ETV Bharat / state

Demand for Separate State: এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের; পাগলের প্রলাপ, বললেন কুণাল - আলাদা রাজ্যের দাবি

এবার পৃথক রাজ্যের দাবি (Demand for Separate State) তুললেন বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখা (Amarnath Sakha)৷ পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করলে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাবেন বলে জানিয়েছেন তিনি ৷

bjp-mla-amarnath-sakha-raises-demand-for-separate-state
এবার আলাদা রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা
author img

By

Published : Nov 20, 2022, 8:04 PM IST

কলকাতা, 20 নভেম্বর: ক'দিন আগে এই দাবি (Demand for Separate State) তুলেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । এ বার সেই পথে হেঁটে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Sakha)। সুদূর কোচবিহার থেকে শিলিগুড়ি, দার্জিলিং পাহাড় হয়ে জঙ্গলমহল বারবারই পৃথক রাজ্যের দাবি তুলেছেন বিজেপি বিধায়করা । প্রত্যেকেই নিজের মতো করে পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন । সৌমিত্র খাঁর পৃথক জঙ্গলমহলের দাবির পর, এ বার দাবি উঠল পৃথক রাঢ়বঙ্গ গঠনের ।

ভোট অংকের কথা ভেবে এই সমস্ত দাবি কার্যত সমর্থন করে যাচ্ছে বিজেপি । কার্যত সমর্থন এই কারণেই বলা হচ্ছে যে প্রকাশ্যে অন্তত বিজেপি এর বিরোধিতা করছে না । এক রাজ্য হলেও বিধায়ক ভেদে আলাদা রাজ্যের দাবি উসকে দিচ্ছেন বিজেপি নেতারা । আর এর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করছে না কেন্দ্রের শাসক দল ।

ঠিক কী বলেছেন অমরনাথ ? শনিবার বাঁকুড়ার মুড়াকাটায় জনসংযোগ কর্মসূচি ছিল বিজেপির । তাতে উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা । মঞ্চে দাঁড়িয়ে পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলেছেন তিনি । সেখানে তিনি বলেন, "পঞ্চায়েতের ঘণ্টা বেজে যাবে । পঞ্চায়েত ভোটের পর পরিবর্তন আসবেই । আমরা রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত । পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করলে অমিত শাহের কাছে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাব । তাই আপনারা সকলে ভোট দিন ।"

আরও পড়ুন: গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

অমরনাথের এই দাবি নিয়েই এখন শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে । তবে অমরনাথের এহেন দাবিকে তৃণমূল রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ 'পাগলের প্রলাপ' বলে চিহ্নিত করেছেন । তাঁর মতে, কোনও ইস্যুতে বলার সুযোগ না পেয়ে এ সব বলেছেন বিজেপি বিধায়ক । বাংলায় বিজেপির থাকার অধিকার আছে কি না, তা সাধারণ মানুষ স্থির করবে ।

কলকাতা, 20 নভেম্বর: ক'দিন আগে এই দাবি (Demand for Separate State) তুলেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । এ বার সেই পথে হেঁটে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Sakha)। সুদূর কোচবিহার থেকে শিলিগুড়ি, দার্জিলিং পাহাড় হয়ে জঙ্গলমহল বারবারই পৃথক রাজ্যের দাবি তুলেছেন বিজেপি বিধায়করা । প্রত্যেকেই নিজের মতো করে পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন । সৌমিত্র খাঁর পৃথক জঙ্গলমহলের দাবির পর, এ বার দাবি উঠল পৃথক রাঢ়বঙ্গ গঠনের ।

ভোট অংকের কথা ভেবে এই সমস্ত দাবি কার্যত সমর্থন করে যাচ্ছে বিজেপি । কার্যত সমর্থন এই কারণেই বলা হচ্ছে যে প্রকাশ্যে অন্তত বিজেপি এর বিরোধিতা করছে না । এক রাজ্য হলেও বিধায়ক ভেদে আলাদা রাজ্যের দাবি উসকে দিচ্ছেন বিজেপি নেতারা । আর এর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করছে না কেন্দ্রের শাসক দল ।

ঠিক কী বলেছেন অমরনাথ ? শনিবার বাঁকুড়ার মুড়াকাটায় জনসংযোগ কর্মসূচি ছিল বিজেপির । তাতে উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা । মঞ্চে দাঁড়িয়ে পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলেছেন তিনি । সেখানে তিনি বলেন, "পঞ্চায়েতের ঘণ্টা বেজে যাবে । পঞ্চায়েত ভোটের পর পরিবর্তন আসবেই । আমরা রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত । পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করলে অমিত শাহের কাছে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাব । তাই আপনারা সকলে ভোট দিন ।"

আরও পড়ুন: গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

অমরনাথের এই দাবি নিয়েই এখন শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে । তবে অমরনাথের এহেন দাবিকে তৃণমূল রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ 'পাগলের প্রলাপ' বলে চিহ্নিত করেছেন । তাঁর মতে, কোনও ইস্যুতে বলার সুযোগ না পেয়ে এ সব বলেছেন বিজেপি বিধায়ক । বাংলায় বিজেপির থাকার অধিকার আছে কি না, তা সাধারণ মানুষ স্থির করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.