কলকাতা, 11 মে : বিধানসভার অধ্য়ক্ষ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ 7 জন বিধায়ককে বরখাস্ত করেছেন ৷ আদালতে এমনই অভিযোগ করেন বিজেপি বিধায়কদের আইনজীবীরা (BJP MLAs have been sacked by the Speaker) ।
আইনজীবী জয়দীপ কর বলেন, "28 মার্চ বিধানসভায় একটা ঝামেলা হয়েছে । তার জন্য 31 মার্চ 4 টের সময় শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ককে চিঠি দেওয়া হয় । সেখানে তাদের পাঁচ বছরের জন্য বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয় । তাঁদের কোনও বক্তব্য না-শুনে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বরখাস্ত করা হয়েছে ।"
তিনি আরও জানান, বিধানসভার বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো গণতান্ত্রিক আবহ নষ্ট করেছেন বিধানসভার । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধানসভার ভিতরের গণতান্ত্রিক আবহ নষ্ট করা হয়েছে দাবি করে অধ্য়ক্ষ 5 বছরের জন্য বরখাস্ত করার নির্দেশ দেন ৷
আরও পড়ুন : দিল্লির রিমোট কন্ট্রোলে অসম চলবে না, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের
বিধানসভা অধ্য়ক্ষ হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন, অধ্য়ক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । এটা আদালতের এক্তিয়ারের বাইরে । পাশাপাশি বিজেপি বিধায়করা বিধানসভার মর্যাদা ভঙ্গ করেছেন । সেই কারণেই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে । এই ব্যাপারে বিজেপির আইনজীবী জানান, অধ্য়ক্ষ আইনের শাসন লঙ্ঘন করেছেন । তিনি যদি আইনের বিধান লঙ্ঘন করে শাস্তি দিতে পারেন তাহলে তার বিরুদ্ধে আদালতে সুবিচার পাওয়ার জন্য মামলা করা যেতেই পারে ৷ আগামিকাল ফের শুনানি হবে এই মামলার ।
উল্লেখ্য, বিধানসভার অধিবেশনের শেষ দিনে তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । তারপরই অধ্য়ক্ষ বিরোধী দলনেতা-সহ একাধিক বিজেপি বিধায়ককে বরখাস্ত করেন ।