কলকাতা, 27 নভেম্বর: হাজরা মোড় থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। "যে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মন্ত্রী চুরি করেছে অথচ তিনি সেটা জানেন না, তাহলে সেই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।" সোমবার এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "বিজেপি সিভিক ভলান্টিয়ার মুখ্যমন্ত্রী দিয়ে রাজ্য চালাবে। তাও ভালো।" শুধু তাই নয়, এদিন মেয়র ফরহাদ হাকিম থেকে শুরু করে 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তাঁর পিতা জাভেদ আহমেদ খানকেও তীব্র ভাষায় আক্রমণ করেন সুকান্ত ৷
আগামী 29 নভেম্বর 'কলকাতা চলো' অভিযান উপলক্ষ্যে আজ দক্ষিণ কলকাতার বিজেপি শাখার পক্ষ থেকে এদিন মিছিলের আয়োজন করা হয়েছিল। গড়িয়াহাট মোড় থেকে মিছিল করে হাজার মোড়ে একটি সভা করা হয়। এখানে মূল বক্তা ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সুকান্ত মজুমদার বলেন, "29 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তাই ভাইপো ভয় পেয়েছে। আর ঘর থেকে বেরোচ্ছে না। ভাইপো বেকার যুবক। কোনও চাকরি করেন না। তারও কোটি কোটি টাকা।"
এদিন সভা মঞ্চ থেকে তিনি মেয়র ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, "মেয়রের চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মত মানুষ বসেছিলেন সেই চেয়ারে বসছে এখন ফিরহাদ হাকিম যার বাড়িতে ইডি ও সিবিআই যায়।" ফিরহাদ হাকিমের প্রসঙ্গে তিনি আরও বলেন, "মেয়র বলেছেন যে উনি নাকি বেআইনি ভাবে কাউকে চাকরি দেন নি। তাহলে চেতলা অগ্রণী ক্লাবের সহ সম্পাদক অরিজিৎ রায়কে কলকাতা পৌরনিগমে কে চাকরি করে দিয়েছিল ?" তিনি বলেন, "আগামী 29 নভেম্বরের সভা কি মুখ্যমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরবে তা নিয়ে নয়, সেদিনের সভা হল পশ্চিমবঙ্গ বাঁচানোর সভা। পশ্চিমবঙ্গ যাতে আর একটা কাশ্মীরে না পরিণত হয়, তার সভা।"
আরও পড়ুন: