কলকাতা, 17 মে : কলকাতা, ডায়মন্ডহারবার, উত্তর 24 পরগনা জেলায় বাইরে থেকে লোক ঢুকছে । আজ নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জানাল BJP-র প্রতিনিধি দল ।
বাইরে থেকে লোক আনছে BJP । বিভিন্ন সভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর বিরুদ্ধেই পালটা অভিযোগ করল BJP । আজ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, "সেন্ট্রাল ফোর্স এখনও রুট মার্চ শুরু করেনি । ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, উত্তর কলকাতা নির্বাচনকেন্দ্রে যত লোক বাস করে তার থেকে বেশি লোক সেখানে আছে । বিভিন্ন বিয়েবাড়ি, গেস্ট হাউজ়ে তারা আছে । আমরা নির্বাচন কমিশনকে বলেছি যেসব লোকরা বাইরে থেকে এসেছে তারা যেন নির্বাচনে কোনও প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করুন ।"
আজ BJP-র প্রতিনিধি দলে ছিলেন স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্য, মুকুল রায় ও শিশির বাজোরিয়া । তাঁরা আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন ।