ETV Bharat / state

ভোটার তালিকা সংশোধনের কাজ করানো হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে, কমিশনে নালিশ বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 5:46 PM IST

লোকসভা ভোটের আগে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ ৷ এই কাজে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রাজ্য বিজেপির ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা,17 নভেম্বর: ভোটার তালিকা তৈরি করার কাজে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের ব্যাবহার করা হচ্ছে । এই অভিযোগ নিয়ে শুক্রবার আবারও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল । এই মর্মে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে দাবিপত্র জমা দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব ।

আগামী বছর লোকসভা ভোটের আগে রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ । পাশাপাশি, নতুন বা প্রথমবার ভোট দেবেন যারা তাঁদের নাম ভোটার তালিকায় তোলার কাজও চলছে । ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 5 জানুয়ারি। বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। আর এই তালিকার উপরেই নির্ভর করবে পুরো নির্বাচন প্রক্রিয়া। তাই সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন সবকটি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে যে সর্বদলীয় বৈঠক করেছিল, সেই বৈঠকে সবকটি দলই ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছিল ৷

বিজেপির পক্ষ থেকে সেই সর্বদলীয় বৈঠকেও দাবি জানানো হয়েছিল, ভোটার তালিকা সংশোধনের কাজে যেন চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী সরকারি কর্মীদের ব্যাবহার করা না হয়। কিন্তু এদিন বিজেপি নেতৃত্ব কমিশনের কাছে অভিযোগ করে, একধিক বিধানসভায় চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী সরকারি কর্মীদের এই কাজে যুক্ত করা হয়েছে। দুটি বিধানসভা কেন্দ্রের নামও উল্লেখ করেছে বিজেপি, যেখানে বেশিরভাগ ব্লক লেভেল আধিকারিক অস্থায়ী সরকারি কর্মী ।

বিজেপির আরও অভিযোগ, কিছু কেন্দ্রে যাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁরা শাসকদের দলের । তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম কেটে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হচ্ছে । এই বিএলও'রা নানা অসাধু এবং অনৈতিক উপায় অবলম্বন করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার কাজকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেই দাবি গেরুয়া শিবিরের ।

কলকাতা,17 নভেম্বর: ভোটার তালিকা তৈরি করার কাজে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের ব্যাবহার করা হচ্ছে । এই অভিযোগ নিয়ে শুক্রবার আবারও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল । এই মর্মে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে দাবিপত্র জমা দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব ।

আগামী বছর লোকসভা ভোটের আগে রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ । পাশাপাশি, নতুন বা প্রথমবার ভোট দেবেন যারা তাঁদের নাম ভোটার তালিকায় তোলার কাজও চলছে । ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 5 জানুয়ারি। বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। আর এই তালিকার উপরেই নির্ভর করবে পুরো নির্বাচন প্রক্রিয়া। তাই সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন সবকটি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে যে সর্বদলীয় বৈঠক করেছিল, সেই বৈঠকে সবকটি দলই ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছিল ৷

বিজেপির পক্ষ থেকে সেই সর্বদলীয় বৈঠকেও দাবি জানানো হয়েছিল, ভোটার তালিকা সংশোধনের কাজে যেন চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী সরকারি কর্মীদের ব্যাবহার করা না হয়। কিন্তু এদিন বিজেপি নেতৃত্ব কমিশনের কাছে অভিযোগ করে, একধিক বিধানসভায় চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী সরকারি কর্মীদের এই কাজে যুক্ত করা হয়েছে। দুটি বিধানসভা কেন্দ্রের নামও উল্লেখ করেছে বিজেপি, যেখানে বেশিরভাগ ব্লক লেভেল আধিকারিক অস্থায়ী সরকারি কর্মী ।

বিজেপির আরও অভিযোগ, কিছু কেন্দ্রে যাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁরা শাসকদের দলের । তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম কেটে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হচ্ছে । এই বিএলও'রা নানা অসাধু এবং অনৈতিক উপায় অবলম্বন করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার কাজকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেই দাবি গেরুয়া শিবিরের ।

আরও পড়ুন:

ভোট নিয়ে সচেতনতা, স্কুলের পাঠ্যক্রমে এবার যোগ হচ্ছে নির্বাচনী কার্যক্রম

বিয়েতে লাখ টাকা, মহিলাদের 10 গ্রাম সোনার প্রতিশ্রুতি ; তেলেঙ্গানার ভোটে কংগ্রেস যেন কল্পতরু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.