কলকাতা, 25 ডিসেম্বর: নির্বিঘ্নে বড়দিন সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ । গতরাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং এবং ব্লক রেইড । ইতিমধ্যে 238 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 267 লিটার মদ ।
আজ বিকেল চারটের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পার্কস্ট্রিট । রাত বারোটা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্কস্ট্রিটের ওই রাস্তা । বন্ধ যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ।
আজ পার্কস্ট্রিটের দায়িত্বে রয়েছেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করছেন । সঙ্গে রয়েছেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচজন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে আছেন । গোটা বাহিনী রয়েছে ডেপুটি কমিশনার সাউথের অধীনে ।
পার্ক স্ট্রিটকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে । প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে এসিস্ট্যান্ট কমিশনার । পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের কাছাকাছি এবং থানার কাছাকাছি আছে দুটি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য । আছে দূরবীক্ষণের পাহারা । বড় বিশৃঙ্খলায় যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তাই মোতায়েন করা হয়েছে 'বজ্র' গাড়ি ।
বড়দিনের শহরের নিরাপত্তার জন্য গতকাল থেকেই মোতায়েন রয়েছে 100 পিকেট । আছে 3টি অতিরিক্ত HRFS । গতরাত 12 টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ব্লক রেইড । আর তাতে নন বেলেবল এরেস্ট ওয়ারেন্টে 143 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ । থানার তরফে প্রিভেন্টিভ আরেস্ট করা হয়েছে 34 জনকে । গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে 52 জনকে ।
জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে । মাতলামির জন্য আটক করা হয় 558 জনকে । তিনজন নিয়ে বাইক চালানোর অপরাধে মামলা হয়েছে 262 টি । বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে মামলা করা হয়েছে 496 টি । সিজ় করা হয়েছে 15 টি গাড়ি । বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য 66 টি মামলা করেছে পুলিশ । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 106 টি মামলা দায়ের হয়েছে ।
আজ ভোররাত পর্যন্ত শহরের বেশ কিছু ক্লাব, বারে সাদা পোশাকে নজর রাখছে পুলিশ । পার্কস্ট্রিটে ভিড়ের মধ্যে মিশে রয়েছে মহিলা পুলিশও । ইভটিজিং ঠেকাতে সক্রিয় রয়েছে উইনার্স টিম ।