ETV Bharat / state

লেদার কমপ্লেক্স এলাকায় ব্যক্তির দেহ উদ্ধার - Leather Complex area

ট্যানারি কম্পানির একতলা থেকে উদ্ধার ব্যক্তির দেহ ৷ নাম সিরাজ মোল্লা (50) ৷ বাসন্তীর বাসিন্দা ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 12, 2019, 5:15 PM IST

কলকাতা, 12 অগাস্ট : ট্যানারি কম্পানির একতলা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ ৷ মৃতের নাম সিরাজ মোল্লা (50) ৷ বানতলা লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা ৷ গতরাতে দেহটি উদ্ধার করে KLC থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বাসন্তী থানার নতুনহাটের গায়েনপাড়ার বাসিন্দা সিরাজ ৷ গতরাতে রয়কো ট্যানার্স প্রাইভেট লিমিটেড নামে একটি কম্পানির একতলায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে ৷ স্থানীয়রা খবর দেয় পুলিশে ৷ পল্ট নম্বর 514, জ়োন 7-এ আসে KLC থানার পুলিশ ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

তদন্তকারী সূত্রে খবর, ওই ব্যক্তির থুতনি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে ৷ তাই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তাছাড়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের প্রমাণ পাওয়া গেছে ৷ কলকাতা পুলিশের DC (পূর্ব) রূপেশ কুমার বলেন, "আমরা একটি দেহ উদ্ধার করেছি ৷ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

কলকাতা, 12 অগাস্ট : ট্যানারি কম্পানির একতলা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ ৷ মৃতের নাম সিরাজ মোল্লা (50) ৷ বানতলা লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা ৷ গতরাতে দেহটি উদ্ধার করে KLC থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বাসন্তী থানার নতুনহাটের গায়েনপাড়ার বাসিন্দা সিরাজ ৷ গতরাতে রয়কো ট্যানার্স প্রাইভেট লিমিটেড নামে একটি কম্পানির একতলায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে ৷ স্থানীয়রা খবর দেয় পুলিশে ৷ পল্ট নম্বর 514, জ়োন 7-এ আসে KLC থানার পুলিশ ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

তদন্তকারী সূত্রে খবর, ওই ব্যক্তির থুতনি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে ৷ তাই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তাছাড়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের প্রমাণ পাওয়া গেছে ৷ কলকাতা পুলিশের DC (পূর্ব) রূপেশ কুমার বলেন, "আমরা একটি দেহ উদ্ধার করেছি ৷ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

Intro:কলকাতা, ১২ অগাস্ট: বানতোলা লেদার কমপ্লেক্স এলাকার একটি ট্যানারি কোম্পানির একতলায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর পেয়ে গত রাতে দেহটি উদ্ধার করে KLC থানার পুলিশ। সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে।Body:পুলিশ সূত্রে খবর, গত রাতে রয়কো ট্যানার্স প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির একতলায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। খবর যায় পুলিশে। KLC থানার পুলিশ দ্রুত প্লট নম্বর ৫১৪, জোন ৭ এ আসে। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃতের নাম সিরাজ মোল্লা। তিনি বাসন্তী থানা এলাকার নতুন হাটের গায়েনপাড়ার বাসিন্দা। পুলিশ তার পরিবারকে খবর দেয়।
Conclusion:তদন্তকারী সূত্রে খবর, দেহটি দেখার পর থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে তার থুতনিতে এবং শরীরের আরো কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। সেই সূত্রেই পুলিশের সন্দেহ তৈরি হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও বলছে, একটি খুনের ঘটনা। কলকাতা পুলিশের ডিসি ইস্ট ডিভিশন রুপেশ কুমার এ প্রসঙ্গে ইটিভি ভারতকে বলেছেন, “ হ্যাঁ, আমরা একটি দেহ উদ্ধার করেছি। ইতিমধ্যেই খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.