কলকাতা, 15 নভেম্বর: বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির শিক্ষক সেল। রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে ৷ এতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই ইস্যুতে 12 ডিসেম্বর বিকাশ ভবন অভিযান কর্মসূচির ডাক দিল বিজেপি টিচার্স সেল (BJP Teachers' Cell West Bengal) ৷
এদিন গেরুয়া শিবিরের শিক্ষক সেলের পক্ষ থেকে একাধিক দাবিদাওয়া নিয়ে পথে নামবেন শিক্ষকেরা । মেধাতালিকাভুক্ত কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানাবেন শিক্ষকেরা (SSC Teacher Recruitment Scam) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করার পর বিকাশ ভবনের দিকে এগিয়ে যাবে শিক্ষকদের মিছিল ।
আরও পড়ুন: 15 মিনিটের অভিযান, মাঝরাতে টেট আন্দোলনকারীদের ধর্নামঞ্চ থেকে সরাল পুলিশ
প্রসঙ্গত এর আগে বঙ্গ বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের নেতৃত্বে সংসদ ভবন চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনা কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি সাংসদেরা । পাশাপাশি রাজ্যজুড়ে বিজেপির 'চোর ধরো, জেল ভরো' অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷
প্রসঙ্গত উল্লেখ্য, 17 অক্টোবর সল্টলেকের করুণাময়ীতে এপিসি ভবনের সামনে অবস্থানে বসেন 2014 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Agitation Karunamoyee) ৷ পুলিশ তাঁদের বারে বারে ধরনা তুলে নিতে বলেন ৷ কিন্তু তাঁরা চাকরির দাবিতে অনড় ৷ ওই এলাকায় 144 ধারা জারি করা হয় ৷ 21 অক্টোবর রাতে পুলিশ জোরজবরদস্তি টেট প্রার্থীদের অবস্থান বিক্ষোভ তুলে দেয় ৷ আন্দোলনরত প্রার্থীদের জোর করে পুলিশের ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয় ৷ এ নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ বিরোধী বাম-বিজেপি টেট প্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনে রাস্তায় নামে ৷
আরও পড়ুন: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর