ETV Bharat / state

KMC Election 2021 : পৌরভোটে হিংসার প্রতিবাদে আজ মিছিল বিজেপি যুব মোর্চার

আজ দুপুর 2টোয় মুরলিধর সেন লেনের দফতর থেকে প্রতিবাদ মিছিলের ডাক বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha Calls for Protest March) ৷ গতকাল হওয়া কলকাতা পৌরনিগমের ভোট বাতিল, পুনর্নির্বাচনের দাবি এবং পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে এই মিছিল ডেকেছে যুব মোর্চা (KMC Election 2021) ৷

KMC Election 2021
KMC Election 2021
author img

By

Published : Dec 20, 2021, 11:26 AM IST

Updated : Dec 20, 2021, 12:08 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : আজ দুপুর 2টোয় মুরলিধর সেন লেনের দফতর থেকে প্রতিবাদ মিছিলের ডাক বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha Calls for Protest March) ৷ গতকাল হওয়া কলকাতা পৌরনিগমের ভোট বাতিল, পুনর্নির্বাচনের দাবি এবং পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে এই মিছিল ডেকেছে যুব মোর্চা (KMC Election 2021) ৷

গতকাল কলকাতা পৌরনিগমের নির্বাচনে বুথ দখল করে ভোট লুট এবং পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এমনকি গতকাল শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা ৷ গেরুয়া শিবিরের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ এই সবের প্রতিবাদেই আজ দুপুর 2টোয় প্রতিবাদ মিছিলের ডাক দিল বিজেপি যুব মোর্চা (Protest March over Violence in KMC Election 2021) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

দুপুর 2টোয় মুরলিধর লেনের পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে তা শেষ হবে ৷ মূলত, পৌরনিগম নির্বাচনে অশান্তি, ভোট লুঠের প্রতিবাদ এবং গতকালের ভোটকে বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে মিছিল ডাকা হয়েছে ৷ সেই সঙ্গে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি ৷ তার প্রতিবাদেও এই মিছিল ডাকা হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে হাইকোর্টের বাম-বিজেপি

মূলত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই যুব মোর্চার এই প্রতিবাদ মিছিল বলে জানা গিয়েছে ৷ এই মিছিল নিয়ে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস জানিয়েছেন, পুলিশ বাধা দিলেও, তাঁদের এই প্রতিবাদ মিছিল হবে ৷ প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলেন, পুলিশের কত ক্ষমতা তা তিনি এবং তাঁর সংগঠনের লোকজন দেখে নেবে ৷

কলকাতা, 20 ডিসেম্বর : আজ দুপুর 2টোয় মুরলিধর সেন লেনের দফতর থেকে প্রতিবাদ মিছিলের ডাক বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha Calls for Protest March) ৷ গতকাল হওয়া কলকাতা পৌরনিগমের ভোট বাতিল, পুনর্নির্বাচনের দাবি এবং পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে এই মিছিল ডেকেছে যুব মোর্চা (KMC Election 2021) ৷

গতকাল কলকাতা পৌরনিগমের নির্বাচনে বুথ দখল করে ভোট লুট এবং পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এমনকি গতকাল শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা ৷ গেরুয়া শিবিরের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ এই সবের প্রতিবাদেই আজ দুপুর 2টোয় প্রতিবাদ মিছিলের ডাক দিল বিজেপি যুব মোর্চা (Protest March over Violence in KMC Election 2021) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

দুপুর 2টোয় মুরলিধর লেনের পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে তা শেষ হবে ৷ মূলত, পৌরনিগম নির্বাচনে অশান্তি, ভোট লুঠের প্রতিবাদ এবং গতকালের ভোটকে বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে মিছিল ডাকা হয়েছে ৷ সেই সঙ্গে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি ৷ তার প্রতিবাদেও এই মিছিল ডাকা হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে হাইকোর্টের বাম-বিজেপি

মূলত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই যুব মোর্চার এই প্রতিবাদ মিছিল বলে জানা গিয়েছে ৷ এই মিছিল নিয়ে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস জানিয়েছেন, পুলিশ বাধা দিলেও, তাঁদের এই প্রতিবাদ মিছিল হবে ৷ প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলেন, পুলিশের কত ক্ষমতা তা তিনি এবং তাঁর সংগঠনের লোকজন দেখে নেবে ৷

Last Updated : Dec 20, 2021, 12:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.