ETV Bharat / state

BJP : পুলিশের বাধা, একটি কনভয় নিয়েই সুভাষ সরকারের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রা বিজেপির - Sahid Samman Yatra

আজ কলকাতার সদর কার্যালয় থেকে সূচনা হল বিজেপির শহিদ সম্মান যাত্রার ৷ যদিও কোভিডের কারণ দেখিয়ে গেরুয়া শিবিরের এই যাত্রায় বাধা দিয়েছে পুলিশ ৷ তবে এ সব কিছু পেরিয়ে যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ৷

বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরু
বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরু
author img

By

Published : Aug 17, 2021, 11:18 AM IST

Updated : Aug 17, 2021, 12:22 PM IST

কলকাতা, 17 অগস্ট : বিজেপির প্রধান সদর কার্যালয় মুরলীধর সেন লেন থেকে বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরু হল । সূচনা করলেন কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ বিরোধী দলের যাত্রার কথা মাথায় রেখে গোটা রাজ্যে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে ৷ পুলিশের দাবি, কোভিড পরিস্থিতির জন্য কোনও ভাবে শহিদ সম্মান যাত্রা করতে পারবে না বিজেপি । এরপর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার একাই একটি গাড়ির কনভয় নিয়ে শহিদ সম্মান যাত্রা শুরু করেন । বিজেপির অন্য কার্যকর্তাদের গ্রেফতারের আশঙ্কায় এই যাত্রায় কেউ বের হতে পারেননি । এমনকি এই যাত্রার জন্য প্রস্তুত দু'টি বিশেষ ট্যাবলো পুলিশের বাধায় আটকে যায় । এ বিষয়ে মন্ত্রী সুভাষ সরকার বলেন, "পুলিশ গোটা রাজ্য ঘিরে রেখেছে । আমরা শান্তিপূর্ণ ভাবেই শহিদ সম্মান যাত্রা শুরু করতে চাইছিলাম ।"

নির্বাচনের আগে এবং পরে মিলিয়ে প্রায় 175 জন বিজেপি কর্মী-সমর্থক প্রাণ হারিয়েছেন রাজনৈতিক হিংসায় বলে অভিযোগ ৷ তাঁদের উদ্দেশ্যেই আজকের এই বিজেপি শহিদ সম্মান যাত্রা ৷ আজ কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে ঢোকার মুখে পুলিশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন সুভাষবাবু ৷ রাজ্য সরকারের কাছে তিনি এই প্রয়াসকে অন্য দিকে কাজে লাগানোর আবেদন জানান ৷

আরও পড়ুন : BJP : আটক 21 বিজেপি বিধায়ক, গ্রেফতার নারায়ণী সেনা ; শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার

শহিদ সম্মান দিবসের সূচনায় সংবাদমাধ্যমে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন তিনি ৷ কেন্দ্রীয় সরকারের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর বার্তা, "রাজ্যের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করুন ৷ আমি সর্বসম্মত ভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমস্ত কিছুতে সাথে থাকব ৷" কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কেন্দ্রীয় সরকার বহু অসাধারণ কাজ করেছেন, যা পশ্চিমবঙ্গের শিক্ষক, অভিভাবক কেউ জানে না বলে দাবি করেন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "17 মে, 2020 থেকে 13টি অ্যাডভাইজারি জারি করা হয়েছিল ৷ একটি অ্যাডভাইজারি কোনও স্কুলে পৌঁছায়নি ৷" পিএমইবিদ্যা (PM eVIDYA) নামে বিভিন্ন পোর্টালে সমস্ত আঞ্চলিক ভাষাতে রাজ্য সরকারকে তাদের কনটেন্ট আপলোড করতে বলা হয়েছিল ৷ তাঁর অভিযোগ এগুলো কিছু করা হয়নি ৷

কোভিড পরিস্থিতিতে অনলাইন পড়াশুনো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ বহু পড়ুয়ার কাছে স্মার্ট ফোন নেই ৷ এ নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে, সামাজিক সংগঠনও প্রশ্ন তুলেছে ৷ আজ এবিষয়ে বলেন, "এই সরকারকে সার্ভে করার নোটিস দেওয়া হয়েছিল ৷ প্রত্যেকটি ছাত্র কী অবস্থায় রয়েছে? তার কাছে স্মার্টফোন, তার বাড়িতে ইন্টারনেট আছে কি না, আর ইন্টারনেট থাকলে তার ব্যান্ডউইদ কতটা ?" এই বিষয়গুলি নিয়ে সমস্ত শিক্ষককে খোঁজ নিয়ে জানাতে বলা হয়েছিল, কিন্তু এ সম্পর্কে কোনও রিপোর্ট রাজ্য সরকার দেয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ ‘নিষ্ঠা’র ( 'NISHTHA' Teachers Training Programme) মাধ্যমে সারা ভারতে প্রায় 55 লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ কিন্তু এই প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের শিক্ষকেরা ছিলেন না, জানালেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷

কলকাতা, 17 অগস্ট : বিজেপির প্রধান সদর কার্যালয় মুরলীধর সেন লেন থেকে বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরু হল । সূচনা করলেন কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ বিরোধী দলের যাত্রার কথা মাথায় রেখে গোটা রাজ্যে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে ৷ পুলিশের দাবি, কোভিড পরিস্থিতির জন্য কোনও ভাবে শহিদ সম্মান যাত্রা করতে পারবে না বিজেপি । এরপর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার একাই একটি গাড়ির কনভয় নিয়ে শহিদ সম্মান যাত্রা শুরু করেন । বিজেপির অন্য কার্যকর্তাদের গ্রেফতারের আশঙ্কায় এই যাত্রায় কেউ বের হতে পারেননি । এমনকি এই যাত্রার জন্য প্রস্তুত দু'টি বিশেষ ট্যাবলো পুলিশের বাধায় আটকে যায় । এ বিষয়ে মন্ত্রী সুভাষ সরকার বলেন, "পুলিশ গোটা রাজ্য ঘিরে রেখেছে । আমরা শান্তিপূর্ণ ভাবেই শহিদ সম্মান যাত্রা শুরু করতে চাইছিলাম ।"

নির্বাচনের আগে এবং পরে মিলিয়ে প্রায় 175 জন বিজেপি কর্মী-সমর্থক প্রাণ হারিয়েছেন রাজনৈতিক হিংসায় বলে অভিযোগ ৷ তাঁদের উদ্দেশ্যেই আজকের এই বিজেপি শহিদ সম্মান যাত্রা ৷ আজ কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে ঢোকার মুখে পুলিশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন সুভাষবাবু ৷ রাজ্য সরকারের কাছে তিনি এই প্রয়াসকে অন্য দিকে কাজে লাগানোর আবেদন জানান ৷

আরও পড়ুন : BJP : আটক 21 বিজেপি বিধায়ক, গ্রেফতার নারায়ণী সেনা ; শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার

শহিদ সম্মান দিবসের সূচনায় সংবাদমাধ্যমে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন তিনি ৷ কেন্দ্রীয় সরকারের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর বার্তা, "রাজ্যের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করুন ৷ আমি সর্বসম্মত ভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমস্ত কিছুতে সাথে থাকব ৷" কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কেন্দ্রীয় সরকার বহু অসাধারণ কাজ করেছেন, যা পশ্চিমবঙ্গের শিক্ষক, অভিভাবক কেউ জানে না বলে দাবি করেন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "17 মে, 2020 থেকে 13টি অ্যাডভাইজারি জারি করা হয়েছিল ৷ একটি অ্যাডভাইজারি কোনও স্কুলে পৌঁছায়নি ৷" পিএমইবিদ্যা (PM eVIDYA) নামে বিভিন্ন পোর্টালে সমস্ত আঞ্চলিক ভাষাতে রাজ্য সরকারকে তাদের কনটেন্ট আপলোড করতে বলা হয়েছিল ৷ তাঁর অভিযোগ এগুলো কিছু করা হয়নি ৷

কোভিড পরিস্থিতিতে অনলাইন পড়াশুনো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ বহু পড়ুয়ার কাছে স্মার্ট ফোন নেই ৷ এ নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে, সামাজিক সংগঠনও প্রশ্ন তুলেছে ৷ আজ এবিষয়ে বলেন, "এই সরকারকে সার্ভে করার নোটিস দেওয়া হয়েছিল ৷ প্রত্যেকটি ছাত্র কী অবস্থায় রয়েছে? তার কাছে স্মার্টফোন, তার বাড়িতে ইন্টারনেট আছে কি না, আর ইন্টারনেট থাকলে তার ব্যান্ডউইদ কতটা ?" এই বিষয়গুলি নিয়ে সমস্ত শিক্ষককে খোঁজ নিয়ে জানাতে বলা হয়েছিল, কিন্তু এ সম্পর্কে কোনও রিপোর্ট রাজ্য সরকার দেয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ ‘নিষ্ঠা’র ( 'NISHTHA' Teachers Training Programme) মাধ্যমে সারা ভারতে প্রায় 55 লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ কিন্তু এই প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের শিক্ষকেরা ছিলেন না, জানালেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷

Last Updated : Aug 17, 2021, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.