ETV Bharat / state

BJP to collect info from booth level: 2024 লোকসভা নির্বাচনের আগে ফের বুথ স্তরে তথ্য সংগ্রহ অভিযান বিজেপির

2024 লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) আগে ফের বুথ স্তরের তথ্য সংগ্রহ করবে বিজেপি (BJP to collect info from booth level)৷ এ জন্য রাজ্যের 78 হাজার বুথে কাজ শুরু হচ্ছে বলে খবর ৷

BJP to collect information from booth level again before 2024 Lok Sabha elections
2024 লোকসভা নির্বাচনের আগে ফের বুথ স্তরের তথ্য সংগ্রহ অভিযান বিজেপির
author img

By

Published : May 31, 2022, 8:42 AM IST

কলকাতা, 31 মে: 2024-এর লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) আগে ফের বুথ স্তরের তথ্য সংগ্রহ করবে বিজেপি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় 78 হাজার বুথের তথ্য সংগ্রহের কাজ নতুন করে শুরু হচ্ছে (BJP to collect info from booth level)৷

সূত্রের খবর, বিজেপির রাজ্য (Bengal BJP) নেতৃত্ব দিল্লিকে রিপোর্ট দিয়েছিল যে, শুধুমাত্র মিসকলের মাধ্যমেই এই রাজ্যে বিজেপির 40 লক্ষ মানুষ বিজেপির সদস্যপদ নিয়েছিলেন । কিন্ত 2021-এর বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে, রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট দিল্লিকে পাঠিয়েছিল সেই রিপোর্ট আদৌ সঠিক ছিল না ৷ সেখানে অনেকটাই বাড়িয়ে বলা হয়েছিল ৷ তাই এ বার দিল্লির নির্দেশে বিশেষ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হল রাজ্য নেতৃত্বকে ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুথ পর্যায়েও বিজেপির সাংগঠনিক শক্তির নিরিখে বাংলা অনেকটা পিছিয়ে । এ বার থেকে সম্পূর্ণ অনলাইনে ডেটা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে । বুথ, মণ্ডল স্তরের যে তথ্য দিল্লিকে পাঠানো হয়েছে, সেখানে অনেকটা গরমিল ছিল । তাই 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ফের তথ্য সংগ্রহের কাজ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

আরও পড়ুন: Rahul Sinha Slams Arjun Singh : অর্জুন সিংয়ের তো তৃণমূলে ফেরা ছাড়া কোনও উপায় ছিল না : রাহুল

এ ছাড়া বিজেপির 42টি সাংগঠনিক জেলায় তথ্য সংগ্রহ করতে ইতিমধ্যেই মোবাইল অ্যাপ ব্যবহার করা হচ্ছে । মূলত সংগঠনের রিপোর্টে আরও স্বচ্ছতা আনতেই একাধিক পদক্ষেপ করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রীয় নেতৃত্ব যেমন চাইবে, সেই ভাবেই রাজ্যের সাংগঠনিক রিপোর্ট পাঠানো হবে । সেখানে দিল্লি নতুন করে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করছে । এটা ভালো উদ্যোগ । সবটাই অনলাইনের মাধ্যমে হচ্ছে । এটা ভালো উদ্যোগ ৷"

কলকাতা, 31 মে: 2024-এর লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) আগে ফের বুথ স্তরের তথ্য সংগ্রহ করবে বিজেপি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় 78 হাজার বুথের তথ্য সংগ্রহের কাজ নতুন করে শুরু হচ্ছে (BJP to collect info from booth level)৷

সূত্রের খবর, বিজেপির রাজ্য (Bengal BJP) নেতৃত্ব দিল্লিকে রিপোর্ট দিয়েছিল যে, শুধুমাত্র মিসকলের মাধ্যমেই এই রাজ্যে বিজেপির 40 লক্ষ মানুষ বিজেপির সদস্যপদ নিয়েছিলেন । কিন্ত 2021-এর বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে, রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট দিল্লিকে পাঠিয়েছিল সেই রিপোর্ট আদৌ সঠিক ছিল না ৷ সেখানে অনেকটাই বাড়িয়ে বলা হয়েছিল ৷ তাই এ বার দিল্লির নির্দেশে বিশেষ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হল রাজ্য নেতৃত্বকে ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুথ পর্যায়েও বিজেপির সাংগঠনিক শক্তির নিরিখে বাংলা অনেকটা পিছিয়ে । এ বার থেকে সম্পূর্ণ অনলাইনে ডেটা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে । বুথ, মণ্ডল স্তরের যে তথ্য দিল্লিকে পাঠানো হয়েছে, সেখানে অনেকটা গরমিল ছিল । তাই 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ফের তথ্য সংগ্রহের কাজ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

আরও পড়ুন: Rahul Sinha Slams Arjun Singh : অর্জুন সিংয়ের তো তৃণমূলে ফেরা ছাড়া কোনও উপায় ছিল না : রাহুল

এ ছাড়া বিজেপির 42টি সাংগঠনিক জেলায় তথ্য সংগ্রহ করতে ইতিমধ্যেই মোবাইল অ্যাপ ব্যবহার করা হচ্ছে । মূলত সংগঠনের রিপোর্টে আরও স্বচ্ছতা আনতেই একাধিক পদক্ষেপ করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রীয় নেতৃত্ব যেমন চাইবে, সেই ভাবেই রাজ্যের সাংগঠনিক রিপোর্ট পাঠানো হবে । সেখানে দিল্লি নতুন করে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করছে । এটা ভালো উদ্যোগ । সবটাই অনলাইনের মাধ্যমে হচ্ছে । এটা ভালো উদ্যোগ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.