ETV Bharat / state

রাজভবনে BJP-র প্রতিনিধিদল, রাজ্যপালের কাছে CBI তদন্তের দাবি - টিটাগড়ে খুন BJP নেতা

মণীশ শুক্লার খুনের ঘটনায় CBI তদন্তের আর্জি জানালেন BJP-র প্রতিনিধিরা ।

BJP leader murdered in Titagarh
NRS থেকে রাজভবনে নিয়ে যাওয়া হল মণীশ শুক্লার দেহ
author img

By

Published : Oct 5, 2020, 7:09 PM IST

Updated : Oct 5, 2020, 10:01 PM IST

কলকাতা, 5 অক্টোবর : টিটাগড়ের বাড়িতে পৌঁছাল মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ । আজ রাত প্রায় 8 টা 45 মিনিট নাগাদ টিটাগড়ের বাড়িতে দেহ এসে পৌঁছায় । এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে BJP-র প্রতিনিধি দল । BJP নেতাকে খুনের ঘটনায় CBI তদন্তের আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে । মণীশ শুক্লার বাবা জানিয়েছেন, তিনি যতটা করার করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ।

প্রথমে NRS হাসপাতাল থেকে মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ বাইরে আনা হয় । হাসপাতাল চত্বরে ছিল উপচে পড়া ভিড় । স্লোগানে স্লোগানে শিকেয় ওঠে সামাজিক দূরত্ব । BJP সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে মণীশ শুক্লার দেহ বাইরে নিয়ে আসেন দলীয় কর্মীরা ।

দীর্ঘ 20 ঘণ্টা ধরে NRS হাসপাতালে আটকে ছিল মণীশ শুক্লার দেহ । এই বিলম্ব হওয়ার বিষয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন BJP কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । রাজভবনের হস্তক্ষেপ দাবি করেন তিনি । NRS-এর মর্গের সামনে বিক্ষোভ দেখায় BJP । ময়নাতদন্তের পর NRS থেকে বের করা হয় মৃত BJP নেতার দেহ ।

হাসপাতাল থেকে বাইরে আনা হচ্ছে মণীশ শুক্লার দেহ

এদিকে মণীশ শুক্লার দেহ থেকে উদ্ধার চারটি বুলেট । শরীরে আরও প্রায় 14 টি বুলেটের ক্ষত রয়েছে । শরীর এফোড়-ওফোড় করে বেরিয়ে গেছে গুলি । সেভেন এম এম পিস্তল দিয়ে গুলি করা হয়েছে বলে পুলিশের অনুমান ।

প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজভবনে । পরে সেখান থেকে দলীয় সদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা ছিল । BJP নেতারা জানিয়েছেন, রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতির ছবি তুলে ধরতে মণীশের দেহ রাজভবনে নিয়ে যেতে চান তাঁরা ।

সেইমতো মণীশ শুক্লার দেহ নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা হয় BJP । কিন্তু রাজভবনে যাওয়ার আগেই এলিট সিনেমার সামনে ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ । নিউ মার্কেটের সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী । BJP কর্মীদের সঙ্গে পুলিশ বাদানুবাদ ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় ।

পরে ঠিক হয়, রাজভবনে নিয়ে যাওয়া হবে না মণীশ শুক্লার দেহ । পরিবর্তে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন BJP-র চার প্রতিনিধি । সেইমতো রাজভবনে পৌঁছায় প্রতিনিধি দল।

কলকাতা, 5 অক্টোবর : টিটাগড়ের বাড়িতে পৌঁছাল মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ । আজ রাত প্রায় 8 টা 45 মিনিট নাগাদ টিটাগড়ের বাড়িতে দেহ এসে পৌঁছায় । এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে BJP-র প্রতিনিধি দল । BJP নেতাকে খুনের ঘটনায় CBI তদন্তের আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে । মণীশ শুক্লার বাবা জানিয়েছেন, তিনি যতটা করার করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ।

প্রথমে NRS হাসপাতাল থেকে মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ বাইরে আনা হয় । হাসপাতাল চত্বরে ছিল উপচে পড়া ভিড় । স্লোগানে স্লোগানে শিকেয় ওঠে সামাজিক দূরত্ব । BJP সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে মণীশ শুক্লার দেহ বাইরে নিয়ে আসেন দলীয় কর্মীরা ।

দীর্ঘ 20 ঘণ্টা ধরে NRS হাসপাতালে আটকে ছিল মণীশ শুক্লার দেহ । এই বিলম্ব হওয়ার বিষয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন BJP কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । রাজভবনের হস্তক্ষেপ দাবি করেন তিনি । NRS-এর মর্গের সামনে বিক্ষোভ দেখায় BJP । ময়নাতদন্তের পর NRS থেকে বের করা হয় মৃত BJP নেতার দেহ ।

হাসপাতাল থেকে বাইরে আনা হচ্ছে মণীশ শুক্লার দেহ

এদিকে মণীশ শুক্লার দেহ থেকে উদ্ধার চারটি বুলেট । শরীরে আরও প্রায় 14 টি বুলেটের ক্ষত রয়েছে । শরীর এফোড়-ওফোড় করে বেরিয়ে গেছে গুলি । সেভেন এম এম পিস্তল দিয়ে গুলি করা হয়েছে বলে পুলিশের অনুমান ।

প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজভবনে । পরে সেখান থেকে দলীয় সদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা ছিল । BJP নেতারা জানিয়েছেন, রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতির ছবি তুলে ধরতে মণীশের দেহ রাজভবনে নিয়ে যেতে চান তাঁরা ।

সেইমতো মণীশ শুক্লার দেহ নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা হয় BJP । কিন্তু রাজভবনে যাওয়ার আগেই এলিট সিনেমার সামনে ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ । নিউ মার্কেটের সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী । BJP কর্মীদের সঙ্গে পুলিশ বাদানুবাদ ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় ।

পরে ঠিক হয়, রাজভবনে নিয়ে যাওয়া হবে না মণীশ শুক্লার দেহ । পরিবর্তে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন BJP-র চার প্রতিনিধি । সেইমতো রাজভবনে পৌঁছায় প্রতিনিধি দল।

Last Updated : Oct 5, 2020, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.