ETV Bharat / state

সপ্তম দফা নির্বাচনে বাইরে থেকে লোক আসছে, অভিযোগ BJP-র - lok sabah election

নির্বাচন এলাকায় যতজন থাকে তার থেকে বেশি লোক এসেছেন । অভিযোগ BJP-র ।

BJP
author img

By

Published : May 17, 2019, 5:23 PM IST

Updated : May 17, 2019, 10:46 PM IST

কলকাতা, 17 মে : কলকাতা, ডায়মন্ডহারবার, উত্তর 24 পরগনা জেলায় বাইরে থেকে লোক ঢুকছে । আজ নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জানাল BJP-র প্রতিনিধি দল ।

বাইরে থেকে লোক আনছে BJP । বিভিন্ন সভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর বিরুদ্ধেই পালটা অভিযোগ করল BJP । আজ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, "সেন্ট্রাল ফোর্স এখনও রুট মার্চ শুরু করেনি । ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, উত্তর কলকাতা নির্বাচনকেন্দ্রে যত লোক বাস করে তার থেকে বেশি লোক সেখানে আছে । বিভিন্ন বিয়েবাড়ি, গেস্ট হাউজ়ে তারা আছে । আমরা নির্বাচন কমিশনকে বলেছি যেসব লোকরা বাইরে থেকে এসেছে তারা যেন নির্বাচনে কোনও প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করুন ।"

আজ BJP-র প্রতিনিধি দলে ছিলেন স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্য, মুকুল রায় ও শিশির বাজোরিয়া । তাঁরা আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন ।

কলকাতা, 17 মে : কলকাতা, ডায়মন্ডহারবার, উত্তর 24 পরগনা জেলায় বাইরে থেকে লোক ঢুকছে । আজ নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জানাল BJP-র প্রতিনিধি দল ।

বাইরে থেকে লোক আনছে BJP । বিভিন্ন সভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর বিরুদ্ধেই পালটা অভিযোগ করল BJP । আজ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, "সেন্ট্রাল ফোর্স এখনও রুট মার্চ শুরু করেনি । ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, উত্তর কলকাতা নির্বাচনকেন্দ্রে যত লোক বাস করে তার থেকে বেশি লোক সেখানে আছে । বিভিন্ন বিয়েবাড়ি, গেস্ট হাউজ়ে তারা আছে । আমরা নির্বাচন কমিশনকে বলেছি যেসব লোকরা বাইরে থেকে এসেছে তারা যেন নির্বাচনে কোনও প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করুন ।"

আজ BJP-র প্রতিনিধি দলে ছিলেন স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্য, মুকুল রায় ও শিশির বাজোরিয়া । তাঁরা আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন ।

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিজেপি বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করছে এ রাজ্যে সেই পরিপ্রেক্ষিতে মুকুল রায় নির্বাচন কমিশনে এসে জানান।Body:সারা ভারত বর্ষ জুড়ে ভোট হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মানুষ ভোট দিতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। মুকুল রায় নির্বাচন কমিশনে কাছে দাবি জানান- বিশেষ করে উত্তর কলকাতা,দমদম ,বসিরহাট, ও ডায়মন্ড হারবার ঐসব জায়গায় বাইরে থেকে প্রচুর লোক ঢুকছে। এর পাশাপাশি বলেন,নির্বাচন কমিশনে নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার পর লোকসভা কেন্দ্রে বহিঃগাত ভাবে কেউ থাকতে পারবে না। সেই দিকে নজর রাখতে বলেছেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত রুট মার্চ শুরু করে নি, অভিযোগ আমরা করেছি।

Conclusion:স্বপন দাশগুপ্ত শমীক ভট্টাচার্য, মুকুল রায়, সহ বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক আরিজ আফতাফ সঙ্গে দেখা করেন।
Last Updated : May 17, 2019, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.