ETV Bharat / state

BJP Mahila Morcha: দাম কমেছে রান্নার গ্যাসের, আলপনা দিয়ে উদযাপনে বিজেপির মহিলা মোর্চা - দাম কমেছে রান্নার গ্যাসের

রান্নার গ্যাসের দাম কমায় মহিলা মোর্চার বিশেষ কর্মসূচি ৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বাড়ির বারান্দা ও পার্টি অফিসের সামনে আলপনা দেবেন বিজেপি কর্মীরা ৷

Etv Bharat
অগ্নিমিত্রা পাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:37 AM IST

Updated : Sep 1, 2023, 9:39 AM IST

সাংবাদিক সন্মেলনে আসানসোলের বিধায়ক

কলকাতা, 1 সেপ্টম্বর: সদ্য কেন্দ্রীয় সরকার রান্নর গ্যাসের অনেকটাই দাম কমিয়েছে ৷ রাখির কথা মাথায় রেখে প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম 200 টাকা করে কমেছে। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে দাম কমেছে সিলিন্ডার প্রতি 400 টাকা ৷ তারপরই বিশেষ কর্মসূচি পালন করছে বিজেপির মহিলা মোর্চা ৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন বাড়ির বারান্দা ও দলীয় কার্যালয়ের সামনে আলপনা দেওয়া হবে বলে জানালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফল্গুনী পাত্র ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান তিনি ৷

ফল্গুনী জানান, মহিলাদের কথা চিন্তা করেই রান্নার গ্যাসের দাম কমেছে। আগামিদিনে বিনা খরচে উজ্জ্বলা যোজনায় আরও 75 লক্ষ নতুন গ্যাসের সংযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে দেওয়া হবে 9 লক্ষ নতুন সংযোগ। কাঠের উনুনে রান্না করতে গিয়ে বাংলার মেয়েদের সমস্যায় পড়তে হয় ৷ তাই প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের এই উপহার দিয়েছেন ৷

পাশাপাশি, সাংবাদিকদের আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা ঠিক নেই । উনি কখনও বলছেন মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন। আবার কখনও বলছেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। লিপস অ্যান্ড বাউন্ডের অফিসে ইডির হানার পর থেকেই ওঁর মানসিক অবস্থা ঠিক নেই ৷"

পাশাপাশি, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডির তলব প্রসঙ্গে তিনি বলেন "যে উনি যে ছাড় পাবেন তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি বিভাগে দুর্নীতি হয়েছে ৷ পৌরনিয়োগ দুর্নীতিতে কারও কাছে চিঠি গেলে তাঁকে জবাব দিতেই হবে । ভারতবর্ষে তাবড় নেতাদেরও জেল হয়েছে। আগামিদিনে আরও কাদের কাদের জেলে যেতে হবে কে জানে।"

আরও পড়ুন: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার

অন্য একটি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টিটাগড় ওয়ার্কশপে এবার বন্দে ভারত এক্সপ্রেসের যন্ত্রাংশ তৈরি হবে। দুর্গাপুর লোকোমেটিভ ওয়ার্কশপে তৈরি হবে বন্দে ভারতের নতুন রেক। এখানে 12টি এসি কামরা ও 12টি নন এসি কামরা তৈরি হবে । প্রধানমন্ত্রী গরীব মানুষের কথা ভেবেই এই ব্যবস্থা করেছেন। তাঁরাও যাতে এই অত্যাধুনিক ট্রেনে উঠতে পারেন তা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।

সাংবাদিক সন্মেলনে আসানসোলের বিধায়ক

কলকাতা, 1 সেপ্টম্বর: সদ্য কেন্দ্রীয় সরকার রান্নর গ্যাসের অনেকটাই দাম কমিয়েছে ৷ রাখির কথা মাথায় রেখে প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম 200 টাকা করে কমেছে। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে দাম কমেছে সিলিন্ডার প্রতি 400 টাকা ৷ তারপরই বিশেষ কর্মসূচি পালন করছে বিজেপির মহিলা মোর্চা ৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন বাড়ির বারান্দা ও দলীয় কার্যালয়ের সামনে আলপনা দেওয়া হবে বলে জানালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফল্গুনী পাত্র ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান তিনি ৷

ফল্গুনী জানান, মহিলাদের কথা চিন্তা করেই রান্নার গ্যাসের দাম কমেছে। আগামিদিনে বিনা খরচে উজ্জ্বলা যোজনায় আরও 75 লক্ষ নতুন গ্যাসের সংযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে দেওয়া হবে 9 লক্ষ নতুন সংযোগ। কাঠের উনুনে রান্না করতে গিয়ে বাংলার মেয়েদের সমস্যায় পড়তে হয় ৷ তাই প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের এই উপহার দিয়েছেন ৷

পাশাপাশি, সাংবাদিকদের আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা ঠিক নেই । উনি কখনও বলছেন মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন। আবার কখনও বলছেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। লিপস অ্যান্ড বাউন্ডের অফিসে ইডির হানার পর থেকেই ওঁর মানসিক অবস্থা ঠিক নেই ৷"

পাশাপাশি, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডির তলব প্রসঙ্গে তিনি বলেন "যে উনি যে ছাড় পাবেন তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি বিভাগে দুর্নীতি হয়েছে ৷ পৌরনিয়োগ দুর্নীতিতে কারও কাছে চিঠি গেলে তাঁকে জবাব দিতেই হবে । ভারতবর্ষে তাবড় নেতাদেরও জেল হয়েছে। আগামিদিনে আরও কাদের কাদের জেলে যেতে হবে কে জানে।"

আরও পড়ুন: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার

অন্য একটি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টিটাগড় ওয়ার্কশপে এবার বন্দে ভারত এক্সপ্রেসের যন্ত্রাংশ তৈরি হবে। দুর্গাপুর লোকোমেটিভ ওয়ার্কশপে তৈরি হবে বন্দে ভারতের নতুন রেক। এখানে 12টি এসি কামরা ও 12টি নন এসি কামরা তৈরি হবে । প্রধানমন্ত্রী গরীব মানুষের কথা ভেবেই এই ব্যবস্থা করেছেন। তাঁরাও যাতে এই অত্যাধুনিক ট্রেনে উঠতে পারেন তা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।

Last Updated : Sep 1, 2023, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.