কলকাতা, 9 ফেব্রুয়ারি : আজ রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও করবে বঙ্গ বিজেপি ৷ অভিযোগ, পৌর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল ৷ বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে । মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে । পুলিশও তৃণমূলের হয়ে কাজ করছে । রাজ্য নির্বাচন কমিশন সব কিছু জেনেও নির্বাক হয়ে বসে আছে (BJP Youth wing gherao State Election Commission Office in Kolkata in protest of TMC) ।
তাই আজ প্রতিবাদে নামছে বঙ্গ বিজেপি ৷ বৃহস্পতিবার দুপুর 1.30টা নাগাদ নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা । অভিযানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । কিন্তু তাঁর বদলে যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে হবে অভিযান কর্মসূচি ।
আরও পড়ুন : Saumitra Khan On Dev : বাঁশঝাড়ের দল ! দেবের খারাপ হতেও সময় লাগবে না, মন্তব্য সৌমিত্রর
পদ্ম শিবিরের দাবি, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, হুগলি, উত্তর 24 পরগনা-সহ একাধিক জেলাতে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি । আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে । রাজ্য নির্বাচন কমিশন দল দাসে পরিণত হয়েছে । তাই ভোটের আগে আজ নির্বাচন কমিশনের সামনে ঘেরাও, ধর্না দেবে বিজেপির নেতা, কর্মী, সমর্থকেরা ।