ETV Bharat / state

Kolkata Metro Service: ফের নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইন মেট্রো পরিষেবা; রইল নয়া সূচি - কলকাতা মেট্রো সার্ভিস

ব্লু লাইন মেট্রোতে ফের নিয়ন্ত্রণ হবে পরিষেবা ৷ কারণ সেই পাওয়ার ব্লক ৷ তবে যাত্রীদের সুবিধার্থে জানানো হয়েছে নয়া সময়সূচি ৷ জেনে নিন ৷

Etv Bharat
মেট্রো
author img

By

Published : May 25, 2023, 8:18 PM IST

কলকাতা, 25 মে: আগামী শনিবার অর্থাৎ 27 মে সকালের দিকে নিয়ন্ত্রণ করা হবে মেট্রো পরিষেবা । এমনটাই আজ জানানো হয়েছে মেট্রোরেলের পক্ষ থেকে । জানা গিয়েছে যে, ট্র্যাক মেরামতের কাজের জন্য ওই দিন কলকাতা মেট্রোরেলের নর্থ সাউথ শাখায় একটি পাওয়ার ব্লক নেওয়া হবে । এই পাওয়ার ব্লক মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে । তাই মেট্রো পরিষেবার সময়সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে ।

মেট্রোরেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, এই মাস এবং আগামী মাসের প্রথম দিকে সপ্তাহান্তের দিনগুলিতে ট্র্যাক মেরামতের কাজ চলার দরুন কিছু সময়ের জন্য পরিষেবায় পরিবর্তন করা হবে । যাত্রীদের সুবিধার্থে সপ্তাহান্তে প্রতিটি শনিবার এবং রবিবার ভোরের দিকেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে । এর ফলে নিত্যযাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না ।

আজ মেট্রোরেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে, আগামী 27 মে অর্থাৎ শনিবার দক্ষিণেশ্বর দমদম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকল 6টা 50 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে । তবে সকাল 6টা 50 থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে । আবার সকাল 10টার পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে । অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে ।

আজ আবার সকাল 10টা 20 মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনায় এই ব্যস্ত সময়ে বেশ কয়েক ঘণ্টা ব্যাহত হয় পরিষেবা ৷ এতে অফিস ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন ৷ সেই সময় যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে ময়দান মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের বন্দোবস্ত করা হয় ৷ দেহ উদ্ধারের পর 11টা 20 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন : যাতায়াতের পথে কুরিয়ার পরিষেবা, শিয়ালদা মেট্রো স্টেশনে নয়া কাউন্টার

কলকাতা, 25 মে: আগামী শনিবার অর্থাৎ 27 মে সকালের দিকে নিয়ন্ত্রণ করা হবে মেট্রো পরিষেবা । এমনটাই আজ জানানো হয়েছে মেট্রোরেলের পক্ষ থেকে । জানা গিয়েছে যে, ট্র্যাক মেরামতের কাজের জন্য ওই দিন কলকাতা মেট্রোরেলের নর্থ সাউথ শাখায় একটি পাওয়ার ব্লক নেওয়া হবে । এই পাওয়ার ব্লক মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে । তাই মেট্রো পরিষেবার সময়সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে ।

মেট্রোরেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, এই মাস এবং আগামী মাসের প্রথম দিকে সপ্তাহান্তের দিনগুলিতে ট্র্যাক মেরামতের কাজ চলার দরুন কিছু সময়ের জন্য পরিষেবায় পরিবর্তন করা হবে । যাত্রীদের সুবিধার্থে সপ্তাহান্তে প্রতিটি শনিবার এবং রবিবার ভোরের দিকেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে । এর ফলে নিত্যযাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না ।

আজ মেট্রোরেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে, আগামী 27 মে অর্থাৎ শনিবার দক্ষিণেশ্বর দমদম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকল 6টা 50 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে । তবে সকাল 6টা 50 থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে । আবার সকাল 10টার পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে । অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে ।

আজ আবার সকাল 10টা 20 মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনায় এই ব্যস্ত সময়ে বেশ কয়েক ঘণ্টা ব্যাহত হয় পরিষেবা ৷ এতে অফিস ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন ৷ সেই সময় যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে ময়দান মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের বন্দোবস্ত করা হয় ৷ দেহ উদ্ধারের পর 11টা 20 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন : যাতায়াতের পথে কুরিয়ার পরিষেবা, শিয়ালদা মেট্রো স্টেশনে নয়া কাউন্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.