ETV Bharat / state

BJP Meeting at Assembly: পরিষদীয় দলে ভাঙন ঠেকাতেই কি বিধানসভায় রুদ্ধদ্বার বৈঠক বিজেপির সতীশ ধন্ডের - জ্য সভাপতি সুকান্ত মজুমদার

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) যান বিজেপি নেতা সতীশ ধন্ড ৷ তিনি বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ৷ কেন এই বৈঠক, উঠছে প্রশ্ন ৷

BJP Meeting at Assembly
BJP Meeting at Assembly
author img

By

Published : Feb 16, 2023, 8:28 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: রাজ্য বিজেপির (BJP) দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও অতীতে কখনোই তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি । বৃহস্পতিবার বিজেপির সেই দায়িত্বপ্রাপ্ত নেতা সতীশ ধন্ড (BJP Leader Satish Dhond) বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন ।

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না এই রাজ্যের বিজেপির । একের পর এক নেতা তথা বিধায়ক এই অবস্থায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন । এই অবস্থায় বিধায়কদের সঙ্গে খোলামেলা আলোচনার উদ্দেশ্যেই এদিন বিধানসভায় তিনি এসেছিলেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর ৷

প্রসঙ্গত, বিজেপির এই দায়িত্বপ্রাপ্ত নেতা যতক্ষণ পর্যন্ত রাজ্য বিধানসভায় ছিলেন, ততক্ষণ পর্যন্ত বিজেপি পরিষদীয় দলের ঘরে কার্যত সাংবাদিকদের ছিল প্রবেশ নিষিদ্ধ । রুদ্ধদ্বার বৈঠকে কখনও দলের নেতাদের সঙ্গে ওয়ান টু ওয়ান, আবার কখনও মিলিতভাবে আলোচনা করেছেন তিনি বলে সূত্রের খবর ।

গত জুলাই মাসে রাজ্য বিজেপিতে দায়িত্ব গ্রহণ করে এলেও এতদিন কখনোই বিধানসভার অন্দরে তাঁকে দেখা যায়নি । দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও, আড়ালে থেকে নিজের কাজ করতে পছন্দ করেন সতীশ । তাহলে তিনি কেন এলেন, আপাতত সেই প্রশ্ন উঠছে ৷

গেরুয়া শিবির সূত্রে খবর, গতকাল কলকাতায় বিজেপির সাংগঠনিক নেতাদের একটা বৈঠক হয়েছে (BJP Organisational Meeting) । বৈঠক থেকে পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) নিয়ে আলোচনা হলেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর । এই বৈঠকে তিনি ছাড়াও হাজির ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়াও । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Bengal BJP Chief Sukanta Majumdar) ছিলেন সেখানে ।

তার পর আজ বিজেপি বিধায়কদের সঙ্গে সতীশ ধন্ডের রুদ্ধদ্বার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ । রাজনৈতিক মহলের বক্তব্য, একদিকে দলের ভাঙন যেমন ঠেকাতে চাইছে, বিজেপির সাংগঠনিক নেতারা । সঙ্গে বিজেপি চাইছে পঞ্চায়েত নির্বাচনেও যেন সঠিকভাবে দল লড়াই দিতে পারে ঘাসফুল শিবিরের সঙ্গে । পঞ্চায়েত ভোট যেন গত দুটো তিনটে ভোটের মতো যেন একপেশে না হয় ।

এদিন প্রায় দু'ঘণ্টা তিনি বিধানসভায় ছিলেন । তবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি । সূত্রের খবর, এই বৈঠকের মাঝেই তিনি বিজেপির তিন চার বিধায়কের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন । এঁদের মধ্যে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রয়েছেন ।

আরও পড়ুন: ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানে নৈতিক সমর্থন বিজেপির সুকান্তর

কলকাতা, 16 ফেব্রুয়ারি: রাজ্য বিজেপির (BJP) দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও অতীতে কখনোই তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি । বৃহস্পতিবার বিজেপির সেই দায়িত্বপ্রাপ্ত নেতা সতীশ ধন্ড (BJP Leader Satish Dhond) বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন ।

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না এই রাজ্যের বিজেপির । একের পর এক নেতা তথা বিধায়ক এই অবস্থায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন । এই অবস্থায় বিধায়কদের সঙ্গে খোলামেলা আলোচনার উদ্দেশ্যেই এদিন বিধানসভায় তিনি এসেছিলেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর ৷

প্রসঙ্গত, বিজেপির এই দায়িত্বপ্রাপ্ত নেতা যতক্ষণ পর্যন্ত রাজ্য বিধানসভায় ছিলেন, ততক্ষণ পর্যন্ত বিজেপি পরিষদীয় দলের ঘরে কার্যত সাংবাদিকদের ছিল প্রবেশ নিষিদ্ধ । রুদ্ধদ্বার বৈঠকে কখনও দলের নেতাদের সঙ্গে ওয়ান টু ওয়ান, আবার কখনও মিলিতভাবে আলোচনা করেছেন তিনি বলে সূত্রের খবর ।

গত জুলাই মাসে রাজ্য বিজেপিতে দায়িত্ব গ্রহণ করে এলেও এতদিন কখনোই বিধানসভার অন্দরে তাঁকে দেখা যায়নি । দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও, আড়ালে থেকে নিজের কাজ করতে পছন্দ করেন সতীশ । তাহলে তিনি কেন এলেন, আপাতত সেই প্রশ্ন উঠছে ৷

গেরুয়া শিবির সূত্রে খবর, গতকাল কলকাতায় বিজেপির সাংগঠনিক নেতাদের একটা বৈঠক হয়েছে (BJP Organisational Meeting) । বৈঠক থেকে পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) নিয়ে আলোচনা হলেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর । এই বৈঠকে তিনি ছাড়াও হাজির ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়াও । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Bengal BJP Chief Sukanta Majumdar) ছিলেন সেখানে ।

তার পর আজ বিজেপি বিধায়কদের সঙ্গে সতীশ ধন্ডের রুদ্ধদ্বার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ । রাজনৈতিক মহলের বক্তব্য, একদিকে দলের ভাঙন যেমন ঠেকাতে চাইছে, বিজেপির সাংগঠনিক নেতারা । সঙ্গে বিজেপি চাইছে পঞ্চায়েত নির্বাচনেও যেন সঠিকভাবে দল লড়াই দিতে পারে ঘাসফুল শিবিরের সঙ্গে । পঞ্চায়েত ভোট যেন গত দুটো তিনটে ভোটের মতো যেন একপেশে না হয় ।

এদিন প্রায় দু'ঘণ্টা তিনি বিধানসভায় ছিলেন । তবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি । সূত্রের খবর, এই বৈঠকের মাঝেই তিনি বিজেপির তিন চার বিধায়কের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন । এঁদের মধ্যে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রয়েছেন ।

আরও পড়ুন: ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানে নৈতিক সমর্থন বিজেপির সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.