কলকাতা, 27 জুলাই: বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় প্রধান বিরোধী দলের দু’টি মুলতুবি প্রস্তাব গ্রহণ করেন ৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পঞ্চায়েত নির্বাচনের সময় হওয়া হিংসা নিয়ে এই দু’টি মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ 2021 সালে বিধানসভায় প্রধান বিরোধী দল হওয়ার পর এই প্রথম তাঁদের কোনও মুলতুবি প্রস্তাব গৃহীত হল ৷ তাই অধ্যক্ষের ঘোষণাকে টেবিল চাপড়ে স্বাগত জানান গেরুয়া শিবিরের বিধায়করা ৷ আজ দুপুর 2টোয় এই নিয়ে আলোচনা হবে ৷
বিজেপির মুলতুবি প্রস্তাব: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি ৷ পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে, তা নিয়েও গেরুয়া শিবির সরব হয়েছে ৷ এই বিষয়ে বিধানসভার বাদল অধিবেশনে আলোচনা চাওয়া হবে বলেও বিজেপির তরফে স্পষ্ট করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই আলোচনার দাবিতেই দু’টি মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয় বিজেপির তরফে ৷ একটিতে আইনশৃঙ্খলার বিষয়টি ছিল ৷ আর দ্বিতীয় মুলতুবি প্রস্তাবে ছিল পঞ্চায়েত ভোটে হিংসার বিষয় ৷
দু’টি প্রস্তাবই গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েদেন যে আজই দুপুর 2টোয় এই নিয়ে আলোচনা হবে ৷ অধ্যক্ষ এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি বিধায়করা ৷ এখন দেখার এই নিয়ে কী আলোচনা হয়, বিজেপির তরফে ঠিক কী কী অভিযোগ করা হয় এই নিয়ে !
আরও পড়ুন: পঞ্চায়েত নিয়ে আলোচনা চাইছে তৃণমূলও, বিধানসভায় জানালেন পরিষদীয় মন্ত্রী
বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে সরকারের অবস্থান: পঞ্চায়েতে ভোট নিয়ে বিরোধীরা আলোচনা চাইলে, তাতে কোনও আপত্তি সরকারের নেই বলেই বুধবার ইঙ্গিত দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দেখা গেল সত্যিই সরকারি তরফে এই নিয়ে কোনও আপত্তি করা হল না ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে কেন সরকারের তরফে মেনে নেওয়া হল বিজেপির প্রস্তাব ৷ সরকারি তরফের বক্তব্য, বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে প্রতিবারই বিধানসভায় গোলমাল হয় ৷ সেটা গৃহীত না হলে বিধানসভায় হট্টগোল করেন বিজেপি বিধায়করা ৷ প্রভাব পড়ে বিধানসভার স্বাভাবিক কাজে ৷ তাই আলোচনা হলে অন্তত তাদের কী বক্তব্য, সেটা যেমন শোনা যাবে ৷ পাশাপাশি এই নিয়ে সরকারের কী অবস্থান সেটাও স্পষ্ট হবে ৷
প্রথমবার গৃহীত বিজেপির মুলতুবি প্রস্তাব: 2021 সালে প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পায় বিজেপি ৷ তার পর একাধিক ইস্যুতে তারা বিধানসভার অন্দরে আলোচনা চেয়েছে ৷ সেই নিয়ে মুলতুবি প্রস্তাবও এনেছে ৷ কিন্তু কোনোবারই তা গৃহীত হয়নি ৷ ফলে সেই নিয়ে বিজেপি বিধানসভার অন্দরে সরব হয়েছে ৷ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে বাইরে এসে বিক্ষোভ দেখিয়েছে ৷
আরও পড়ুন: অধ্যক্ষের টেবিল পোস্ট অফিস নয়, বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে পালটা বিমান
বুধবারও একই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেদিন নারী নির্যাতন নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি ৷ এমনকী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রস্তাব পাঠে বাধা দেওয়া হয় ৷ তার পর বিজেপি ওয়াক আউট করে ৷ বাইরে এসে বিক্ষোভ দেখায় ৷ কিন্তু বিজেপির নোটিশ দেওয়ার পদ্ধতি নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিলেন অধ্যক্ষ ৷ তাঁর টেবিল কোনও পোস্ট অফিস নয় বলেও মন্তব্য করেছিলেন ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
তবে তিনি জানিয়েছিলেন যে পদ্ধতি মেনে নোটিশ দিলে আলোচনার বিষয়টি ভেবে দেখা হবে ৷ তাঁর এই মন্তব্য়ের 24 ঘণ্টা কাটার আগেই দেখা গেল বিজেপি আরও দু’টি মুলতুবি প্রস্তাব আনল ৷ আর তা আলোচনার জন্য গৃহীতও হল ৷ ফলে প্রথমবার বিজেপির মুলতুবি প্রস্তাবে আলোচনা হতে চলেছে বিধানসভায় ৷