ETV Bharat / state

Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিজেপি মহিলা মোর্চার ধরনা

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই রাজ্য নির্বাচন অফিসের সামনে ধরনা বিজপি মহিলা মোর্চার ৷ মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে চলছে ধরনা ।

author img

By

Published : Jun 15, 2023, 7:14 PM IST

ETV Bharat
বিজেপি মহিলা মোর্চার ধরনা
কমিশনের সামনে বিজেপি মহিলা মোর্চার ধরনা

কলকাতা, 15 জুন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ ৷ তার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসলেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চা । রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে চলছে ধরনা ।

তাঁদের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের দ্বিচারিতা, মেরুদন্ডহীনতা, রাজ্য সরকারের গুন্ডামি, শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে মহিলা মোর্চার ধরনা দেয় নির্বাচন কমিশনের অফিসের সামনে । এদিনই বেলার দিকে বিজেপির আরেক প্রতিনিধি দল শান্তিপূর্ণ ধরনের বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনের সামনে ।

আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ বাকি আর মাত্র কয়েক ঘণ্টা । অথচ এখনো অনেক প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়ে উঠতে পারেননি ৷ তারমধ্যেই মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে । তা নিয়ে বিরোধীরা দফায় দফায় ডেপুটেশন জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন দফতরে ৷ এদিন নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনার কারণে সমস্যা সষ্টি হতে পারে ৷

আরও পড়ুন: 17 জুন কালীঘাটে তৃণমূলের নির্বাচনী বৈঠক, কৌশল ঠিক করতে বসছেন মমতা

গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট থেকে বাসে করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসেন নির্বাচন কমিশনের দফতরে ৷ যদিও আইন অনুযায়ী কমিশনে মনোনয়ন জমা দেওয়া যায় না ৷ তাই বিরোধীরা নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে কথা বলেন ৷

নির্বাচনের দিন ঘোষণার পর থেকে একাধিক বিষয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছিল ৷ নির্বাচনের দিন পিছনোর পাশাপাশি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন নিয়ে আদালতে যায় বিরোধীরা ৷ যদিও কলকাতা হাইকোর্টের নির্বাচনের দিনক্ষণ অপরিবর্তিতই রেখেছে ৷ অন্যদিকে মনোনয়নের সময়সীমা বাড়ানোর বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছিল হাইকোর্ট ৷ 7টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয় ৷

কমিশনের সামনে বিজেপি মহিলা মোর্চার ধরনা

কলকাতা, 15 জুন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ ৷ তার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসলেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চা । রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে চলছে ধরনা ।

তাঁদের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের দ্বিচারিতা, মেরুদন্ডহীনতা, রাজ্য সরকারের গুন্ডামি, শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে মহিলা মোর্চার ধরনা দেয় নির্বাচন কমিশনের অফিসের সামনে । এদিনই বেলার দিকে বিজেপির আরেক প্রতিনিধি দল শান্তিপূর্ণ ধরনের বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনের সামনে ।

আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ বাকি আর মাত্র কয়েক ঘণ্টা । অথচ এখনো অনেক প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়ে উঠতে পারেননি ৷ তারমধ্যেই মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে । তা নিয়ে বিরোধীরা দফায় দফায় ডেপুটেশন জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন দফতরে ৷ এদিন নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনার কারণে সমস্যা সষ্টি হতে পারে ৷

আরও পড়ুন: 17 জুন কালীঘাটে তৃণমূলের নির্বাচনী বৈঠক, কৌশল ঠিক করতে বসছেন মমতা

গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট থেকে বাসে করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসেন নির্বাচন কমিশনের দফতরে ৷ যদিও আইন অনুযায়ী কমিশনে মনোনয়ন জমা দেওয়া যায় না ৷ তাই বিরোধীরা নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে কথা বলেন ৷

নির্বাচনের দিন ঘোষণার পর থেকে একাধিক বিষয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছিল ৷ নির্বাচনের দিন পিছনোর পাশাপাশি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন নিয়ে আদালতে যায় বিরোধীরা ৷ যদিও কলকাতা হাইকোর্টের নির্বাচনের দিনক্ষণ অপরিবর্তিতই রেখেছে ৷ অন্যদিকে মনোনয়নের সময়সীমা বাড়ানোর বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছিল হাইকোর্ট ৷ 7টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.