ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও সিপিএমের ‘ফ্রেন্ডলি ম্যাচ’ চলছে, পটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর - কংগ্রেস

শুক্রবার বিহারের পটনায় অবিজেপি জোট নিয়ে বিরোধী দলগুলির মেগা বৈঠক হয় ৷ সেই বৈঠক বাংলায় যুযুধান বলে পরিচিত তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে একমঞ্চে দেখা গিয়েছে ৷ সেই নিয়ে শনিবার কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jun 24, 2023, 12:25 PM IST

কলকাতা, 24 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলি জোটবদ্ধ হওয়ার প্রয়াস শুরু করেছে ৷ বিরোধীরা সেই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে শুক্রবার বিহারের পটনায় বৈঠকও বসে ৷ শনিবার সেই বৈঠকের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের ভোটারদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতার বক্তব্য, এই রাজ্য়ের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে কংগ্রেস ও সিপিএম ৷ তাই বাংলায় ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূলের’ সঙ্গে লড়াইয়ে একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি ৷

এ দিন সকাল 10টা 39 মিনিটে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই টুইটে তিনি দু’টি ছবি পোস্ট করেছেন ৷ একটি ছবিতে কংগ্রেসের রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ দ্বিতীয় ছবিতে রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এই ছবিকে হাতিয়ার করে বিরোধী দলনেতা দাবি করেছেন, টিএমসি এর অর্থ হল তৃণমূল, মার্ক্সিস্ট ও কংগ্রেসের যোগফল ৷ এর পর শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম তৃণমূলের বি টিম ৷ আবার দিল্লিতে তৃণমূল ও সিপিএম কংগ্রেসের বি টিম ৷ অথচ কেরালায় কংগ্রেস ও সিপিএম মুখোমুখি লড়াই করছে ৷

আরও পড়ুন: সিপিএম বিরোধিতা থেকে যে তৃণমূলের জন্ম, বিজেপিকে হারাতে বামেদের সঙ্গেই জোট কতটা বাস্তব !

পুরো ব্যাপারটাই ধোঁয়াশায় ঢাকা বলে টুইটে দাবি করেছেন শুভেন্দু ৷ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘তাহলে কি এই রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে ? যখন কংগ্রেস ও সিপিএমের কর্মীরা ময়দানে নেমে ঘাম-রক্ত ঝরাচ্ছে, তখন তাঁদের নেতারা পটনায় বসে কেন সেটিং করছেন ? তাঁদের কারা বোকা বানাচ্ছেন, রাজ্যের নেতারা নাকি হাই কমান্ড ?’’

  • TMC = Trinamool + Marxists + Congress

    In WB - (Congress + CPM) is the B Team of Trinamool

    In Delhi - (Trinamool + CPM) is the B Team of Congress

    In Kerala - Congress vs CPM

    Very confusing indeed. So, are these parties playing a friendly match against themselves in WB?

    Poor… pic.twitter.com/zP7DtkpL5k

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয়স্তরে বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন রাজ্যে তারা পরস্পরের বিরোধী ৷ যেমন এই রাজ্যে শাসক দল তৃণমূল আর বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেস ও সিপিএম৷ তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে ৷ অথচ বিজেপির বিরুদ্ধে জাতীয়স্তরে লড়তে তৃণমূলের একমঞ্চেও এই দলের নেতারা উপস্থিত হচ্ছেন ৷ একই ভাবে বাংলায় সিপিএম ও কংগ্রেসের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক থাকলেও কেরালায় কিন্তু তারা একে অপরের বিরোধী ৷

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী এই বিষয়টি সামনে এনে পঞ্চায়েত ভোটের মুখে বোঝাতে চেয়েছেন বিজেপিই বাংলায় তৃণমূলের আসল বিরোধী ৷ তারাই একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে ৷ তাই যাঁরা তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার কথা ভাবছেন, তাঁরা যেন বিজেপিকেই ভোট দেন ৷ কংগ্রেস ও সিপিএমকে ভোট না দেন ৷

আরও পড়ুন: একজোট হতে গেলে বিরোধীদের নমনীয় হতে হবে, বৈঠক শেষে বার্তা রাহুলের

কলকাতা, 24 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলি জোটবদ্ধ হওয়ার প্রয়াস শুরু করেছে ৷ বিরোধীরা সেই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে শুক্রবার বিহারের পটনায় বৈঠকও বসে ৷ শনিবার সেই বৈঠকের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের ভোটারদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতার বক্তব্য, এই রাজ্য়ের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে কংগ্রেস ও সিপিএম ৷ তাই বাংলায় ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূলের’ সঙ্গে লড়াইয়ে একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি ৷

এ দিন সকাল 10টা 39 মিনিটে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই টুইটে তিনি দু’টি ছবি পোস্ট করেছেন ৷ একটি ছবিতে কংগ্রেসের রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ দ্বিতীয় ছবিতে রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এই ছবিকে হাতিয়ার করে বিরোধী দলনেতা দাবি করেছেন, টিএমসি এর অর্থ হল তৃণমূল, মার্ক্সিস্ট ও কংগ্রেসের যোগফল ৷ এর পর শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম তৃণমূলের বি টিম ৷ আবার দিল্লিতে তৃণমূল ও সিপিএম কংগ্রেসের বি টিম ৷ অথচ কেরালায় কংগ্রেস ও সিপিএম মুখোমুখি লড়াই করছে ৷

আরও পড়ুন: সিপিএম বিরোধিতা থেকে যে তৃণমূলের জন্ম, বিজেপিকে হারাতে বামেদের সঙ্গেই জোট কতটা বাস্তব !

পুরো ব্যাপারটাই ধোঁয়াশায় ঢাকা বলে টুইটে দাবি করেছেন শুভেন্দু ৷ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘তাহলে কি এই রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে ? যখন কংগ্রেস ও সিপিএমের কর্মীরা ময়দানে নেমে ঘাম-রক্ত ঝরাচ্ছে, তখন তাঁদের নেতারা পটনায় বসে কেন সেটিং করছেন ? তাঁদের কারা বোকা বানাচ্ছেন, রাজ্যের নেতারা নাকি হাই কমান্ড ?’’

  • TMC = Trinamool + Marxists + Congress

    In WB - (Congress + CPM) is the B Team of Trinamool

    In Delhi - (Trinamool + CPM) is the B Team of Congress

    In Kerala - Congress vs CPM

    Very confusing indeed. So, are these parties playing a friendly match against themselves in WB?

    Poor… pic.twitter.com/zP7DtkpL5k

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয়স্তরে বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন রাজ্যে তারা পরস্পরের বিরোধী ৷ যেমন এই রাজ্যে শাসক দল তৃণমূল আর বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেস ও সিপিএম৷ তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে ৷ অথচ বিজেপির বিরুদ্ধে জাতীয়স্তরে লড়তে তৃণমূলের একমঞ্চেও এই দলের নেতারা উপস্থিত হচ্ছেন ৷ একই ভাবে বাংলায় সিপিএম ও কংগ্রেসের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক থাকলেও কেরালায় কিন্তু তারা একে অপরের বিরোধী ৷

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী এই বিষয়টি সামনে এনে পঞ্চায়েত ভোটের মুখে বোঝাতে চেয়েছেন বিজেপিই বাংলায় তৃণমূলের আসল বিরোধী ৷ তারাই একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে ৷ তাই যাঁরা তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার কথা ভাবছেন, তাঁরা যেন বিজেপিকেই ভোট দেন ৷ কংগ্রেস ও সিপিএমকে ভোট না দেন ৷

আরও পড়ুন: একজোট হতে গেলে বিরোধীদের নমনীয় হতে হবে, বৈঠক শেষে বার্তা রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.