কলকাতা, 12 নভেম্বর: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ৷ অনুগামীদের মাঝে দাঁড়িয়ে তিনি বলছেন, "আমরা রূপের বিচার করি না... কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ..." ৷ এই ভিডিয়ো সংবাদমাধ্যমে ঘুরছে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন তিনি ৷ স্বভাবতই এরপরে রাজ্য তথা দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তীব্র সমালোচনা চলছে ৷ প্রতিবাদে শনিবার পথে নামল বিজেপি যুব মোর্চা (TMC MLA controversial comment over President Droupadi Murmu) ৷
এরপরে অখিল গিরি (Akhil Giri Statement over controversial comment) অবশ্য সাফাই দিয়ে বলেন, "আমি রাষ্ট্রপতিকে শ্রদ্ধা করি ৷ আমি পদের উল্লেখ করেছি ৷ কিন্তু সেটা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুলনা প্রসঙ্গে ৷ আমি কোনও নাম উল্লেখ করিনি ৷ তিনি বলেছিলেন, 'অখিল গিরিকে দেখতে ভালো নয় ৷' আমি একজন মন্ত্রী, শপথ নিয়েছি ৷ আমার বিরুদ্ধে কিছু বলা হলে, তা সংবিধানকে অপমান করা ৷" তিনি আরও বলেন, "আমি 'রাষ্ট্রপতি' বলেছি ৷ আমি কারও নাম নিইনি ৷ যদি দেশের রাষ্ট্রপতি কোনওভাবে অপমানিত বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত ৷ আমি যা বলেছি তার জন্য আমি অনুতপ্ত ৷"
শুক্রবার নন্দীগ্রামে একটি সভায় মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন ৷ এর প্রতিবাদে শনিবার উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চা পথে নেমে বিক্ষোভ দেখায় এবং তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয় । এই প্রতিবাদ মিছিলটি বিজেপি রাজ্য সদর কার্যালয় মুরলিধর সেন লেন থেকে শুরু হয় । মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, তাঁর সঙ্গে অন্য কার্যকর্তারাও ছিলেন ।
-
#WATCH | "We don't judge anyone by their appearance, we respect the office of the President (of India). But how does our President look?," says West Bengal Minister and TMC leader Akhil Giri in Nandigram (11.11.2022) pic.twitter.com/UcGKbGqc7p
— ANI (@ANI) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "We don't judge anyone by their appearance, we respect the office of the President (of India). But how does our President look?," says West Bengal Minister and TMC leader Akhil Giri in Nandigram (11.11.2022) pic.twitter.com/UcGKbGqc7p
— ANI (@ANI) November 12, 2022#WATCH | "We don't judge anyone by their appearance, we respect the office of the President (of India). But how does our President look?," says West Bengal Minister and TMC leader Akhil Giri in Nandigram (11.11.2022) pic.twitter.com/UcGKbGqc7p
— ANI (@ANI) November 12, 2022
আরও পড়ুন: অখিলের রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনের
এই মিছিলে বিজেপির পক্ষ থেকে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির পদত্যাগ দাবি করা হয় ৷ তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা চেয়ে স্লোগান দিতে থাকে কর্মীরা । এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পোড়ানো হয় । এছাড়াও অখিল গিরির কুশপুত্তলিকা পোড়ানো করা হয় ।
গেরুয়া শিবিরের মিছিলের ফলে শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় ৷ ব্যাহত হয় যানচলাচল । রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী-নেতারা । উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, "রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যদি সত্যিই আদিবাসী সম্প্রদায়কে সম্মান করত, তাহলে দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারত না । আদিবাসীদের সঙ্গে নাচ করাটাই বড় কথা নয় ।"