ETV Bharat / state

তৃণমূলের পালটা, আজই রাজ্যজুড়ে ভার্চুয়াল জনসভা যুব মোর্চার

আজ তৃণমূলের ভার্চুয়াল জনসভা দুপুর একটায় শুরু হবে। ঠিক তখনই যুব মোর্চাও ভার্চুয়াল র‍্যালি শুরু করবে। জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

BJP Youth Morcha
BJP Youth Morcha
author img

By

Published : Jul 21, 2020, 5:51 AM IST

কলকাতা, 21 জুলাই : রাজ্য-রাজনীতির পরিস্থিতি অনেকটাই পালটেছে ৷ '21-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই শক্তি বাড়িয়ে নিয়েছে BJP ৷ কোনও পরিস্থিতিতেই যাতে সেই জমি নষ্ট না হয়ে যায়, সেই লক্ষে তৃণমূলের পালটা কর্মসূচি নিতে ভুলছে না গেরুয়া শিবির৷ তাই আজ, 21 জুলাই তৃণমূল ভার্চুয়াল পদ্ধতিতে শহিদ স্মরণ করলে, বসে থাকছে না গেরুয়া শিবিরও ৷ তৃণমূলের পালটা আজ রাজ্যজুড়ে ভার্চুয়াল জনসভা করবে BJP-র যুব মোর্চা। গতকাল উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডে মোমবাতি মিছিলে অংশ নিয়ে একথা জানান যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

তিনি বলেন, "আজ তৃণমূলের ভার্চুয়াল জনসভা দুপুর একটায় শুরু হবে। ঠিক ওই সময়েই BJPও ভার্চুয়াল র‍্যালি শুরু করবে। তৃণমূল না BJP কার ভার্চুয়াল জনসভা আজ মানুষ শোনেন সেটা তৃণমূল টের পাবে। রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। একদিকে বিধায়ক হত্যা ৷ অন্যদিকে 16 বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্তরা পলাতক। সরকার পুরোপুরি নিশ্চুপ। রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ৷ রাজ্যের মানুষ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।" সেই সঙ্গে CESC-র অতিরিক্ত বিলের প্রতিবাদে 23 জুলাই রাজ্যজুড়ে যুব মোর্চার বিক্ষোভের ডাক দিয়েছেন সৌমিত্র খাঁ।

শুনুন সৌমিত্র খাঁ-র বক্তব্য

চোপড়ার ঘটনার প্রতিবাদে গতকাল উত্তর কলকাতার চালতাবাগান মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাসভবন পর্যন্ত মোমবাতি মিছিল করে যুব মোর্চা। প্রথমে এই মিছিলে বাধা দেয় কলকাতা পুলিশ। পরে চালতাবাগান থেকে মিছিল বিবেকানন্দ রোডে স্বামীজির বাসভবন পর্যন্ত যায়। মিছিলের নেতৃত্ব দেন সৌমিত্র খাঁ।

কলকাতা, 21 জুলাই : রাজ্য-রাজনীতির পরিস্থিতি অনেকটাই পালটেছে ৷ '21-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই শক্তি বাড়িয়ে নিয়েছে BJP ৷ কোনও পরিস্থিতিতেই যাতে সেই জমি নষ্ট না হয়ে যায়, সেই লক্ষে তৃণমূলের পালটা কর্মসূচি নিতে ভুলছে না গেরুয়া শিবির৷ তাই আজ, 21 জুলাই তৃণমূল ভার্চুয়াল পদ্ধতিতে শহিদ স্মরণ করলে, বসে থাকছে না গেরুয়া শিবিরও ৷ তৃণমূলের পালটা আজ রাজ্যজুড়ে ভার্চুয়াল জনসভা করবে BJP-র যুব মোর্চা। গতকাল উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডে মোমবাতি মিছিলে অংশ নিয়ে একথা জানান যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

তিনি বলেন, "আজ তৃণমূলের ভার্চুয়াল জনসভা দুপুর একটায় শুরু হবে। ঠিক ওই সময়েই BJPও ভার্চুয়াল র‍্যালি শুরু করবে। তৃণমূল না BJP কার ভার্চুয়াল জনসভা আজ মানুষ শোনেন সেটা তৃণমূল টের পাবে। রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। একদিকে বিধায়ক হত্যা ৷ অন্যদিকে 16 বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্তরা পলাতক। সরকার পুরোপুরি নিশ্চুপ। রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ৷ রাজ্যের মানুষ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।" সেই সঙ্গে CESC-র অতিরিক্ত বিলের প্রতিবাদে 23 জুলাই রাজ্যজুড়ে যুব মোর্চার বিক্ষোভের ডাক দিয়েছেন সৌমিত্র খাঁ।

শুনুন সৌমিত্র খাঁ-র বক্তব্য

চোপড়ার ঘটনার প্রতিবাদে গতকাল উত্তর কলকাতার চালতাবাগান মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাসভবন পর্যন্ত মোমবাতি মিছিল করে যুব মোর্চা। প্রথমে এই মিছিলে বাধা দেয় কলকাতা পুলিশ। পরে চালতাবাগান থেকে মিছিল বিবেকানন্দ রোডে স্বামীজির বাসভবন পর্যন্ত যায়। মিছিলের নেতৃত্ব দেন সৌমিত্র খাঁ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.