ETV Bharat / state

KMC Election 2021: বিজেপি ঝামেলা করতে পারে, তৃণমূল কংগ্রেসকে রুখে দাঁড়াতে হবে, দলকে বার্তা অভিষেকের - সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামিকাল কলকাতায় পৌরভোট ৷ কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি গণ্ডগোল করতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ (BJP to instigate trouble during KMC election 2021 says TMC leader Abhishek Banerjee)

KMC Election 2021
পৌরভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 18, 2021, 8:09 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : বিজেপি গণ্ডগোল করতে পারে, কিন্তু তার বিরুদ্ধ রুখে দাঁড়াতে হবে ৷ শেষবেলার প্রচারে দলের কর্মী-সমর্থকদের প্রতি এই বার্তা দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 19 ডিসেম্বর পৌরভোটের (KMC Election 2021) আগে শুক্রবার দক্ষিণ কলকাতায় রোড শো ছিল তাঁর ৷ বিরোধী দল তো বটেই, তৃণমূল নেতা ও কর্মীদেরও হুঁশিয়ারি দিলেন তিনি ৷ (BJP to instigate trouble during KMC election 2021 says TMC leader Abhishek Banerjee)

দলের কোনও সদস্য যেন নিজের স্বার্থ সিদ্ধি করতে অসৎ কাজে জড়িয়ে না পড়েন ৷ কেউ যদি 'দাদাগিরি' দেখায়, তাহলে তাকে 24 ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে ৷ ডায়মণ্ড হারবারের সাংসদ এদিন বলেন, "আপনারা চোখ, কান খোলা রাখুন ৷ আমাদের কাছে খবর আছে, 5-6টি ওয়ার্ডে বিজেপি ঝামেলা করতে পারে ৷ তারা কোনও গণ্ডগোল বাধালে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ৷ আমাদের সতর্ক থাকতে হবে ৷"

পৌরভোটের জন্য দিল্লি থেকে আসা বিজেপি হেভিওয়েট নেতাদের তিনি 'বহিরাগত' বলেন, "ওরা পশ্চিমবঙ্গের সম্পর্কে একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছে ৷ আর রাজ্যে 8 দফায় বিধানসভা নির্বাচনের ফলে কোভিড-19 বেড়ে গিয়েছিল ৷" উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো নেতাদের মানুষ প্রত্যাখ্যান করেছে ৷ অভিষেক উত্তর প্রদেশের মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের উদাহরণ মনে করিয়ে দিয়ে বলেন, "আপনারা নিজেরাই উত্তর প্রদেশের অবস্থা দেখুন ৷ যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিক্ষুব্ধ কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে ৷ আপনারা কি পশ্চিমবঙ্গকেও সেরকম করতে চান ?"

আরও পড়ুন : Mamata Banerjee Campaign Policy : দলের নেতাদের সমালোচনা কি মমতার ভোট প্রচারের কৌশল ?

সম্প্রতি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের উপর হামলার প্রসঙ্গও তোলেন অভিষেক ৷ ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে বারে বারে তৃণমূল কংগ্রেসের গাড়িতে আক্রমণ করেছে বিজেপি, ঘাসফুলের সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা ৷ বাদ যাননি মহিলারাও ৷

রাজ্যে পৌরভোটের দিন ঘোষণা হয়েছে 20 দিন আগে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের কারও উপর কোনও আক্রমণ, ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷ তা জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, "গণতন্ত্রে, প্রত্যেক দেশের নিজের নিজের কাজকর্ম স্বাধীন ভাবে চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে ৷ তৃণমূল এতে বিশ্বাস করে, কিন্তু বিজেপি করে না ৷" উত্তরপূর্বের এই রাজ্যটিতে মাত্র 3 মাসের জন্য প্রচার চালানোর সুযোগ পেয়েছে ঘাসফুল ৷ অথচ এর মধ্যেই ত্রিপুরার পৌরভোটে তৃণমূল কংগ্রেস 24% ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷

অভিষেকের দাবি, "আমরা এখন মেঘালয়া আর গোয়াতেও রয়েছি ৷ ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ আমি আপনাদের বলছি, হয় তৃণমূল কংগ্রেস ওখানে ক্ষমতায় আসবে নতুবা প্রধান বিরোধী দল হবে ৷" কেন্দ্রে বিজেপিকে হঠানোই এখন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কাজ ৷ "আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে বিজেপি-বিরোধী শক্তির প্রধান মুখ", আর এই কাজে কংগ্রেস নেতৃত্ব দিতে পারবে না, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পারে, জোর দিয়ে বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো

সিবিআই, ইডি-এর ডেকে পাঠানো নিয়ে তিনি জানান, এ ভাবে কেন্দ্র তাঁকে বাড়িতে আটকে রাখার ষড়যন্ত্র করেছিল ৷ কিন্তু এ ভাবে তাঁকে আর তৃণমূল সুপ্রিমোকে রোখা যাবে না, হুঁশিয়ারি অভিষেকের ৷

কেবল ধর্মের জিগির দিয়ে ভোট পেতে চায় গেরুয়া শিবির ৷ তাঁর সঙ্গে মুখোমুখি হোক বিজেপি, চ্য়ালেঞ্জ ছোড়েন তৃণমূল নেতা ৷ "কারও কোনও খারাপ কাজের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে দেব না ৷ নিজের জোরে স্বচ্ছ উপায়ে কী ভাবে কলকাতা পৌর ভোট জিততে পারে, তা তৃণমূল কংগ্রেস দুনিয়াকে দেখিয়ে দেবে ৷ "

কলকাতা, 18 ডিসেম্বর : বিজেপি গণ্ডগোল করতে পারে, কিন্তু তার বিরুদ্ধ রুখে দাঁড়াতে হবে ৷ শেষবেলার প্রচারে দলের কর্মী-সমর্থকদের প্রতি এই বার্তা দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 19 ডিসেম্বর পৌরভোটের (KMC Election 2021) আগে শুক্রবার দক্ষিণ কলকাতায় রোড শো ছিল তাঁর ৷ বিরোধী দল তো বটেই, তৃণমূল নেতা ও কর্মীদেরও হুঁশিয়ারি দিলেন তিনি ৷ (BJP to instigate trouble during KMC election 2021 says TMC leader Abhishek Banerjee)

দলের কোনও সদস্য যেন নিজের স্বার্থ সিদ্ধি করতে অসৎ কাজে জড়িয়ে না পড়েন ৷ কেউ যদি 'দাদাগিরি' দেখায়, তাহলে তাকে 24 ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে ৷ ডায়মণ্ড হারবারের সাংসদ এদিন বলেন, "আপনারা চোখ, কান খোলা রাখুন ৷ আমাদের কাছে খবর আছে, 5-6টি ওয়ার্ডে বিজেপি ঝামেলা করতে পারে ৷ তারা কোনও গণ্ডগোল বাধালে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ৷ আমাদের সতর্ক থাকতে হবে ৷"

পৌরভোটের জন্য দিল্লি থেকে আসা বিজেপি হেভিওয়েট নেতাদের তিনি 'বহিরাগত' বলেন, "ওরা পশ্চিমবঙ্গের সম্পর্কে একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছে ৷ আর রাজ্যে 8 দফায় বিধানসভা নির্বাচনের ফলে কোভিড-19 বেড়ে গিয়েছিল ৷" উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো নেতাদের মানুষ প্রত্যাখ্যান করেছে ৷ অভিষেক উত্তর প্রদেশের মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের উদাহরণ মনে করিয়ে দিয়ে বলেন, "আপনারা নিজেরাই উত্তর প্রদেশের অবস্থা দেখুন ৷ যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিক্ষুব্ধ কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে ৷ আপনারা কি পশ্চিমবঙ্গকেও সেরকম করতে চান ?"

আরও পড়ুন : Mamata Banerjee Campaign Policy : দলের নেতাদের সমালোচনা কি মমতার ভোট প্রচারের কৌশল ?

সম্প্রতি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের উপর হামলার প্রসঙ্গও তোলেন অভিষেক ৷ ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে বারে বারে তৃণমূল কংগ্রেসের গাড়িতে আক্রমণ করেছে বিজেপি, ঘাসফুলের সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা ৷ বাদ যাননি মহিলারাও ৷

রাজ্যে পৌরভোটের দিন ঘোষণা হয়েছে 20 দিন আগে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের কারও উপর কোনও আক্রমণ, ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷ তা জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, "গণতন্ত্রে, প্রত্যেক দেশের নিজের নিজের কাজকর্ম স্বাধীন ভাবে চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে ৷ তৃণমূল এতে বিশ্বাস করে, কিন্তু বিজেপি করে না ৷" উত্তরপূর্বের এই রাজ্যটিতে মাত্র 3 মাসের জন্য প্রচার চালানোর সুযোগ পেয়েছে ঘাসফুল ৷ অথচ এর মধ্যেই ত্রিপুরার পৌরভোটে তৃণমূল কংগ্রেস 24% ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷

অভিষেকের দাবি, "আমরা এখন মেঘালয়া আর গোয়াতেও রয়েছি ৷ ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ আমি আপনাদের বলছি, হয় তৃণমূল কংগ্রেস ওখানে ক্ষমতায় আসবে নতুবা প্রধান বিরোধী দল হবে ৷" কেন্দ্রে বিজেপিকে হঠানোই এখন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কাজ ৷ "আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে বিজেপি-বিরোধী শক্তির প্রধান মুখ", আর এই কাজে কংগ্রেস নেতৃত্ব দিতে পারবে না, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পারে, জোর দিয়ে বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো

সিবিআই, ইডি-এর ডেকে পাঠানো নিয়ে তিনি জানান, এ ভাবে কেন্দ্র তাঁকে বাড়িতে আটকে রাখার ষড়যন্ত্র করেছিল ৷ কিন্তু এ ভাবে তাঁকে আর তৃণমূল সুপ্রিমোকে রোখা যাবে না, হুঁশিয়ারি অভিষেকের ৷

কেবল ধর্মের জিগির দিয়ে ভোট পেতে চায় গেরুয়া শিবির ৷ তাঁর সঙ্গে মুখোমুখি হোক বিজেপি, চ্য়ালেঞ্জ ছোড়েন তৃণমূল নেতা ৷ "কারও কোনও খারাপ কাজের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে দেব না ৷ নিজের জোরে স্বচ্ছ উপায়ে কী ভাবে কলকাতা পৌর ভোট জিততে পারে, তা তৃণমূল কংগ্রেস দুনিয়াকে দেখিয়ে দেবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.