ETV Bharat / state

Sayantan Basu : পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সায়ন্তন বসুর - education minister

বিকাশ ভবনের সামনে গতকাল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা ৷ এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

Sayantan Basu
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু
author img

By

Published : Aug 25, 2021, 9:54 PM IST

কলকাতা, 25 অগস্ট: উত্তরবঙ্গে বদলির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে বিকাশ ভবনের সামনে গতকাল বিক্ষোভ দেখায় এসএসকে-এমএসকে শিক্ষিকারা ৷ তাদের মধ্যে 5 জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ এরপরে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ রাজ্য সরকারের কাজ নিয়েও রাজ্যকে আক্রমণ করেন তিনি ৷

রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, যে সব শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারা বিজেপির লোক ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন্তনবাবু বলেন, " এখন যদি বাড়িতে সুপুরি পড়ে কারও বাড়ি ভেঙে যায় । তা হলেও অভিযোগ করবে। এটাই তৃণমূল করছে। শিক্ষামন্ত্রী ত্রিপুরায় পরে যান । বিজেপির বিরুদ্ধে গালাগালি পরে দিন । শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বসুন । আলোচনা করুন ৷ এরা সমাজের মেরুদণ্ড। এরা যদি আত্মহত্যা করে । তা হলে সমাজকে আত্মহত্যা করতে হবে । "

আরও পড়ুন: মিঠানিতে 'দুয়ারে সরকার' শিবিরে এলেই মুড়ি-ঘুগনি

তিনি আরও বলেন, "অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ ভারতবর্ষে এই ঘটনা কোথাও হয়নি। যোগীরাজ্যে ঘটেনি । যোগীরাজ্যে শিক্ষকরা এইভাবে রাস্তায় আন্দোলনে করে না । এরপরেও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন । তা হলে আমার বলার ভাষা নেই । এই বিষয়টা শিক্ষামন্ত্রীকে বুঝতে হবে ৷ "

কলকাতা, 25 অগস্ট: উত্তরবঙ্গে বদলির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে বিকাশ ভবনের সামনে গতকাল বিক্ষোভ দেখায় এসএসকে-এমএসকে শিক্ষিকারা ৷ তাদের মধ্যে 5 জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ এরপরে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ রাজ্য সরকারের কাজ নিয়েও রাজ্যকে আক্রমণ করেন তিনি ৷

রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, যে সব শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারা বিজেপির লোক ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন্তনবাবু বলেন, " এখন যদি বাড়িতে সুপুরি পড়ে কারও বাড়ি ভেঙে যায় । তা হলেও অভিযোগ করবে। এটাই তৃণমূল করছে। শিক্ষামন্ত্রী ত্রিপুরায় পরে যান । বিজেপির বিরুদ্ধে গালাগালি পরে দিন । শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বসুন । আলোচনা করুন ৷ এরা সমাজের মেরুদণ্ড। এরা যদি আত্মহত্যা করে । তা হলে সমাজকে আত্মহত্যা করতে হবে । "

আরও পড়ুন: মিঠানিতে 'দুয়ারে সরকার' শিবিরে এলেই মুড়ি-ঘুগনি

তিনি আরও বলেন, "অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ ভারতবর্ষে এই ঘটনা কোথাও হয়নি। যোগীরাজ্যে ঘটেনি । যোগীরাজ্যে শিক্ষকরা এইভাবে রাস্তায় আন্দোলনে করে না । এরপরেও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন । তা হলে আমার বলার ভাষা নেই । এই বিষয়টা শিক্ষামন্ত্রীকে বুঝতে হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.