ETV Bharat / state

Blood Donation Camp: রাজভবনের রক্তদান শিবিরে তরুণ প্রজন্মের ভিড় - আন্তর্জাতিক রক্তদাতা দিবস

এনসিসির উদ্যোগে কলকাতার রাজভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ যেখানে রক্তদান করেন 62 জন যুবক-যুবতী ৷

World Blood Donor Day
রক্তদাতা দিবস
author img

By

Published : Jun 14, 2023, 8:02 PM IST

রাজভবনের রক্তদান শিবিরে তরুণ প্রজন্মের ভিড়

কলকাতা, 14 জুন: আজ আন্তর্জাতিক রক্তদাতা দিবস ৷ এই উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলকাতার রাজভবনে ৷ রক্তদান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এই অনন্য সুযোগ ৷ এই স্লোগানকে সামনে রেখে বুধবার এনসিসির উদ্যোগে রাজভবনে রক্তদান শিবিরটি হয় । তাতে রক্ত দিতে এগিয়ে আসে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা । যাদের মধ্যে অনেকেই প্রথমবার রক্তদানের অভিজ্ঞতা অর্জন করেছেন ।

এদিন কলকাতা ও সংলগ্ন শহরতলি থেকে প্রায় 62 জন এনসিসি প্রশিক্ষণরত যুবক-যুবতী রাজভবনে রক্তদান করেন । প্রথমবার রক্ত দিয়ে এক দাতা বলেন, "প্রথমে ভয় লাগছিল। কিন্তু রক্তদানের পর ভয় কেটে গিয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আনন্দের সঙ্গে রক্তদান করা উচিত। এতে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব । বহু মানুষের ভালো করা সম্ভব । তাই সকলের রক্তদানে এগিয়ে আসা উচিত।"

World Blood Donor Day
রাজভবনে রক্তদান শিবির

39 এনসিসি ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার সুকান্ত বাগচী বলেন, "রক্তদান যে মহৎ দান এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই । আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে এনসিসির উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে । বছরে একদিন নয় দেড় মাস অন্তর এনসিসির তরফে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এনসিসি ক্যাডার কিংবা যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মধ্যেও অনেকেই রক্তদানে এগিয়ে আসেন । আজকে ভালো লাগছে বহু ছেলে মেয়ে প্রথমবার রক্ত দিচ্ছে । এটাই মোটিভেশন । ছেলে মেয়েদের রক্তদানের সাহস যোগানোর জন্য তাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানাই ।"

World Blood Donor Day
রাজভবনে রক্তদান শিবির

আরও পড়ুন: রক্তদানে সচেতনতায় সারাদেশে 21 হাজার কিলোমিটার পদযাত্রা কিরণের

উল্লেখ্য, নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনারের জন্মদিন স্মরণ রাখতে আন্তর্জাতিক রক্তদাতা উৎসব দিবস পালন করা হয়ে থাকে। এই নোবেলজয়ী বিজ্ঞানী রক্তের গ্রুপ 'এ', 'বি', ও 'এবি' আবিষ্কার করেন । তাঁকে স্মরণ রাখতেই 1995 সাল থেকে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত হয় 14 জুন ।

রাজভবনের রক্তদান শিবিরে তরুণ প্রজন্মের ভিড়

কলকাতা, 14 জুন: আজ আন্তর্জাতিক রক্তদাতা দিবস ৷ এই উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলকাতার রাজভবনে ৷ রক্তদান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এই অনন্য সুযোগ ৷ এই স্লোগানকে সামনে রেখে বুধবার এনসিসির উদ্যোগে রাজভবনে রক্তদান শিবিরটি হয় । তাতে রক্ত দিতে এগিয়ে আসে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা । যাদের মধ্যে অনেকেই প্রথমবার রক্তদানের অভিজ্ঞতা অর্জন করেছেন ।

এদিন কলকাতা ও সংলগ্ন শহরতলি থেকে প্রায় 62 জন এনসিসি প্রশিক্ষণরত যুবক-যুবতী রাজভবনে রক্তদান করেন । প্রথমবার রক্ত দিয়ে এক দাতা বলেন, "প্রথমে ভয় লাগছিল। কিন্তু রক্তদানের পর ভয় কেটে গিয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আনন্দের সঙ্গে রক্তদান করা উচিত। এতে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব । বহু মানুষের ভালো করা সম্ভব । তাই সকলের রক্তদানে এগিয়ে আসা উচিত।"

World Blood Donor Day
রাজভবনে রক্তদান শিবির

39 এনসিসি ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার সুকান্ত বাগচী বলেন, "রক্তদান যে মহৎ দান এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই । আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে এনসিসির উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে । বছরে একদিন নয় দেড় মাস অন্তর এনসিসির তরফে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এনসিসি ক্যাডার কিংবা যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মধ্যেও অনেকেই রক্তদানে এগিয়ে আসেন । আজকে ভালো লাগছে বহু ছেলে মেয়ে প্রথমবার রক্ত দিচ্ছে । এটাই মোটিভেশন । ছেলে মেয়েদের রক্তদানের সাহস যোগানোর জন্য তাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানাই ।"

World Blood Donor Day
রাজভবনে রক্তদান শিবির

আরও পড়ুন: রক্তদানে সচেতনতায় সারাদেশে 21 হাজার কিলোমিটার পদযাত্রা কিরণের

উল্লেখ্য, নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনারের জন্মদিন স্মরণ রাখতে আন্তর্জাতিক রক্তদাতা উৎসব দিবস পালন করা হয়ে থাকে। এই নোবেলজয়ী বিজ্ঞানী রক্তের গ্রুপ 'এ', 'বি', ও 'এবি' আবিষ্কার করেন । তাঁকে স্মরণ রাখতেই 1995 সাল থেকে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত হয় 14 জুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.