কলকাতা, 14 মার্চ: করোনা অতিমারির পর এবার রাজ্যে ত্রাস সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস । ইতিমধ্যেই রাজ্যে একাধিক শিশুর মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে । অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে রাজ্য সরকার (Adenovirus Task Force Committee)। কিন্তু এই কমিটিতে নেই কোনও শিশু রোগ বিশেষজ্ঞ । আর এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । এই ইস্যুতে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভও দেখানো হয়েছে । এমনকি বিসি রায় হাসপাতালে ডেপুটেশনও জমা দেওয়া হয় ।
বিষয়টি টুইট করেছেন চিকিৎসক তথা বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ । তিনি বলেন, "অ্যাডিনো ভাইরাসের প্রকোপে শিশুমৃত্যু হচ্ছে । অথচ সম্প্রতি নবান্ন থেকে যে টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে সেখানে একজন শিশুরোগ বিশেষজ্ঞই নেই । কী অদ্ভুত ব্যাপার এটা । আসলে এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ওই একটি কমিটি গঠন করে দেওয়াই সার । বিষয়টি নিয়ে কোনও মাথাব্যথায় নেই রাজ্য সরকারের । আসলে এই ধরনের সরকারি কমিটিগুলোতে মাথা হয়ে বসা বা কমিটির সদস্য পদে থাকার জন্য যোগ্যতা মাপকাঠি নয় । সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কে কতটা কাছের সেটা দেখেই কমিটিগুলোতে নেওয়া হয় ।"
-
Not a single child specialist in the task force constituted by Govt of West Bengal to tackle Adenovirus infection costing the lives of children.
— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) March 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Is the govt at all serious or is the entire task force thing a farce? pic.twitter.com/PJvPbLNj97
">Not a single child specialist in the task force constituted by Govt of West Bengal to tackle Adenovirus infection costing the lives of children.
— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) March 11, 2023
Is the govt at all serious or is the entire task force thing a farce? pic.twitter.com/PJvPbLNj97Not a single child specialist in the task force constituted by Govt of West Bengal to tackle Adenovirus infection costing the lives of children.
— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) March 11, 2023
Is the govt at all serious or is the entire task force thing a farce? pic.twitter.com/PJvPbLNj97
পাশাপাশি চিকিৎসক তথা বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার বলেন, "অ্যাডিনো ভাইরাস থেকে শুরু করে ডেঙ্গু কিংবা করোনা যাতেই মৃত্যু হোক না কেন রাজ্য সরকার একটা কমিটি গঠন করে দিয়েই মনে করে তিনি বিরাট একটা কিছু করে দিয়েছেন । বাস্তবে কিন্তু এতে সাধারণ মানুষের কোনও সুরাহা হয় না । বাচ্চাদেরকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ান বাবা-মায়েরা । শুধু তাই নয় মৃত্যুর সংখ্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সরকারি স্তরে । শিশু মৃত্যু নিয়ে একটি কমিটি গঠন করা হল অথচ সেখানে দেখা যাচ্ছে যে একজনও সাবজেক্ট স্পেশালিস্ট বা শিশু রোগ বিশেষজ্ঞ নেই । অথচ আমাদের রাজ্যে এখন বহু গুণী শিশু চিকিৎসকরা রয়েছেন যারা দিনরাত লড়াই করছেন । তাঁদেরকে কি এই কমিটিতে নেওয়া যেত না ? যুদ্ধকালীন তৎপরতায় শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাস ও অন্যান্য ভাইরাল ফিভার মহামারী মোকাবিলা করতে ও লোকবল বৃদ্ধি-সহ সার্বিক পরিকাঠামোর উন্নতি করতে হবে ।"
আরও পড়ুন : অ্যাডিনো ভাইরাস নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় হৈচৈ বিজেপির, কড়া জবাব চন্দ্রিমার