ETV Bharat / state

শ্যামবাজারে CESC অফিসের সামনে বিক্ষোভ BJP -র - শ্যামবাজার CESC অফিস

বর্ধিত বিল মকুবের দাবিতে আজ শ্যামবাজারে CESC অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে BJP ৷

Bjp agitation in front of shyambazar Cesc office
বর্ধিত বিল মকুবের দাবিতে শ্যামবাজার CESC অফিসের সামনে BJP - র বিক্ষোভ
author img

By

Published : Jul 24, 2020, 1:20 PM IST

Updated : Jul 24, 2020, 3:20 PM IST

কলকাতা, 24 জুলাই : শ্যামবাজার CESC অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন BJP-র ৷ উত্তর কলকাতা জেলা BJP-র পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন BJP-র সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ BJP-র দাবি, অবিলম্বে তিন মাসের বিদ্যুৎবিল মকুব করতে হবে । খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ৷

শ্যামবাজারে CESC অফিসের সামনে বিক্ষোভ BJP -র

জয়প্রকাশ মজুমদার বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, লকডাউনের সময় BJP রাস্তায় নামতে পারবে না । এই সুযোগে তৃণমূলের তহবিল তৈরি করার জন্য CESC - র মাধ্যমে সাধারণ মানুষের উপর বর্ধিত বিলের বোঝা চাপিয়েছে । লকডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি । অনেকটাই অসুবিধা হয়েছে । কিন্তু, সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে কারণ BJP একমাত্র তাদের পাশে আছে । আমাদের দাবি, অবিলম্বে বর্ধিত তিন মাস বিদ্যুৎ বিল মকুব করতে হবে । CESC-র শুধু গোল গোল কথা বললে হবে না । বর্ধিত বিলের টাকা রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হবে ।"

কলকাতা, 24 জুলাই : শ্যামবাজার CESC অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন BJP-র ৷ উত্তর কলকাতা জেলা BJP-র পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন BJP-র সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ BJP-র দাবি, অবিলম্বে তিন মাসের বিদ্যুৎবিল মকুব করতে হবে । খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ৷

শ্যামবাজারে CESC অফিসের সামনে বিক্ষোভ BJP -র

জয়প্রকাশ মজুমদার বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, লকডাউনের সময় BJP রাস্তায় নামতে পারবে না । এই সুযোগে তৃণমূলের তহবিল তৈরি করার জন্য CESC - র মাধ্যমে সাধারণ মানুষের উপর বর্ধিত বিলের বোঝা চাপিয়েছে । লকডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি । অনেকটাই অসুবিধা হয়েছে । কিন্তু, সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে কারণ BJP একমাত্র তাদের পাশে আছে । আমাদের দাবি, অবিলম্বে বর্ধিত তিন মাস বিদ্যুৎ বিল মকুব করতে হবে । CESC-র শুধু গোল গোল কথা বললে হবে না । বর্ধিত বিলের টাকা রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হবে ।"

Last Updated : Jul 24, 2020, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.