়ের পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল রিজেন্ট পার্ক থানা এলাকায় (Body Recovered of Father Mother and Daughter) ৷ মৃতদের নাম বিজয় চট্টোপাধ্যায়, স্ত্রী রানু চট্টোপাধ্যায় এবং মেয়ে ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় (21)। জানা গিয়েছে, মৃত বিজয় চট্টোপাধ্যায় পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী হলেও বছরখানেক ধরে তিনি অত্যন্ত দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছিলেন । মাস সাতেক আগে রিজেন্ট পার্ক থানা এলাকার এই ফ্ল্যাটে তাঁরা ভাড়া আসেন । ফ্ল্যাটের মালিক জয়ন্ত মণ্ডল পুলিশকে জানান যে, গত দু'মাস ধরে ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিলেন না জয়ন্তবাবু ।

এমনকী ফ্ল্যাটের ইলেকট্রিসিটি বিলও তিনি দেননি । এলাকার লোকজন এই পরিবার সম্পর্কে সেই অর্থে কিছুই তথ্য দিতে পারেনি । এর কারণ জয়ন্তবাবুরা খুব একটা প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলতেন না । শনিবার রাতে পচা দুর্গন্ধ বেরোতে থাকে ওই ফ্ল্যাট থেকে । এরপরেই এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ফ্ল্যাটের মালিককে বিষয়টি জানান। এরপরই ফ্ল্যাটের মালিক বিজয় মণ্ডল নিজে ঘটনাস্থলে গিয়ে একাধিকবার ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না-পাওয়ায় সন্দেহ হয় ৷ খবর দেন স্থানীয় রিজেন্ট পার্ক থানায় । পুলিশ এসে দরজা ভেঙে তিনটি দেহ উদ্ধার করে ।

ফ্ল্যাটের ডাইনিংয়ে উদ্ধার হয়েছে বিজয় চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রানু চট্টোপাধ্যায়ের নিথর দেহ ৷ বেডরুমে পচা গলা অবস্থায় উদ্ধার করা হয় ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়ের দেহ । স্থানীয় থানার পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । আত্মহত্যা নাকি খুন, এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও তথ্য মেলেনি ৷ তবে গোয়েন্দাদের অনুমান এটি আত্মহত্যার ঘটনা । কারণ দেহে বাইরে থেকে আঘাতের সেইভাবে চিহ্ন পরিলক্ষিত করা যায়নি । যদিও বা গোয়েন্দারা জানাচ্ছেন যে দেহ তিনটি পচা গলা অবস্থায় উদ্ধার হয়েছে ফলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ।

আরও পড়ুন : 'মাকে কোনও দিন সুখ দিতে পারলাম না !' সুইসাইড নোট লিখে 'আত্মঘাতী' যুবক

কলকাতা, 26 ফেব্রুয়ারি: বন্ধ ফ্ল্যাট থেকে বাবা-মা ও মেয়ের পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল রিজেন্ট পার্ক থানা এলাকায় (Body Recovered of Father Mother and Daughter) ৷ মৃতদের নাম বিজয় চট্টোপাধ্যায়, স্ত্রী রানু চট্টোপাধ্যায় এবং মেয়ে ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় (21)। জানা গিয়েছে, মৃত বিজয় চট্টোপাধ্যায় পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী হলেও বছরখানেক ধরে তিনি অত্যন্ত দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছিলেন । মাস সাতেক আগে রিজেন্ট পার্ক থানা এলাকার এই ফ্ল্যাটে তাঁরা ভাড়া আসেন । ফ্ল্যাটের মালিক জয়ন্ত মণ্ডল পুলিশকে জানান যে, গত দু'মাস ধরে ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিলেন না জয়ন্তবাবু ।

এমনকী ফ্ল্যাটের ইলেকট্রিসিটি বিলও তিনি দেননি । এলাকার লোকজন এই পরিবার সম্পর্কে সেই অর্থে কিছুই তথ্য দিতে পারেনি । এর কারণ জয়ন্তবাবুরা খুব একটা প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলতেন না । শনিবার রাতে পচা দুর্গন্ধ বেরোতে থাকে ওই ফ্ল্যাট থেকে । এরপরেই এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ফ্ল্যাটের মালিককে বিষয়টি জানান। এরপরই ফ্ল্যাটের মালিক বিজয় মণ্ডল নিজে ঘটনাস্থলে গিয়ে একাধিকবার ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না-পাওয়ায় সন্দেহ হয় ৷ খবর দেন স্থানীয় রিজেন্ট পার্ক থানায় । পুলিশ এসে দরজা ভেঙে তিনটি দেহ উদ্ধার করে ।

ফ্ল্যাটের ডাইনিংয়ে উদ্ধার হয়েছে বিজয় চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রানু চট্টোপাধ্যায়ের নিথর দেহ ৷ বেডরুমে পচা গলা অবস্থায় উদ্ধার করা হয় ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়ের দেহ । স্থানীয় থানার পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । আত্মহত্যা নাকি খুন, এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও তথ্য মেলেনি ৷ তবে গোয়েন্দাদের অনুমান এটি আত্মহত্যার ঘটনা । কারণ দেহে বাইরে থেকে আঘাতের সেইভাবে চিহ্ন পরিলক্ষিত করা যায়নি । যদিও বা গোয়েন্দারা জানাচ্ছেন যে দেহ তিনটি পচা গলা অবস্থায় উদ্ধার হয়েছে ফলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ।

আরও পড়ুন : 'মাকে কোনও দিন সুখ দিতে পারলাম না !' সুইসাইড নোট লিখে 'আত্মঘাতী' যুবক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.