ETV Bharat / state

Rajib Banerjee : শনিবারের বারবেলায় কুণাল-রাজীব বৈঠক, প্রত্যাবর্তন নিয়ে জল্পনা - Rajib Banerjee meets Kunal Ghosh

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘিরে জল্পনা চলছে । কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কি না তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে । এই প্রেক্ষিতে আজ রাজীবেরই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । যেখানে নাম না করে রাজীবকে মীরজাফর, গদ্দার তকমা দেওয়া হয় ।

কুণাল-রাজীব বৈঠক
ছবি
author img

By

Published : Jun 12, 2021, 8:35 PM IST

Updated : Jun 12, 2021, 8:43 PM IST

কলকাতা, 12 জুন : মুকুল পর রাজীব । তৃণমূলত্যাগী এই নেতার ঘর ওয়াপসি নিয়ে জল্পনা ছড়াল । আজ তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি বিজেপি ও বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল সাইটে সরব হয়েছিলেন রাজীব । সেই সময় থেকেই জল্পনা চলছিল ।

সেই জল্পনা বহুগুণ বাড়িয়ে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে হাজির হলেন প্রাক্তন মন্ত্রী । সেই সময় তাঁর সঙ্গে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা ছিল না । আর রাজীবের এই পদক্ষেপ ঘিরেই তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা নয়া মাত্রা পায় । কুণালের সঙ্গে রাজীবের বৈঠকে সেই জল্পনা আরও জোরালো হল বলে মনে করা হচ্ছে ।

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘিরে জল্পনা চলছে । কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কি না তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে । এই প্রেক্ষিতে রাজীবেরই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । যেখানে নাম না করে রাজীবকে মীরজাফর, গদ্দার তকমা দেওয়া হয় ।

আরও পড়ুন : রাজীব ছোট ভাই, সুর নরম ফিরহাদের

তৃণমূলে তাঁকে যাতে না নেওয়া হয়, সেই বার্তাই দেওয়া হয় পোস্টারে । এই সবের মধ্যেও কুণাল ঘোষের সুখিয়া স্ট্রিটের বাড়িতে রাজীবের সঙ্গে বৈঠক নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠল ।

যদিও এদিনের বৈঠক নিয়ে দু'জনের কেউই কিছু বলেননি । তবে রাজনৈতিক মহল মনে করছে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতেই এদিন কুণালের বাড়ি এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

তবে তৃণমূলে কাদের নেওয়া হবে, বা হবে না... সেই ব্যাপারে মানদণ্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকালই তিনি বলেছেন, সবাইকে দলে ফেরানো হবে না । এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, "যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না ।" সেই সঙ্গে মমতা এও বলেন, "আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন ।"

আরও পড়ুন : কর্মীরা চায় না সুবিধাবাদীরা দলে ফিরুক, নাম না করে রাজীবকে কটাক্ষ ডোমজুরের বিধায়কের

সেক্ষেত্রে নরমপন্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে । এমতাবস্থায় দেখলে ভোটের সময় রাজীব যে আক্রমণ শানাননি তা নয় । বন সহায়কের চাকরিতে কারচুপির যে অভিযোগ মমতা তুলেছিলেন, তার পাল্টা বলতে গিয়ে কত কী না বলেছিলেন রাজীব । তারপর ডোমজুড়ে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, "গদ্দারটার দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ।" তা শুনেও রাজীবের প্রতিক্রিয়া ছিল আগুন ঝরা । কিন্তু ভোটের পর সব ওলটপালট হয়ে গিয়েছে । এখন দেখার রাজীবের ঘর ওয়াপসি হয় কি না... হলেও তা কবে হয়, কতটা মসৃণ হয় ।

কলকাতা, 12 জুন : মুকুল পর রাজীব । তৃণমূলত্যাগী এই নেতার ঘর ওয়াপসি নিয়ে জল্পনা ছড়াল । আজ তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি বিজেপি ও বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল সাইটে সরব হয়েছিলেন রাজীব । সেই সময় থেকেই জল্পনা চলছিল ।

সেই জল্পনা বহুগুণ বাড়িয়ে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে হাজির হলেন প্রাক্তন মন্ত্রী । সেই সময় তাঁর সঙ্গে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা ছিল না । আর রাজীবের এই পদক্ষেপ ঘিরেই তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা নয়া মাত্রা পায় । কুণালের সঙ্গে রাজীবের বৈঠকে সেই জল্পনা আরও জোরালো হল বলে মনে করা হচ্ছে ।

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘিরে জল্পনা চলছে । কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কি না তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে । এই প্রেক্ষিতে রাজীবেরই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । যেখানে নাম না করে রাজীবকে মীরজাফর, গদ্দার তকমা দেওয়া হয় ।

আরও পড়ুন : রাজীব ছোট ভাই, সুর নরম ফিরহাদের

তৃণমূলে তাঁকে যাতে না নেওয়া হয়, সেই বার্তাই দেওয়া হয় পোস্টারে । এই সবের মধ্যেও কুণাল ঘোষের সুখিয়া স্ট্রিটের বাড়িতে রাজীবের সঙ্গে বৈঠক নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠল ।

যদিও এদিনের বৈঠক নিয়ে দু'জনের কেউই কিছু বলেননি । তবে রাজনৈতিক মহল মনে করছে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতেই এদিন কুণালের বাড়ি এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

তবে তৃণমূলে কাদের নেওয়া হবে, বা হবে না... সেই ব্যাপারে মানদণ্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকালই তিনি বলেছেন, সবাইকে দলে ফেরানো হবে না । এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, "যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না ।" সেই সঙ্গে মমতা এও বলেন, "আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন ।"

আরও পড়ুন : কর্মীরা চায় না সুবিধাবাদীরা দলে ফিরুক, নাম না করে রাজীবকে কটাক্ষ ডোমজুরের বিধায়কের

সেক্ষেত্রে নরমপন্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে । এমতাবস্থায় দেখলে ভোটের সময় রাজীব যে আক্রমণ শানাননি তা নয় । বন সহায়কের চাকরিতে কারচুপির যে অভিযোগ মমতা তুলেছিলেন, তার পাল্টা বলতে গিয়ে কত কী না বলেছিলেন রাজীব । তারপর ডোমজুড়ে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, "গদ্দারটার দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ।" তা শুনেও রাজীবের প্রতিক্রিয়া ছিল আগুন ঝরা । কিন্তু ভোটের পর সব ওলটপালট হয়ে গিয়েছে । এখন দেখার রাজীবের ঘর ওয়াপসি হয় কি না... হলেও তা কবে হয়, কতটা মসৃণ হয় ।

Last Updated : Jun 12, 2021, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.