ETV Bharat / state

15 নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক যুব মোর্চার - BJYM will gherao

আজ BJP-র রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয় ৷ সেখানেই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে সিলমোহর দেওয়া হয় ।

দেখুন
author img

By

Published : Nov 4, 2019, 11:33 PM IST

Updated : Nov 5, 2019, 9:38 AM IST

কলকাতা, 4 নভেম্বর : শহরজুড়ে অবৈধ পার্কিংসহ একাধিক অভিযোগে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে সরব BJP-র যুব মোর্চা ৷ 15 নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচির ডাক দিল তারা । কাটমানি, ডেঙ্গিতে মৃত্যু, CESC-র বিদ্যুৎ মাশুল, অবৈধ পার্কিংসহ একাধিক ইশুতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে একটি স্মারকলিপিও তুলে দেবে যুব মোর্চা ।

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে । কাউন্সিলররা কাটমানি খাচ্ছেন । যে সমস্ত কাউন্সিলর এই কাজে যুক্ত তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার । শহরে CESC-র বিদ্যুৎ মাশুল কমানোরও দাবি তুলেছে যুব মোর্চা ৷

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে

যুব মোর্চা সহ-সভাপতি প্রকাশ দাস বলেন, "আজ রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয় ৷ সেখানেই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে সিলমোহর দেওয়া হয় । ওইদিন ঘেরাও কর্মসূচি ছাড়াও মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরনিগমের বেহাল পরিষেবা নিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হবে । আমরা তার মুক্ত , জঞ্জাল মুক্ত, কাটমানি মুক্ত, অবৈধ পার্কিং মুক্ত শহরকে ফিরে পেতে চাইছি । এই দাবিতে আমরা আন্দোলনে আছি । ওইদিন 5 হাজার যুব কার্যকর্তা জমায়েত করার টার্গেট নিয়েছি ৷"

কলকাতা, 4 নভেম্বর : শহরজুড়ে অবৈধ পার্কিংসহ একাধিক অভিযোগে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে সরব BJP-র যুব মোর্চা ৷ 15 নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচির ডাক দিল তারা । কাটমানি, ডেঙ্গিতে মৃত্যু, CESC-র বিদ্যুৎ মাশুল, অবৈধ পার্কিংসহ একাধিক ইশুতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে একটি স্মারকলিপিও তুলে দেবে যুব মোর্চা ।

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে । কাউন্সিলররা কাটমানি খাচ্ছেন । যে সমস্ত কাউন্সিলর এই কাজে যুক্ত তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার । শহরে CESC-র বিদ্যুৎ মাশুল কমানোরও দাবি তুলেছে যুব মোর্চা ৷

যুব মোর্চার অভিযোগ, শহরজুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে

যুব মোর্চা সহ-সভাপতি প্রকাশ দাস বলেন, "আজ রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয় ৷ সেখানেই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে সিলমোহর দেওয়া হয় । ওইদিন ঘেরাও কর্মসূচি ছাড়াও মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরনিগমের বেহাল পরিষেবা নিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হবে । আমরা তার মুক্ত , জঞ্জাল মুক্ত, কাটমানি মুক্ত, অবৈধ পার্কিং মুক্ত শহরকে ফিরে পেতে চাইছি । এই দাবিতে আমরা আন্দোলনে আছি । ওইদিন 5 হাজার যুব কার্যকর্তা জমায়েত করার টার্গেট নিয়েছি ৷"

Intro:04-11-19


সুজয় ঘোষ, কলকাতা





কলকাতা: এবার খাস কলকাতাতেই বড়োসড়ো আন্দোলন-কর্মসূচির সিদ্ধান্ত নিল বিজেপির যুব মোর্চার। 15 ই নভেম্বর কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচির ডাক দিল যুব মোর্চা। কলকাতা পৌর নিগমের কাঠ মানি, ডেঙ্গু মৃত্যু, সিএসসির বিদ্যুৎ মাশুল, অবৈধ পার্কিং সহ একাধিক দাবিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কে একটি স্মারকলিপিও তুলে দেবে যুব মোর্চা। যুব মোর্চা সূত্রে এই খবর জানা গিয়েছে।





যুব মোর্চার মূল দাবি শহর জুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা চলছে। এই অবৈধ পার্কিং এর সঙ্গে কলকাতা পৌর নিগমের কাউন্সিলররা কাঠ মানি খাচ্ছে। যে সমস্ত কাউন্সিলার এই কাজে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার। শহর কলকাতা জুড়ে সিএসসি 07:26 পয়সা প্রতি ইউনিট এ বিদ্যুৎ মাশুল নিচ্ছে। এটা পুরোপুরি অবৈধ অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে। কারণ অন্যান্য শহরে যেখানে 3 টাকা 4 টাকা দরে বিদ্যুৎ বিক্রি চলছে সেখানে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিক্রি। অবিলম্বে শহরের মানুষের জন্য বিদ্যুতের মাশুল কমাতে হবে।




এই বিষয়ে যুব মোর্চা সহ-সভাপতি প্রকাশ দাস বলেন, আজ রাজ্য দপ্তরে জরুরিভিত্তিতে একটা বৈঠক ডাকা হয়েছে সেখানেই কলকাতা পৌরনিগম কর্মসূচির আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে । প্রাথমিকভাবে 14 ও 15 ই নভেম্বর মধ্যে আমরা 15 ই নভেম্বর টিকে চূড়ান্ত করে রেখেছি। ঐদিন ঘেরাও কর্মসূচি ছাড়াও মেয়র ফিরহাদ হাকিম কে কলকাতা পৌরনিগমের বেহাল পরিষেবা নিয়ে একটি স্মারকলিপিও তুলে দেয়া হবে। আমরা তার মুক্ত ,জঞ্জালমুক্ত, কাঠ মানি মুক্ত, অবৈধ পার্কিং মুক্ত শহরকে ফিরে পেতে চাইছি। এই দাবিতে আমরা আন্দোলনে আছি। ঐদিন 5 হাজার যুব কার্যকর্তা জমায়েত করার টার্গেট নিয়েছি"

Body:কপিConclusion:
Last Updated : Nov 5, 2019, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.