ETV Bharat / state

Bengal BJP: ভোট-পরবর্তী হিংসা ইস্যুকে জিইয়ে রাখতে রাজ্যে আসছেন 12 কেন্দ্রীয় মন্ত্রী

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং বিজেপি (Bengal BJP) কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) । 18 অগস্ট থেকে রাজ্যে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
ভোট-পরবর্তী হিংসাকে জিইয়ে রাখতে রাজ্যে আসছেন 12 কেন্দ্রীয় মন্ত্রী
author img

By

Published : Aug 4, 2021, 8:11 PM IST

কলকাতা, 4 অগস্ট: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং আতঙ্কিত বিজেপি (Bengal BJP) কর্মীদের চাঙ্গা করতে এমাসে রাজ্যে ধাপে ধাপে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী । 18 অগস্ট থেকে রাজ্যজুড়ে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । এই কর্মসূচিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রী তিনটে দলে ভাগ হয়ে শহিদ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছবেন । এর পর অন্য কর্মসূচিতে আসবেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা (Union Ministers) ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে । তাঁর কথায়, "18 অগস্ট থেকে বাংলায় আমরা 4টি বিশেষ রাজনৈতিক যাত্রা কর্মসূচি করছি । তার জন্য বাংলায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । বিজেপির শহিদ পরিবারগুলির সঙ্গে আমরা দেখা করব । সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য । সব মিলিয়ে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী এই মাসেই রাজ্যে আসবেন ৷"

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করাই লক্ষ্য গেরুয়া শিবিরের । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া । অনেক বিজেপি কর্মী আবার তৃণমূলে যোগ দিয়েছেন । রাজ্যে ছত্রভঙ্গ অবস্থা বিজেপির । কিভাবে আবার বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো যায়, এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব । এই বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও 2 জন রাজ্যসভার সাংসদ । এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malaviya) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ । সেখানেই এই কর্মসূচি চূড়ান্ত হয় ।

গতকালই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে । কিন্তু আদালত এখনও রায়দান করেনি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ইস্যুকে গরম রাখতে চান । তাই এমাসের 18 তারিখ থেকে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে নির্বাচন পরবর্তী হিংসার বলি পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন । পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হবে ।

bjp meeting: 12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
দিল্লিতে বিজেপি সাংসদরা

আরও পড়ুন: ভূস্বর্গ থেকে 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার শ্রীনগর সফরে রাহুল গান্ধি

বিজেপি সূত্রে খবর, দলকে চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক নয়া কর্মসূচির রুটম্যাপ তৈরি করছে । 2024-এ দিল্লিতে গদি বাঁচাতে বাংলার 18টি আসন ধরে রাখাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ । তার জন্যই একাধিক কর্মসূচি নিতে চাইছে দল ।

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে ছেড়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলায় বিজেপি রথযাত্রা বের করার কর্মসূচিও নিয়েছিল । কিন্ত সেই কর্মসূচিতে প্রশাসন অনুমোদন দেয়নি । বিজেপির রাজনৈতিক যাত্রায় প্রশাসনের অনুমতি পাওয়া নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে । রাজ্য প্রশাসন কোভিডের কারণ দেখিয়ে এই কর্মসূচিতেও অনুমোদন দেবে না বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা, 4 অগস্ট: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং আতঙ্কিত বিজেপি (Bengal BJP) কর্মীদের চাঙ্গা করতে এমাসে রাজ্যে ধাপে ধাপে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী । 18 অগস্ট থেকে রাজ্যজুড়ে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । এই কর্মসূচিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রী তিনটে দলে ভাগ হয়ে শহিদ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছবেন । এর পর অন্য কর্মসূচিতে আসবেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা (Union Ministers) ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে । তাঁর কথায়, "18 অগস্ট থেকে বাংলায় আমরা 4টি বিশেষ রাজনৈতিক যাত্রা কর্মসূচি করছি । তার জন্য বাংলায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । বিজেপির শহিদ পরিবারগুলির সঙ্গে আমরা দেখা করব । সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য । সব মিলিয়ে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী এই মাসেই রাজ্যে আসবেন ৷"

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করাই লক্ষ্য গেরুয়া শিবিরের । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া । অনেক বিজেপি কর্মী আবার তৃণমূলে যোগ দিয়েছেন । রাজ্যে ছত্রভঙ্গ অবস্থা বিজেপির । কিভাবে আবার বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো যায়, এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব । এই বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও 2 জন রাজ্যসভার সাংসদ । এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malaviya) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ । সেখানেই এই কর্মসূচি চূড়ান্ত হয় ।

গতকালই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে । কিন্তু আদালত এখনও রায়দান করেনি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ইস্যুকে গরম রাখতে চান । তাই এমাসের 18 তারিখ থেকে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে নির্বাচন পরবর্তী হিংসার বলি পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন । পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হবে ।

bjp meeting: 12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
দিল্লিতে বিজেপি সাংসদরা

আরও পড়ুন: ভূস্বর্গ থেকে 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার শ্রীনগর সফরে রাহুল গান্ধি

বিজেপি সূত্রে খবর, দলকে চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক নয়া কর্মসূচির রুটম্যাপ তৈরি করছে । 2024-এ দিল্লিতে গদি বাঁচাতে বাংলার 18টি আসন ধরে রাখাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ । তার জন্যই একাধিক কর্মসূচি নিতে চাইছে দল ।

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে ছেড়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলায় বিজেপি রথযাত্রা বের করার কর্মসূচিও নিয়েছিল । কিন্ত সেই কর্মসূচিতে প্রশাসন অনুমোদন দেয়নি । বিজেপির রাজনৈতিক যাত্রায় প্রশাসনের অনুমতি পাওয়া নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে । রাজ্য প্রশাসন কোভিডের কারণ দেখিয়ে এই কর্মসূচিতেও অনুমোদন দেবে না বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.