কলকাতা, 7 মে : আজ বিধানসভায় শপথ নিলেন না রাজ্যের দুই বিজেপি সাংসাদ নিশিথ প্রামানিক ও জগন্নাথ সরকার ৷
দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন নিশিথ প্রামাণিক ও শান্তিপুর থেকে জয়লাভ করেন জগন্নাথ সরকার । কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন তারা দুজন সাংসদ পদেই থাকুন । তবে তাঁরা সাংসদ পদে থাকলে জয়ী এই দুই আসন বিজেপিকে ছাড়তে হতে পারে ।
ইতিমধ্যেই, বিজেপির এই দুই সাংসদের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজে কথা বলেছেন । তবে সাংসদ না বিধায়ক সেটা এখনও চূড়ান্তভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত আসতে পারে নি।
বিজেপি সূত্রে খবর, 2024-এর লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে চাইছে গেরুয়া শিবির । তাই তার আগে দুই জন সাংসদের পদই দলের কাছে বড় বিষয় ।
এই বিষয়ে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলেন, " দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ৷ দল যা নির্দেশ দেবে, সেটা আমি করব । তবে সাংসদ পদই দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় ৷"
নিশিথ প্রামাণিক বলেন, " আমি সাংসদ পদে থাকব না বিধায়ক পদ গ্রহণ করব, সে বিষয়ে দল এখনও কিছু জানায়নি ।"