ETV Bharat / state

Bengal BJP: ভোট-পরবর্তী হিংসা ইস্যুকে জিইয়ে রাখতে রাজ্যে আসছেন 12 কেন্দ্রীয় মন্ত্রী - post poll violence news

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং বিজেপি (Bengal BJP) কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) । 18 অগস্ট থেকে রাজ্যে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
ভোট-পরবর্তী হিংসাকে জিইয়ে রাখতে রাজ্যে আসছেন 12 কেন্দ্রীয় মন্ত্রী
author img

By

Published : Aug 4, 2021, 8:11 PM IST

কলকাতা, 4 অগস্ট: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং আতঙ্কিত বিজেপি (Bengal BJP) কর্মীদের চাঙ্গা করতে এমাসে রাজ্যে ধাপে ধাপে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী । 18 অগস্ট থেকে রাজ্যজুড়ে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । এই কর্মসূচিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রী তিনটে দলে ভাগ হয়ে শহিদ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছবেন । এর পর অন্য কর্মসূচিতে আসবেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা (Union Ministers) ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে । তাঁর কথায়, "18 অগস্ট থেকে বাংলায় আমরা 4টি বিশেষ রাজনৈতিক যাত্রা কর্মসূচি করছি । তার জন্য বাংলায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । বিজেপির শহিদ পরিবারগুলির সঙ্গে আমরা দেখা করব । সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য । সব মিলিয়ে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী এই মাসেই রাজ্যে আসবেন ৷"

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করাই লক্ষ্য গেরুয়া শিবিরের । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া । অনেক বিজেপি কর্মী আবার তৃণমূলে যোগ দিয়েছেন । রাজ্যে ছত্রভঙ্গ অবস্থা বিজেপির । কিভাবে আবার বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো যায়, এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব । এই বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও 2 জন রাজ্যসভার সাংসদ । এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malaviya) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ । সেখানেই এই কর্মসূচি চূড়ান্ত হয় ।

গতকালই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে । কিন্তু আদালত এখনও রায়দান করেনি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ইস্যুকে গরম রাখতে চান । তাই এমাসের 18 তারিখ থেকে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে নির্বাচন পরবর্তী হিংসার বলি পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন । পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হবে ।

bjp meeting: 12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
দিল্লিতে বিজেপি সাংসদরা

আরও পড়ুন: ভূস্বর্গ থেকে 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার শ্রীনগর সফরে রাহুল গান্ধি

বিজেপি সূত্রে খবর, দলকে চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক নয়া কর্মসূচির রুটম্যাপ তৈরি করছে । 2024-এ দিল্লিতে গদি বাঁচাতে বাংলার 18টি আসন ধরে রাখাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ । তার জন্যই একাধিক কর্মসূচি নিতে চাইছে দল ।

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে ছেড়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলায় বিজেপি রথযাত্রা বের করার কর্মসূচিও নিয়েছিল । কিন্ত সেই কর্মসূচিতে প্রশাসন অনুমোদন দেয়নি । বিজেপির রাজনৈতিক যাত্রায় প্রশাসনের অনুমতি পাওয়া নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে । রাজ্য প্রশাসন কোভিডের কারণ দেখিয়ে এই কর্মসূচিতেও অনুমোদন দেবে না বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা, 4 অগস্ট: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং আতঙ্কিত বিজেপি (Bengal BJP) কর্মীদের চাঙ্গা করতে এমাসে রাজ্যে ধাপে ধাপে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী । 18 অগস্ট থেকে রাজ্যজুড়ে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । এই কর্মসূচিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রী তিনটে দলে ভাগ হয়ে শহিদ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছবেন । এর পর অন্য কর্মসূচিতে আসবেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা (Union Ministers) ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে । তাঁর কথায়, "18 অগস্ট থেকে বাংলায় আমরা 4টি বিশেষ রাজনৈতিক যাত্রা কর্মসূচি করছি । তার জন্য বাংলায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । বিজেপির শহিদ পরিবারগুলির সঙ্গে আমরা দেখা করব । সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য । সব মিলিয়ে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী এই মাসেই রাজ্যে আসবেন ৷"

আরও পড়ুন: রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করাই লক্ষ্য গেরুয়া শিবিরের । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া । অনেক বিজেপি কর্মী আবার তৃণমূলে যোগ দিয়েছেন । রাজ্যে ছত্রভঙ্গ অবস্থা বিজেপির । কিভাবে আবার বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো যায়, এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব । এই বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও 2 জন রাজ্যসভার সাংসদ । এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malaviya) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ । সেখানেই এই কর্মসূচি চূড়ান্ত হয় ।

গতকালই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে । কিন্তু আদালত এখনও রায়দান করেনি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ইস্যুকে গরম রাখতে চান । তাই এমাসের 18 তারিখ থেকে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে নির্বাচন পরবর্তী হিংসার বলি পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন । পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হবে ।

bjp meeting: 12 Union ministers coming to bengal this month to keep the issue of post poll violence alive
দিল্লিতে বিজেপি সাংসদরা

আরও পড়ুন: ভূস্বর্গ থেকে 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার শ্রীনগর সফরে রাহুল গান্ধি

বিজেপি সূত্রে খবর, দলকে চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক নয়া কর্মসূচির রুটম্যাপ তৈরি করছে । 2024-এ দিল্লিতে গদি বাঁচাতে বাংলার 18টি আসন ধরে রাখাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ । তার জন্যই একাধিক কর্মসূচি নিতে চাইছে দল ।

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে ছেড়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলায় বিজেপি রথযাত্রা বের করার কর্মসূচিও নিয়েছিল । কিন্ত সেই কর্মসূচিতে প্রশাসন অনুমোদন দেয়নি । বিজেপির রাজনৈতিক যাত্রায় প্রশাসনের অনুমতি পাওয়া নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে । রাজ্য প্রশাসন কোভিডের কারণ দেখিয়ে এই কর্মসূচিতেও অনুমোদন দেবে না বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.