ETV Bharat / state

BJP Ganga Arati: বিজেপির গঙ্গা আরতি নিয়ে রণক্ষেত্র বাবুঘাট, গ্রেফতার সজল ঘোষ - বিজেপির গঙ্গা আরতি

বিজেপির গঙ্গা আরতি (BJP Ganga Arati) নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট ৷ পুলিশের অনুমতি না মেলায় বিজেপি নেতাদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের ৷ গ্রেফতার করা হয় সজল ঘোষকে (Sajal Ghosh Arrested)৷

sajal ghosh etv bharat
গ্রেফতার সজল ঘোষ
author img

By

Published : Jan 10, 2023, 2:05 PM IST

Updated : Jan 10, 2023, 5:03 PM IST

বাবুঘাটে গ্রেফতার সজল ঘোষ

কলকাতা, 10 জানুয়ারি: মকর সংক্রান্তি উপলক্ষে বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির (BJP Ganga Arati) কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি ৷ তবে তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ । এই কর্মসূচি উপলক্ষে বাবুঘাটে বিজেপির তরফে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, মঙ্গলবার তা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh Arrested)৷ তখনই তাঁর সঙ্গে পুলিশের বচসা বাঁধে ৷ ঘটনাস্থলে গিয়ে বিশাল পুলিশ বাহিনী তাঁকে টেনে হিঁচড়ে মঞ্চের কাছ থেকে সরিয়ে নিয়ে যায় ৷ তিনি জোরজার করায় তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ । তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে । ইতিমধ্যেই মঞ্চ খোলার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ । কিছু আগেই পুরো মঞ্চটি খুলে নেওয়া হয়েছে ।

রাজ্য বিজেপির নমামি গঙ্গে শাখার উদ্যোগে আজ বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে যে গঙ্গা আরতি এবং গঙ্গা পুজন হওয়ার কথা ছিল তার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ । তবে ওই জায়গাটি যেহেতু সেনার দখলে, তাই সেনার তরফে অনুমতি দেওয়া সত্বেও পুলিশের তরফে অনুমতি মেলেনি । এরপরেই আজ বাবুঘাটে যান বিজেপি নেতা সজল ঘোষ । প্রথমটায় পুলিশ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি বলেন যে, পুলিশের বাধা উপেক্ষা করেই আজ পূর্ব নির্ধারিত সময়ে গঙ্গা আরতি হবে । এরপরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় সজল ঘোষের । তিনি অনড় থাকায় পুলিশ সজল ঘোষকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে লালবাজার নিয়ে যায় । পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদেরও ধস্তাধস্তি বেঁধে যায় । পুলিশ জানায় যে, এই কর্মসূচি করার অনুমতি নেই । তাই সজল ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । খুলে ফেলা হয়েছে বিজেপির পতাকা এবং ফেস্টুন ।

প্রসঙ্গত গঙ্গা আরতির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে কলকাতা পুলিশের তরফে বিজেপিকে চিঠি দিয়ে জানানো হয় গতকাল । পুলিশের তরফে জানানো হয় যে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যেই অসংখ্য পূণ্যার্থী এবং দর্শনার্থীদের সমাগম শুরু হয়েছে । আজ মকর সংক্রান্তি উপলক্ষে সেই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । তাই বাবুঘাটে বিজেপির গঙ্গা পুজোর আয়োজন করা হলে বাড়তি মানুষের ভিড় হতে পারে ৷ যার জেরে গঙ্গাসাগর উপলক্ষে আসা পূণ্যার্থীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন: 'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের

এর পাশাপাশি তুলে ধরা হয় জি-20-র কথাও ৷ বলা হয়, শহরে জি-20 শীর্ষ সম্মেলন রয়েছে । তাই এই দুটি অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে বাড়তি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে কাজে লাগানো হয়েছে । চিঠিতে আরও বলা হয়েছে যে, মূলত শহরে এই দুটি অনুষ্ঠান চলছে । তাই গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর বিজেপির গঙ্গা পুজো আয়োজন করার অনুমতি চেয়ে পুনরায় আবেদন করার কথা বলা হয়েছে । তাই আজ কলকাতা পুলিশের তরফে বিজেপির নমামি গঙ্গের আবেদন খারিজ করা হয় ।

এ প্রসঙ্গে গতকালই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, "বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি করার কথা ছিল । সেখানে পুলিশ অনুমতি দিল না । কলকাতা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলি করছে । এদের উদ্দেশ্য হচ্ছে, হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে এ ভাবে বাধা দেওয়া চেষ্টা করা । তবে আমি কাল ওখানে উপস্থিত থেকে গঙ্গা আরতি করব । পুলিশও তার মতো চেষ্টা করবে । অবশ্যই কালকের এই কর্মসূচি হবে এবং আমি নিজেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ।"

বাবুঘাটে গ্রেফতার সজল ঘোষ

কলকাতা, 10 জানুয়ারি: মকর সংক্রান্তি উপলক্ষে বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির (BJP Ganga Arati) কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি ৷ তবে তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ । এই কর্মসূচি উপলক্ষে বাবুঘাটে বিজেপির তরফে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, মঙ্গলবার তা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh Arrested)৷ তখনই তাঁর সঙ্গে পুলিশের বচসা বাঁধে ৷ ঘটনাস্থলে গিয়ে বিশাল পুলিশ বাহিনী তাঁকে টেনে হিঁচড়ে মঞ্চের কাছ থেকে সরিয়ে নিয়ে যায় ৷ তিনি জোরজার করায় তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ । তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে । ইতিমধ্যেই মঞ্চ খোলার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ । কিছু আগেই পুরো মঞ্চটি খুলে নেওয়া হয়েছে ।

রাজ্য বিজেপির নমামি গঙ্গে শাখার উদ্যোগে আজ বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে যে গঙ্গা আরতি এবং গঙ্গা পুজন হওয়ার কথা ছিল তার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ । তবে ওই জায়গাটি যেহেতু সেনার দখলে, তাই সেনার তরফে অনুমতি দেওয়া সত্বেও পুলিশের তরফে অনুমতি মেলেনি । এরপরেই আজ বাবুঘাটে যান বিজেপি নেতা সজল ঘোষ । প্রথমটায় পুলিশ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি বলেন যে, পুলিশের বাধা উপেক্ষা করেই আজ পূর্ব নির্ধারিত সময়ে গঙ্গা আরতি হবে । এরপরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় সজল ঘোষের । তিনি অনড় থাকায় পুলিশ সজল ঘোষকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে লালবাজার নিয়ে যায় । পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদেরও ধস্তাধস্তি বেঁধে যায় । পুলিশ জানায় যে, এই কর্মসূচি করার অনুমতি নেই । তাই সজল ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । খুলে ফেলা হয়েছে বিজেপির পতাকা এবং ফেস্টুন ।

প্রসঙ্গত গঙ্গা আরতির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে কলকাতা পুলিশের তরফে বিজেপিকে চিঠি দিয়ে জানানো হয় গতকাল । পুলিশের তরফে জানানো হয় যে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যেই অসংখ্য পূণ্যার্থী এবং দর্শনার্থীদের সমাগম শুরু হয়েছে । আজ মকর সংক্রান্তি উপলক্ষে সেই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । তাই বাবুঘাটে বিজেপির গঙ্গা পুজোর আয়োজন করা হলে বাড়তি মানুষের ভিড় হতে পারে ৷ যার জেরে গঙ্গাসাগর উপলক্ষে আসা পূণ্যার্থীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন: 'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের

এর পাশাপাশি তুলে ধরা হয় জি-20-র কথাও ৷ বলা হয়, শহরে জি-20 শীর্ষ সম্মেলন রয়েছে । তাই এই দুটি অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে বাড়তি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে কাজে লাগানো হয়েছে । চিঠিতে আরও বলা হয়েছে যে, মূলত শহরে এই দুটি অনুষ্ঠান চলছে । তাই গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর বিজেপির গঙ্গা পুজো আয়োজন করার অনুমতি চেয়ে পুনরায় আবেদন করার কথা বলা হয়েছে । তাই আজ কলকাতা পুলিশের তরফে বিজেপির নমামি গঙ্গের আবেদন খারিজ করা হয় ।

এ প্রসঙ্গে গতকালই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, "বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি করার কথা ছিল । সেখানে পুলিশ অনুমতি দিল না । কলকাতা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলি করছে । এদের উদ্দেশ্য হচ্ছে, হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে এ ভাবে বাধা দেওয়া চেষ্টা করা । তবে আমি কাল ওখানে উপস্থিত থেকে গঙ্গা আরতি করব । পুলিশও তার মতো চেষ্টা করবে । অবশ্যই কালকের এই কর্মসূচি হবে এবং আমি নিজেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ।"

Last Updated : Jan 10, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.