ETV Bharat / state

Governor of West Bengal: বাংলায় নতুন রাজ্যপাল, খুশি শুভেন্দু-দিলীপরা

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে ঘোযিত হয়েছে সিভি আনন্দ বোসের নাম (CV Ananda Bose) ৷ রাষ্ট্রপতি ভবনের এই সিদ্ধান্তে খুশি শুভেন্দু-দিলীপরা ৷

ETV Bharat
west bengal new governor
author img

By

Published : Nov 17, 2022, 10:07 PM IST

কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির সচিবালয় থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে (Governor of West Bengal) ৷ জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁর জায়গায় অস্থায়ীভাবে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন লা গনেশন ৷ তিনমাস পর রাজ্যে স্থায়ী রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন সিভি আনন্দ বোস (new Governor in Bengal) ৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন রাজ্যপালের এই নিয়োগকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি (BJP leaders reaction on appointment of new Governor) ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, "বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের নিয়োগকে আমি স্বাগত জানাচ্ছি ৷"

  • I heartily welcome the appointment of Dr. C V Ananda Bose; IAS (Retd.) as the Hon'ble Governor of West Bengal.
    An eminent Civil Servant, he accomplished great feats in his career. Before retirement he served as the Chief Secretary & Secretary to Government of India. pic.twitter.com/TF13XTlaFN

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস

প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও ৷ তিনি বলেন, "রাজ্যপাল হিসেবে ডঃ সিভি আনন্দ বোস খুব যোগ্য একজন ব্যক্তি । তিনি তাঁর কর্মজীবনে সমস্ত স্তরের কাজ করেছেন এবং খুব দক্ষ ভাবেই তিনি সবকটি দায়িত্ব পালন করেছেন । কেরালায় সমাজ এবং সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন । তাই স্বাভাবিকভাবে একজন যোগ্য ব্যক্তি রাজ্যপাল হিসেবে রাজ্যে আসছেন । যদিও তিনি নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে পশ্চিমবঙ্গে এখন যে ডামাডোল পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে উনি রাজ্যপাল হিসেবে আসাটা ইতিবাচক হবে বলেই আমার মনে হয় ।"

কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির সচিবালয় থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে (Governor of West Bengal) ৷ জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁর জায়গায় অস্থায়ীভাবে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন লা গনেশন ৷ তিনমাস পর রাজ্যে স্থায়ী রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন সিভি আনন্দ বোস (new Governor in Bengal) ৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন রাজ্যপালের এই নিয়োগকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি (BJP leaders reaction on appointment of new Governor) ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, "বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের নিয়োগকে আমি স্বাগত জানাচ্ছি ৷"

  • I heartily welcome the appointment of Dr. C V Ananda Bose; IAS (Retd.) as the Hon'ble Governor of West Bengal.
    An eminent Civil Servant, he accomplished great feats in his career. Before retirement he served as the Chief Secretary & Secretary to Government of India. pic.twitter.com/TF13XTlaFN

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস

প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও ৷ তিনি বলেন, "রাজ্যপাল হিসেবে ডঃ সিভি আনন্দ বোস খুব যোগ্য একজন ব্যক্তি । তিনি তাঁর কর্মজীবনে সমস্ত স্তরের কাজ করেছেন এবং খুব দক্ষ ভাবেই তিনি সবকটি দায়িত্ব পালন করেছেন । কেরালায় সমাজ এবং সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন । তাই স্বাভাবিকভাবে একজন যোগ্য ব্যক্তি রাজ্যপাল হিসেবে রাজ্যে আসছেন । যদিও তিনি নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে পশ্চিমবঙ্গে এখন যে ডামাডোল পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে উনি রাজ্যপাল হিসেবে আসাটা ইতিবাচক হবে বলেই আমার মনে হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.