ETV Bharat / state

BJP কর্মীদের খুনের অভিযোগ, CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি BJP-র - নিশীথ প্রামাণিক

BJP-র যুব মোর্চার অভিযোগ , প্রতিদিনই BJP-র কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল । গতকাল গৌতম পাত্র নামে মেদিনীপুরের BJP কার্যকর্তা এবং দক্ষিণ 24 পরগনার সাগরের BJP কার্যকর্তা পূর্ণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে । এই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি দিল BJP ।

Kolkata
CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি BJP-র
author img

By

Published : Jul 31, 2020, 7:13 PM IST

Updated : Aug 1, 2020, 12:59 PM IST

কলকাতা , 31 জুলাই : রাজ্যজুড়ে তৃণমূল BJP-র কার্যকর্তাদের হত্যা করছে । এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে লিখিত নালিশ জানাল BJP । BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক লিখিত অভিযোগ জানান । পাশাপাশি CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

BJP-র যুব মোর্চার অভিযোগ , প্রতিদিনই BJP-র কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল । গতকাল গৌতম পাত্র নামে মেদিনীপুরের BJP কার্যকর্তা এবং দক্ষিণ 24 পরগনার সাগরের BJP কার্যকর্তা পূর্ণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে । তাঁদের তৃণমূলের গুন্ডারা মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে । কিন্তু পুলিশ প্রশাসন বলছে এই দু'জনই আত্মহত্যা করেছে । তাই এই সমস্ত হত্যার ঘটনা অবিলম্বে CBI-কে দিয়ে তদন্ত করতে হবে । এই দাবিতেই BJP মোর্চার তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানানো হয় ।

CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি BJP-র



এই বিষয়ে সৌমিত্র খাঁ বলেন , "প্রতিদিন BJP-র কার্যকর্তাদের হত্যা করা হচ্ছে । গতকাল BJP-র দুই কার্যকর্তা গৌতম পাত্র ও পূর্ণচন্দ্র দাসকে মারধর করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে । এই সমস্ত ঘটনাগুলি দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানিয়েছি । রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোনও কাজ করছে না । ফলে প্রতিদিনই কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে । অমিত শাহ যেভাবে দিল্লিতে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে পুরো পরিস্থিতি বদলে দিয়েছেন । ঠিক সেইভাবেই যদি তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে সহযোগিতা করেন তাহলে ভালো হয় । আর রাজ্যে যে একাধিক BJP কার্যকর্তা খুন হচ্ছে , তার CBI তদন্তের দাবি জানিয়েছি অমিত শাহকে ।"

কলকাতা , 31 জুলাই : রাজ্যজুড়ে তৃণমূল BJP-র কার্যকর্তাদের হত্যা করছে । এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে লিখিত নালিশ জানাল BJP । BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক লিখিত অভিযোগ জানান । পাশাপাশি CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

BJP-র যুব মোর্চার অভিযোগ , প্রতিদিনই BJP-র কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল । গতকাল গৌতম পাত্র নামে মেদিনীপুরের BJP কার্যকর্তা এবং দক্ষিণ 24 পরগনার সাগরের BJP কার্যকর্তা পূর্ণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে । তাঁদের তৃণমূলের গুন্ডারা মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে । কিন্তু পুলিশ প্রশাসন বলছে এই দু'জনই আত্মহত্যা করেছে । তাই এই সমস্ত হত্যার ঘটনা অবিলম্বে CBI-কে দিয়ে তদন্ত করতে হবে । এই দাবিতেই BJP মোর্চার তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানানো হয় ।

CBI তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি BJP-র



এই বিষয়ে সৌমিত্র খাঁ বলেন , "প্রতিদিন BJP-র কার্যকর্তাদের হত্যা করা হচ্ছে । গতকাল BJP-র দুই কার্যকর্তা গৌতম পাত্র ও পূর্ণচন্দ্র দাসকে মারধর করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে । এই সমস্ত ঘটনাগুলি দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানিয়েছি । রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোনও কাজ করছে না । ফলে প্রতিদিনই কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে । অমিত শাহ যেভাবে দিল্লিতে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে পুরো পরিস্থিতি বদলে দিয়েছেন । ঠিক সেইভাবেই যদি তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে সহযোগিতা করেন তাহলে ভালো হয় । আর রাজ্যে যে একাধিক BJP কার্যকর্তা খুন হচ্ছে , তার CBI তদন্তের দাবি জানিয়েছি অমিত শাহকে ।"

Last Updated : Aug 1, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.