ETV Bharat / state

জয় হিন্দ, জয় বাংলা বার্তা পেয়ে ধন্যবাদ জানালেন BJP নেতানেত্রীরা - jai shree raam

সারাদিন একের পর এক বার্তা আসছে । ফোন ভরে গেছে জয় হিন্দ, জয় বাংলার মেসেজে । এমনই জানালেন BJP-র নেতানেত্রীরা । তবে তাঁরা এটাও বুঝিয়ে দিলেন এতে তাঁরা এতটুকু বিরক্ত নন । বরং খুশি হয়েছেন । সকলকে ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় ও অন্যান্য নেতানেত্রীরা।

জয় হিন্দ, জয় বাংলা বার্তা পেয়ে ধন্যবাদ BJP নেতানেত্রীদের
author img

By

Published : Jun 5, 2019, 2:38 AM IST

Updated : Jun 5, 2019, 7:56 AM IST

কলকাতা, 5 জুন : দিনভর জয় হিন্দ, জয় বাংলার মেসেজ আসছে BJP নেতানেত্রীদের ফোনে। তবে এতে বিরক্ত নন তাঁরা। উলটে ধন্যবাদ জানিয়েছেন । মেসেজ পেয়ে অনেকে আবার গর্বিত বলেও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন । কী বলছেন তাঁরা ?

এই বিষয়ে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমার নম্বর সবার কাছে ছিল না । নম্বরটা ভাইরাল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ । পশ্চিমবঙ্গের মানুষ যোগাযোগ করার চেষ্টা করছে । তৃণমূল ভালো কাজই করেছে । বহু ফোন আসছে আমাদের কাছে । BJP-তে যোগ দেওয়ার জন্য অনেকে ফোন করছে । BJP-র কাছে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ ।" তৃণমূল যে জয় বাংলার স্লোগান তৈরি করেছে তা নিয়ে তিনি বলেন, "স্লোগান নিয়ে আপত্তির কী আছে ? জয় হিন্দ, জয় শ্রীরাম চলবে । আমরা তো মেনে নিয়েছি । ওদের অসুবিধা জয় শ্রীরাম বলতে । তাই জন্য লোকে সব জায়গায় ওদেরকে আওয়াজ দিচ্ছে । তৃণমূলের স্লোগানে আমাদের কোনও আপত্তি নেই । আমরা সব স্লোগান মানি । যার যেটা পছন্দ হয় নেবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "একজন ভারতবাসী ও একজন বাঙালি হিসাবে এই SMS পেয়ে আমি গর্বিত । আগামীদিনে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে পথ চলব। ভালো থাকুন । সুস্থ হয়ে উঠুন মুখ্যমন্ত্রী ।"

এই বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, "জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর SMS আসছে । যারা আমাকে জয়হিন্দ পাঠিয়েছেন তাঁদের জন্য আমি গর্বিত । জয় হিন্দ আমাদের অন্তরের ভাষা । আপনাদের অনুরোধ করছি আরও বেশি করে পাঠান । যে সমস্ত তৃণমূলের ভাইয়েরা এই সব মেসেজ পাঠাচ্ছেন, তাঁরা নিশ্চিন্তে পাঠান । আমি আপনাদের পুলিশ লাগিয়ে গ্রেপ্তার করব না । আর বাড়ির দরজা খুলে ধাওয়াও করব না ।"

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, "জয় হিন্দ, জয় বাংলা মেসেজ পাঠানোর জন্য ভারতীয় ও বাঙালি হিসেবে সমস্ত তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানাই । দিদিমণিকেও আমার শুভেচ্ছা জানাবেন । আর দিদিমণি যদি ভয় পান, তাহলে তিনবার একসঙ্গে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলবেন ।"

কলকাতা, 5 জুন : দিনভর জয় হিন্দ, জয় বাংলার মেসেজ আসছে BJP নেতানেত্রীদের ফোনে। তবে এতে বিরক্ত নন তাঁরা। উলটে ধন্যবাদ জানিয়েছেন । মেসেজ পেয়ে অনেকে আবার গর্বিত বলেও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন । কী বলছেন তাঁরা ?

এই বিষয়ে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমার নম্বর সবার কাছে ছিল না । নম্বরটা ভাইরাল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ । পশ্চিমবঙ্গের মানুষ যোগাযোগ করার চেষ্টা করছে । তৃণমূল ভালো কাজই করেছে । বহু ফোন আসছে আমাদের কাছে । BJP-তে যোগ দেওয়ার জন্য অনেকে ফোন করছে । BJP-র কাছে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ ।" তৃণমূল যে জয় বাংলার স্লোগান তৈরি করেছে তা নিয়ে তিনি বলেন, "স্লোগান নিয়ে আপত্তির কী আছে ? জয় হিন্দ, জয় শ্রীরাম চলবে । আমরা তো মেনে নিয়েছি । ওদের অসুবিধা জয় শ্রীরাম বলতে । তাই জন্য লোকে সব জায়গায় ওদেরকে আওয়াজ দিচ্ছে । তৃণমূলের স্লোগানে আমাদের কোনও আপত্তি নেই । আমরা সব স্লোগান মানি । যার যেটা পছন্দ হয় নেবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "একজন ভারতবাসী ও একজন বাঙালি হিসাবে এই SMS পেয়ে আমি গর্বিত । আগামীদিনে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে পথ চলব। ভালো থাকুন । সুস্থ হয়ে উঠুন মুখ্যমন্ত্রী ।"

এই বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, "জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর SMS আসছে । যারা আমাকে জয়হিন্দ পাঠিয়েছেন তাঁদের জন্য আমি গর্বিত । জয় হিন্দ আমাদের অন্তরের ভাষা । আপনাদের অনুরোধ করছি আরও বেশি করে পাঠান । যে সমস্ত তৃণমূলের ভাইয়েরা এই সব মেসেজ পাঠাচ্ছেন, তাঁরা নিশ্চিন্তে পাঠান । আমি আপনাদের পুলিশ লাগিয়ে গ্রেপ্তার করব না । আর বাড়ির দরজা খুলে ধাওয়াও করব না ।"

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, "জয় হিন্দ, জয় বাংলা মেসেজ পাঠানোর জন্য ভারতীয় ও বাঙালি হিসেবে সমস্ত তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানাই । দিদিমণিকেও আমার শুভেচ্ছা জানাবেন । আর দিদিমণি যদি ভয় পান, তাহলে তিনবার একসঙ্গে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলবেন ।"

Last Updated : Jun 5, 2019, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.