ETV Bharat / state

মণীশ খুনে ধৃতের সঙ্গে যোগাযোগ রয়েছে ফিরহাদ, মদনদের; অভিযোগ অর্জুনের - মণীশ শুক্লা হত্যা

"BJP নেতা মণীশ শুক্লা হত্যায় দুই তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে । CID এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । পুরোপুরি মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল CID । " বললেন সাংসদ অর্জুন সিং।

অর্জুন সিং
অর্জুন সিং
author img

By

Published : Oct 6, 2020, 6:39 PM IST

Updated : Oct 6, 2020, 7:04 PM IST

কলকাতা, 6 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লা হত্যায় তৃণমূলের যোগ আছে । ফের এই অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, "যে ধরা পড়েছে সে গোলাম । তার সঙ্গে ববি হাকিম, মদন মিত্র, ব্রাত্য বসু, দীনেশ ত্রিবেদীর মঞ্চে বসে সভা করার ছবি আছে । এটি একটি জয়েন্ট অপারেশন তৃণমূল ও পুলিশের । 9 mm বা তার থেকে বড় কোনও অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে । পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন ।"

তিনি আরও বলেন, "BJP নেতা মণীশ শুক্লা হত্যায় দুই তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে । CID এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । পুরোপুরি মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল CID । "

কী বললেন অর্জুন সিং ?

পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, "তাঁরা আমাদের মুভমেন্টের উপর নজর রাখছিলেন । 5-6 জন আধিকারিকদের মোবাইল নম্বরও পাওয়া গেছে । আমরা তা CBI-এর হাতে তুলে দেব । দুই চেয়ারম্যান টাকা দিয়ে ভাড়া করে ছিল শুটারদের।"

ফিরহাদ হাকিমের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "মুঘল বাদশারা নিজের পরিবারের লোকদের খুন করত । ববি (হাকিম) সেই মুঘলদেরই বংশধর ।"

কলকাতা, 6 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লা হত্যায় তৃণমূলের যোগ আছে । ফের এই অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, "যে ধরা পড়েছে সে গোলাম । তার সঙ্গে ববি হাকিম, মদন মিত্র, ব্রাত্য বসু, দীনেশ ত্রিবেদীর মঞ্চে বসে সভা করার ছবি আছে । এটি একটি জয়েন্ট অপারেশন তৃণমূল ও পুলিশের । 9 mm বা তার থেকে বড় কোনও অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে । পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন ।"

তিনি আরও বলেন, "BJP নেতা মণীশ শুক্লা হত্যায় দুই তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে । CID এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । পুরোপুরি মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল CID । "

কী বললেন অর্জুন সিং ?

পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, "তাঁরা আমাদের মুভমেন্টের উপর নজর রাখছিলেন । 5-6 জন আধিকারিকদের মোবাইল নম্বরও পাওয়া গেছে । আমরা তা CBI-এর হাতে তুলে দেব । দুই চেয়ারম্যান টাকা দিয়ে ভাড়া করে ছিল শুটারদের।"

ফিরহাদ হাকিমের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "মুঘল বাদশারা নিজের পরিবারের লোকদের খুন করত । ববি (হাকিম) সেই মুঘলদেরই বংশধর ।"

Last Updated : Oct 6, 2020, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.