ETV Bharat / state

বড়দিনের শহরে চলছে ব্লক রেইড, ইতিমধ্যেই গ্রেপ্তার 238 - kolkata police

বড়দিনের শহরে গতরাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং এবং ব্লক রেইড । 238 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

raid-block
ছবি
author img

By

Published : Dec 25, 2019, 9:59 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: নির্বিঘ্নে বড়দিন সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ । গতরাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং এবং ব্লক রেইড । ইতিমধ্যে 238 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 267 লিটার মদ ।

image
বড়দিনের মেজাজে শহর

আজ বিকেল চারটের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পার্কস্ট্রিট । রাত বারোটা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্কস্ট্রিটের ওই রাস্তা । বন্ধ যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ।

image
জনজোয়ার পার্কস্ট্রিটে

আজ পার্কস্ট্রিটের দায়িত্বে রয়েছেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করছেন । সঙ্গে রয়েছেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচজন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে আছেন । গোটা বাহিনী রয়েছে ডেপুটি কমিশনার সাউথের অধীনে ।

image
চালক মত্ত কি না তা জানতে তৎপর পুলিশ

পার্ক স্ট্রিটকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে । প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে এসিস্ট্যান্ট কমিশনার । পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের কাছাকাছি এবং থানার কাছাকাছি আছে দুটি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য । আছে দূরবীক্ষণের পাহারা । বড় বিশৃঙ্খলায় যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তাই মোতায়েন করা হয়েছে 'বজ্র' গাড়ি ।

image
গ্রেপ্তার 238

বড়দিনের শহরের নিরাপত্তার জন্য গতকাল থেকেই মোতায়েন রয়েছে 100 পিকেট । আছে 3টি অতিরিক্ত HRFS । গতরাত 12 টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ব্লক রেইড । আর তাতে নন বেলেবল এরেস্ট ওয়ারেন্টে 143 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ । থানার তরফে প্রিভেন্টিভ আরেস্ট করা হয়েছে 34 জনকে । গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে 52 জনকে ।

image
ভিড়ের মধ্যে রয়েছে মহিলা পুলিশ

জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে । মাতলামির জন্য আটক করা হয় 558 জনকে । তিনজন নিয়ে বাইক চালানোর অপরাধে মামলা হয়েছে 262 টি । বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে মামলা করা হয়েছে 496 টি । সিজ় করা হয়েছে 15 টি গাড়ি । বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য 66 টি মামলা করেছে পুলিশ । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 106 টি মামলা দায়ের হয়েছে ।

image
চলছে চেকিং

আজ ভোররাত পর্যন্ত শহরের বেশ কিছু ক্লাব, বারে সাদা পোশাকে নজর রাখছে পুলিশ । পার্কস্ট্রিটে ভিড়ের মধ্যে মিশে রয়েছে মহিলা পুলিশও । ইভটিজিং ঠেকাতে সক্রিয় রয়েছে উইনার্স টিম ।

কলকাতা, 25 ডিসেম্বর: নির্বিঘ্নে বড়দিন সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ । গতরাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং এবং ব্লক রেইড । ইতিমধ্যে 238 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 267 লিটার মদ ।

image
বড়দিনের মেজাজে শহর

আজ বিকেল চারটের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পার্কস্ট্রিট । রাত বারোটা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্কস্ট্রিটের ওই রাস্তা । বন্ধ যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ।

image
জনজোয়ার পার্কস্ট্রিটে

আজ পার্কস্ট্রিটের দায়িত্বে রয়েছেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করছেন । সঙ্গে রয়েছেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচজন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে আছেন । গোটা বাহিনী রয়েছে ডেপুটি কমিশনার সাউথের অধীনে ।

image
চালক মত্ত কি না তা জানতে তৎপর পুলিশ

পার্ক স্ট্রিটকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে । প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে এসিস্ট্যান্ট কমিশনার । পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের কাছাকাছি এবং থানার কাছাকাছি আছে দুটি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য । আছে দূরবীক্ষণের পাহারা । বড় বিশৃঙ্খলায় যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তাই মোতায়েন করা হয়েছে 'বজ্র' গাড়ি ।

image
গ্রেপ্তার 238

বড়দিনের শহরের নিরাপত্তার জন্য গতকাল থেকেই মোতায়েন রয়েছে 100 পিকেট । আছে 3টি অতিরিক্ত HRFS । গতরাত 12 টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ব্লক রেইড । আর তাতে নন বেলেবল এরেস্ট ওয়ারেন্টে 143 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ । থানার তরফে প্রিভেন্টিভ আরেস্ট করা হয়েছে 34 জনকে । গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে 52 জনকে ।

image
ভিড়ের মধ্যে রয়েছে মহিলা পুলিশ

জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে । মাতলামির জন্য আটক করা হয় 558 জনকে । তিনজন নিয়ে বাইক চালানোর অপরাধে মামলা হয়েছে 262 টি । বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে মামলা করা হয়েছে 496 টি । সিজ় করা হয়েছে 15 টি গাড়ি । বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য 66 টি মামলা করেছে পুলিশ । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 106 টি মামলা দায়ের হয়েছে ।

image
চলছে চেকিং

আজ ভোররাত পর্যন্ত শহরের বেশ কিছু ক্লাব, বারে সাদা পোশাকে নজর রাখছে পুলিশ । পার্কস্ট্রিটে ভিড়ের মধ্যে মিশে রয়েছে মহিলা পুলিশও । ইভটিজিং ঠেকাতে সক্রিয় রয়েছে উইনার্স টিম ।

Intro:কলকাতা, 25 ডিসেম্বর: বড়দিন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা নিয়েছিলো কলকাতা পুলিশ। গত রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং এবং ব্লক রেইড। সেই সূত্রে ইতিমধ্যেই নানা কারণে 200র বেশি ব‍্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 267 লিটার মদ।



Body:আজ বিকেল চারটের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পার্কস্ট্রিট। রাত বারোটা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে এই রাস্তায়। বন্ধ যান চলাচল। ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রীট দিয়ে ফিরবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। আজ পার্কস্ট্রিটে মূল দায়িত্বে রয়েছেন ডিসি রিজার্ভ ফোর্স এবং ডিসি ওয়ারলেস। তারা পুরো নিরাপত্তাব্যবস্থার নজরদারি করছেন। তাদের সঙ্গে থাকবে চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মোট পাঁচজন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে আছেন। গোটা বাহিনী রয়েছে ডেপুটি কমিশনার সাউথের অধীনে। গোটা পার্ক স্ট্রীটকে 4 টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে এসিস্ট্যান্ট কমিশনার। পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের কাছাকাছি এবং থানার কাছাকাছি আছে দুটি কুইক রেসপন্স টিমের ভ্যান। মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য। কুড়িটি অতিরিক্ত সিসিটিভি ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য। আছে দূরবীক্ষণের পাহারা। বড় বিশৃঙ্খলা যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তাই মোতায়েন করা হয়েছে একটি বজ্র গাড়ি।

বড়দিনের শহরের নিরাপত্তার জন্য গতকাল থেকেই মোতায়েন রয়েছে 100 পিকেট। আছে 3টি অতিরিক্ত এইচ আর এফ এস। গত রাত 12 টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ব্লক রেইড। আর তাতে নন বেলেবল এরেস্ট ওয়ারেন্ট থাকা 143 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ। থানার তরফে প্রিভেন্টিভ আরেস্ট করা হয়েছে 34 জনকে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে 52 জনকে। জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। মাতলামির জন্য আটক করা হয় 558 জনকে। তিনজন নিয়ে বাইক চালানোর অপরাধে মামলা করা হয়েছে 262 টি। বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে মামলা করা হয়েছে 496 টি। সিজ করা হয়েছে 15 টি গাড়ি। র‍্যাস ড্রাইভিংয়ের জন্য 66 টি মামলা করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 106 টি মামলা দায়ের হয়েছে।


Conclusion:আজ ভোররাত পর্যন্ত শহরের বেশ কিছু ক্লাব, বারে সাদা পোশাকে নজর রাখছে পুলিশ। পার্কস্ট্রিটে ভিড়ের মধ্যে মিশে রয়েছে মহিলা পুলিশ। ইভটিজিং ঠেকাতে সক্রিয় রয়েছে উইনার্স টিম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.