ETV Bharat / state

BJP-র সদস্য সংখ্যা ছাড়াল 50 লাখেরও বেশি, চমকে দিচ্ছে উত্তরবঙ্গ

author img

By

Published : Jul 27, 2019, 6:53 PM IST

সদস্যতা অভিযানে BJP রের্কড গড়ল বাংলায় । রাজ্যজুড়ে মাত্র 21 দিনে 10 লাখের বেশি নতুন সদস্যপদ তৈরি করল BJP । 2018 সাল পর্যন্ত BJP-র মোট সদস্যপদ ছিল প্রায় 41 লাখ । কিন্তু এবার মাত্র 21 দিনে সদস্য সংখ্যা ছাড়িয়ে গেল 50 লাখেরও বেশি ।

amitdilip

কলকাতা, 27 জুলাই : সদস্যতা অভিযানে BJP রের্কড গড়ল পশ্চিমবঙ্গে । রাজ্যজুড়ে মাত্র 21 দিনে 10 লাখের বেশি নতুন সদস্যপদ তৈরি করল BJP । 2018 সাল পর্যন্ত BJP-র মোট সদস্যপদ ছিল প্রায় 41 লাখ । কিন্তু এবার মাত্র 21 দিনে সদস্য সংখ্যা ছাড়িয়ে গেল 50 লাখেরও বেশি ।

6 জুলাই শুরু হয়েছে BJP-র সদস্যপদ অভিযান । চলবে 12 আগস্ট পর্যন্ত । দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে 1 কোটি সদস্য তৈরি করার টার্গেট দিয়েছেন দিলীপ ঘোষকে । সেই টার্গেট পূরণ করতে ময়দানে নেমেছেন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই । লোকসভা নির্বাচনের আগে খাতায় কলমে BJP-র যা কর্মীসংখ্যা ছিল, নির্বাচনের পর একধাক্কায় তা বেড়ে হয়েছে দ্বিগুণ বা কোনওক্ষেত্রে তিনগুণও ।

BJP সূত্রে খবর, সবথেকে বেশি সদস্যপদ নেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে । কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় এর সংখ্যা সবথেকে বেশি । সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলি তথা হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতাতে সদস্যপদের সংখ্যা খানিকটা কম । BJP-র 50 লাখ সদস্যপদের মধ্যে যুব মোর্চার সদস্য হয়েছে 2 লাখ । মহিলা মোর্চা 50 হাজার ও সংখ্যালঘু মোর্চার 80 হাজার সদস্য তৈরি হয়েছে ইতিমধ্যেই ।

কোন প্রক্রিয়ায় BJP-র নতুন সদস্য হতে পারবেন?

৮৯৮০৮০৮০৮০ এই নম্বরে মিসড কল দেওয়ার পর একটি ফর্ম ফিল আপ করতে হবে । মিসড কল দিলেই একটি ID নম্বর পাওয়া যায় । সেই ID নম্বর ফর্মে লিখলেই পাওয়া যাবে সদস্যপদ । এছাড়াও মোদি অ্যাপের মাধ্যমেও সদস্য পদ নেওয়া যায় । কিন্তু সবক্ষেত্রেই বিশেষ ফর্ম ফিল আপ করতে হবে । BJP-র প্রতিটি কার্যকর্তাকে কমপক্ষে 25 জন সদস্য করতেই হবে । আর 100 জন সদস্য না করতে পারলে কার্যকর্তারা সক্রিয় সদস্য হতে পারবেন না । ফলে দিলীপ ঘোষ থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা - প্রায় সবাইকেই বাড়ি ছেড়ে 7 দিন জেলায় জেলায় সদস্যতা অভিযানের জন্য কাজ করতে হবে ।

এবিষয়ে দিলীপবাবু বলেন, "সব জেলাতে BJP-র সদস্যতা পাওয়ার জন্য ফর্মের চাহিদা খুব বেশি । আমরা ফর্মের অত জোগান দিতে পারছি না । তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জায়গাতেই BJP-র সদস্যতার চাহিদা আছে । অমিত শাহ যে 1 কোটি সদস্যতা অভিযানের টার্গেট দিয়েছিলেন, তা খুব শীঘ্রই পূরণ হবে ।"

এপ্রসঙ্গে BJP-র সম্পাদক ও সদস্যতা অভিযানের সহ-কনভেনর তুষার ঘোষ বলেন, "প্রতি জেলা থেকে আসা সদস্যতার তথ্য রাজ্যের IT সেলে নথিভুক্ত করা হচ্ছে । তবে জেলায় জেলায় BJP-র সদস্যতার জন্য চাহিদা এতই বেশি যে আমরা ফর্ম দিয়ে শেষ করতে পারছি না । দিল্লি থেকেও আমাদের রাজ্যের সদস্যতার উপর নজর রাখা হচ্ছে ।"

কলকাতা, 27 জুলাই : সদস্যতা অভিযানে BJP রের্কড গড়ল পশ্চিমবঙ্গে । রাজ্যজুড়ে মাত্র 21 দিনে 10 লাখের বেশি নতুন সদস্যপদ তৈরি করল BJP । 2018 সাল পর্যন্ত BJP-র মোট সদস্যপদ ছিল প্রায় 41 লাখ । কিন্তু এবার মাত্র 21 দিনে সদস্য সংখ্যা ছাড়িয়ে গেল 50 লাখেরও বেশি ।

6 জুলাই শুরু হয়েছে BJP-র সদস্যপদ অভিযান । চলবে 12 আগস্ট পর্যন্ত । দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে 1 কোটি সদস্য তৈরি করার টার্গেট দিয়েছেন দিলীপ ঘোষকে । সেই টার্গেট পূরণ করতে ময়দানে নেমেছেন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই । লোকসভা নির্বাচনের আগে খাতায় কলমে BJP-র যা কর্মীসংখ্যা ছিল, নির্বাচনের পর একধাক্কায় তা বেড়ে হয়েছে দ্বিগুণ বা কোনওক্ষেত্রে তিনগুণও ।

BJP সূত্রে খবর, সবথেকে বেশি সদস্যপদ নেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে । কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় এর সংখ্যা সবথেকে বেশি । সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলি তথা হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতাতে সদস্যপদের সংখ্যা খানিকটা কম । BJP-র 50 লাখ সদস্যপদের মধ্যে যুব মোর্চার সদস্য হয়েছে 2 লাখ । মহিলা মোর্চা 50 হাজার ও সংখ্যালঘু মোর্চার 80 হাজার সদস্য তৈরি হয়েছে ইতিমধ্যেই ।

কোন প্রক্রিয়ায় BJP-র নতুন সদস্য হতে পারবেন?

৮৯৮০৮০৮০৮০ এই নম্বরে মিসড কল দেওয়ার পর একটি ফর্ম ফিল আপ করতে হবে । মিসড কল দিলেই একটি ID নম্বর পাওয়া যায় । সেই ID নম্বর ফর্মে লিখলেই পাওয়া যাবে সদস্যপদ । এছাড়াও মোদি অ্যাপের মাধ্যমেও সদস্য পদ নেওয়া যায় । কিন্তু সবক্ষেত্রেই বিশেষ ফর্ম ফিল আপ করতে হবে । BJP-র প্রতিটি কার্যকর্তাকে কমপক্ষে 25 জন সদস্য করতেই হবে । আর 100 জন সদস্য না করতে পারলে কার্যকর্তারা সক্রিয় সদস্য হতে পারবেন না । ফলে দিলীপ ঘোষ থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা - প্রায় সবাইকেই বাড়ি ছেড়ে 7 দিন জেলায় জেলায় সদস্যতা অভিযানের জন্য কাজ করতে হবে ।

এবিষয়ে দিলীপবাবু বলেন, "সব জেলাতে BJP-র সদস্যতা পাওয়ার জন্য ফর্মের চাহিদা খুব বেশি । আমরা ফর্মের অত জোগান দিতে পারছি না । তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জায়গাতেই BJP-র সদস্যতার চাহিদা আছে । অমিত শাহ যে 1 কোটি সদস্যতা অভিযানের টার্গেট দিয়েছিলেন, তা খুব শীঘ্রই পূরণ হবে ।"

এপ্রসঙ্গে BJP-র সম্পাদক ও সদস্যতা অভিযানের সহ-কনভেনর তুষার ঘোষ বলেন, "প্রতি জেলা থেকে আসা সদস্যতার তথ্য রাজ্যের IT সেলে নথিভুক্ত করা হচ্ছে । তবে জেলায় জেলায় BJP-র সদস্যতার জন্য চাহিদা এতই বেশি যে আমরা ফর্ম দিয়ে শেষ করতে পারছি না । দিল্লি থেকেও আমাদের রাজ্যের সদস্যতার উপর নজর রাখা হচ্ছে ।"

Intro:27-07-19

(Exclusive story)



সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: সদস্যাতা অভিযানে বঙ্গ বিজেপি রের্কড। রাজ্য জুড়ে মাত্র ২১ দিনে ৫০ লক্ষ নতুন সদস্যপদ তৈরি করল বিজেপি। ২০১৮ সাল অবধি বিজেপির মোট সদস্যপদ ছিলো ৪১ লক্ষ। সেখানে এবার মাত্র ২০ দিনেই ৫০ লক্ষ্যের বেশী সদস্যপদ ছাড়িয়ে গেলও। ৬ জুলাই বিজেপির সদস্যপদ অভিযান শুরু হয়েছিল। এই কর্মসূচি শেষ হবে ১২ আগস্ট। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ১ কোটি সদস্য তৈরি করার টার্গেট দিয়েছেন দিলীপ ঘোষ কে। সেই টার্গেট পূরণ করতে বিজেপির নেতা থেকে সাধারণ কর্মীকে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে। তবে বিজেপির খাতায় কলমে আগে যে সদস্য সংখ্যা ছিল। সেটা ২০১৯ সালের লোকসভা নির্বাচণে ১৮ টি আসন পাওয়ার পর একধাক্কায় বিজেপির সব জেলাতেই সদস্য সংখ্যা একাধাক্কায় দ্বিগুন ও তিনগুন হয়েছে।


বিজেপি সূত্রে খবর, সব থেকে বেশী বিজেপির সদস্যপদ নিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় সব থেকে বেশী সদস্যতা নিচ্ছে। আর দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলি, দুই মেদনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা জেলাতে উত্তরবঙ্গের তুলনায় কিছুটা কম সদস্যাতা তৈরি হচ্ছে।

বিজেপি সূত্রে জানা হিয়েছে, বিজেপির ৫০ লক্ষ সদস্যপদ এর মধ্যে যুব মোর্চার ২ লক্ষ সদস্য পদ হয়েছে। মহিলা মোর্চা ৫০ হাজার, সংখ্যালঘু মোর্চার ৮০ হাজার সদস্যতা তৈরি হয়েছে।




এবার কোন প্রক্রিয়ায় বিজেপির নতুন সদস্য হতে পারবেন?

৮৯৮০৮০৮০৮০ এই নাম্বারে মিস কল দেওয়ার পর একটি ফর্মও ফিলাপ করতে হচ্ছে। প্রথমে মিস কল দিলেই একটি আইডির নাম্বার পাওয়া যায়এ। সেই আইডি নাম্বার ফর্মে লিখতে হবে। তেমনই মোদী তএয়াঅ্যাপের মাধ্যমে বিজেপির সদস্য রক্তস্রোত খরেদজ্জাল ররপদ নেওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষ ফর্ম ফিলাপ করতে হবে।

বিজেপির প্রতিটি কার্যকর্তা কে কমপক্ষে ২৫ জন সদস্য করতেই হবে। আর ১০০ জন সদস্য না করলে বিজেপির কার্যকর্তারা সক্রিয়া সদস্য হতে পারবে না। বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ থেকে সাধারণ কার্যকর্তাকে বাড়ি ছেড়ে ৭ দিন জেলায় জেলায় সদস্যতা অভিযানের জন্য কাজ করতে হবে"


বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বলেন, " সব জেলাতে বিজেপির সদস্যতা হওয়ার জন্য এত ফর্মের চাহিদা। আমরা ফর্ম দিয়ে যোগাতে পারছি না। তবে উত্তরবঙ্গ ও দক্ষণবঙ্গে সব জায়গাতেই বিজেপির সদস্যতার চাহিদা আছে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ যে ১ কোটি সদস্যতা অভিযানের টার্গেট দিয়েছিলেন। সেই টার্গেট খুব শীঘ্রই পূরান হবে"



বিজেপির সম্পাদক ও সদস্যতা অভিযানের সহ- কনভেনার তুষার ঘোষ বলেন," প্রতি জেলা থেকে আসা সদস্যতার তথ্য রাজ্য আইটি সেলে নথিভুক্ত করা হচ্ছে। তবে বিজেপির সদস্যতার জন্য এত চাহিদা জেলায় জেলায় আমরা ফর্ম দিয়ে শেষ করতে পারছি না। দিল্লি থেকেও আমাদের রাজ্যের সদস্যাতার নজর রাখা হচ্ছে"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.