ETV Bharat / state

BJP Slams Mamata on NCC Fund: এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ নষ্ট করছেন মমতা, দাবি বিজেপির

এনসিসি (NCC)-র জন্য অর্থ বরাদ্দ না করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ৷ এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP) ৷

bjp-slams-mamata-banerjee-for-not-giving-fund-to-ncc
BJP Slams Mamata on NCC Fund: এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ নষ্ট করছেন মমতা, দাবি বিজেপির
author img

By

Published : Oct 26, 2022, 5:29 PM IST

কলকাতা, 26 অক্টোবর: এনসিসি (NCC) বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য (Amit Malviya) এই নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, রাজ্য সরকার চায় না এখানে এনসিসি-র ক্য়াম্প হোক ৷ বরং এই রাজ্যে মৌলবাদী সংগঠনগুলির ক্যাম্প হলে খুশি হবে সরকার ৷

প্রসঙ্গত, গত 6 অক্টোবর এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন চার্জ ইউ এস সেনগুপ্ত ৷ বুধবার সেই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ ওই চিঠি অনুযায়ী, প্রতি বছর এনসিসি-র জন্য যা বাজেট বরাদ্দ হয় ৷ তার 75 শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার ও 25 শতাংশ দেয় রাজ্য সরকার ৷ চলতি 2022-23 আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাগের সব টাকা দেয়নি ৷

অভিযোগ, এর জেরে এবার আর নতুন করে কারও নাম এনসিসি-তে নথিভুক্ত করানো হচ্ছে ৷ কারণ, নতুন করে প্রশিক্ষণ শিবির আয়োজন করা যাবে না ৷ যারা নাম নথিভুক্ত করিয়েছে, তাদের সকলকে প্রশিক্ষণ শিবিরে (NCC Camp) নিয়ে যাওয়া সম্ভব নয় ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷

বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷ যেহেতু অভিযোগের আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ তাই আসরে নেমে পড়েছে বিজেপি ৷ বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এদিন এই নিয়ে টুইট করেছেন ৷ টুইটে অমিত লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠান ধ্বংস করছেন এবং যুবকদের কেরিয়ার নষ্ট করছেন ৷ পশ্চিমবঙ্গ সরকার টাকা না দেওয়ায় বাংলায় এনসিসি ক্যাডেটদের ভুগতে হবে ৷’’

  • Mamata Banerjee is ruining institutions and destroying careers of the young. Now NCC cadets suffer in Bengal as WB Govt refuses to release funds. Cadets aspiring for their B and C Certificate examinations, which would have got them direct SSB interview, will miss the opportunity. pic.twitter.com/ovhBvwflEq

    — Amit Malviya (@amitmalviya) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, যে চিঠি নিয়ে এত বিতর্ক, সেখানে উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণ শিবির না হলে অনেকে বি ও সি সার্টিফিকেট পাবেন না ৷ এদিন টুইটে সেই প্রসঙ্গ তুলে অমিত লিখেছেন, বি ও সি সার্টিফিকেট থাকলে ক্যাডেটরা সরাসরি এসএসবি (SSB)-র ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে ৷ কিন্তু তারা সেই সুযোগ হারাতে চলেছে ৷

অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে এদিন বলেন, ‘‘রাজ্য সরকারের ভাঁড়ার একেবারে খালি ৷ তাই রাজ্য সরকার এই ধরনের প্রকল্পের জন্য টাকা দিতে পারছে না । আর এনসিসি ছাত্রছাত্রীদের মধ্যে একটা দেশাত্মবোধক ভাব জাগায়, সেই রকম একটা প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে৷ এটা সত্যিই দুর্ভাগ্যজনক । একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার বিষয় বটে ।’’

এনসিসি বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য

এর পর বালুরঘাটের সাংসদের সংযোজন, ‘‘তবে এর মধ্যে দূরভিসন্ধিও আছে । কারণ, রাজ্য সরকার চায় না যে এনসিসির মতো ক্যাম্প রাজ্যে চলুক । পিফআইয়ের (PFI) ক্যাম্প চলুক, সেটা রাজ্য সরকার চায় ।"

আরও পড়ুন: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র

কলকাতা, 26 অক্টোবর: এনসিসি (NCC) বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য (Amit Malviya) এই নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, রাজ্য সরকার চায় না এখানে এনসিসি-র ক্য়াম্প হোক ৷ বরং এই রাজ্যে মৌলবাদী সংগঠনগুলির ক্যাম্প হলে খুশি হবে সরকার ৷

প্রসঙ্গত, গত 6 অক্টোবর এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন চার্জ ইউ এস সেনগুপ্ত ৷ বুধবার সেই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ ওই চিঠি অনুযায়ী, প্রতি বছর এনসিসি-র জন্য যা বাজেট বরাদ্দ হয় ৷ তার 75 শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার ও 25 শতাংশ দেয় রাজ্য সরকার ৷ চলতি 2022-23 আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাগের সব টাকা দেয়নি ৷

অভিযোগ, এর জেরে এবার আর নতুন করে কারও নাম এনসিসি-তে নথিভুক্ত করানো হচ্ছে ৷ কারণ, নতুন করে প্রশিক্ষণ শিবির আয়োজন করা যাবে না ৷ যারা নাম নথিভুক্ত করিয়েছে, তাদের সকলকে প্রশিক্ষণ শিবিরে (NCC Camp) নিয়ে যাওয়া সম্ভব নয় ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷

বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷ যেহেতু অভিযোগের আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ তাই আসরে নেমে পড়েছে বিজেপি ৷ বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এদিন এই নিয়ে টুইট করেছেন ৷ টুইটে অমিত লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠান ধ্বংস করছেন এবং যুবকদের কেরিয়ার নষ্ট করছেন ৷ পশ্চিমবঙ্গ সরকার টাকা না দেওয়ায় বাংলায় এনসিসি ক্যাডেটদের ভুগতে হবে ৷’’

  • Mamata Banerjee is ruining institutions and destroying careers of the young. Now NCC cadets suffer in Bengal as WB Govt refuses to release funds. Cadets aspiring for their B and C Certificate examinations, which would have got them direct SSB interview, will miss the opportunity. pic.twitter.com/ovhBvwflEq

    — Amit Malviya (@amitmalviya) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, যে চিঠি নিয়ে এত বিতর্ক, সেখানে উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণ শিবির না হলে অনেকে বি ও সি সার্টিফিকেট পাবেন না ৷ এদিন টুইটে সেই প্রসঙ্গ তুলে অমিত লিখেছেন, বি ও সি সার্টিফিকেট থাকলে ক্যাডেটরা সরাসরি এসএসবি (SSB)-র ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে ৷ কিন্তু তারা সেই সুযোগ হারাতে চলেছে ৷

অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে এদিন বলেন, ‘‘রাজ্য সরকারের ভাঁড়ার একেবারে খালি ৷ তাই রাজ্য সরকার এই ধরনের প্রকল্পের জন্য টাকা দিতে পারছে না । আর এনসিসি ছাত্রছাত্রীদের মধ্যে একটা দেশাত্মবোধক ভাব জাগায়, সেই রকম একটা প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে৷ এটা সত্যিই দুর্ভাগ্যজনক । একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার বিষয় বটে ।’’

এনসিসি বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য

এর পর বালুরঘাটের সাংসদের সংযোজন, ‘‘তবে এর মধ্যে দূরভিসন্ধিও আছে । কারণ, রাজ্য সরকার চায় না যে এনসিসির মতো ক্যাম্প রাজ্যে চলুক । পিফআইয়ের (PFI) ক্যাম্প চলুক, সেটা রাজ্য সরকার চায় ।"

আরও পড়ুন: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.