ETV Bharat / state

Joy Banerjee : বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়, বাংলায় বিজেপির বিপর্যয়ে দায়ী বিজয়বর্গীয়-মেনন-শিব প্রকাশ - পশ্চিমবঙ্গে বিজেপির হার

এতদিন পরে মুখ খুললেন তিনি বা আরও পরিষ্কার করে বললে, একের পর এক বিস্ফোরক কথা বললেন ৷ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বাংলায় তাঁর দলের হারের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কড়া সমালোচনা করলেন ৷ দিলীপ ঘোষকে এগিয়ে আসার আহ্বান জানালেন ৷

জয় বন্দ্যোপাধ্যায়
জয় বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 27, 2021, 2:15 PM IST

কলকাতা, 27 অগস্ট : বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের জন্য তিনি বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির তিন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Bijoy Borgi), অরবিন্দ মেনন (Arvind Menon) ও শিব প্রকাশকে (Shiv Prakash) দায়ী করে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷

তাঁর অভিযোগ, তিনি 2014 সাল থেকে বিজেপি-র একনিষ্ঠ সৈনিক হওয়া সত্ত্বেও তাঁকে গত সোম, মঙ্গল, বুধবারের বৈঠকে ডাকা হয়নি ৷ সেখানে জেলা ও শীর্ষ স্তরের নেতারা আলোচনায় ছিলেন ৷ ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার হওয়া সত্ত্বেও তিনি কোনও মিটিংয়ে ডাক পান না ৷ তাঁর দাবি, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ার অনেক জায়গায় কেউ বিজেপির পতাকা লাগাতে সাহস পেত না, কিন্তু তিনি সেখানে গিয়ে পতাকা লাগিয়েছেন ৷ গ্রামে গ্রামে ঘুরে বিজেপির প্রচার করেছেন, মানুষকে চিনিয়েছেন ৷

আরও পডু়ন : Dilip Ghosh : আমরা আপাতত উপনির্বাচন চাইছি না : দিলীপ ঘোষ

বিজেপির বহিরাগত নেতাদের কটাক্ষ করে জয় বলেন, "এ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, মান, মর্যাদা একটা আলাদা জিনিস ৷ যে বোঝবার, সে বোঝে ৷ বাংলা এলে, দেখলে, জয় করলে, এরকম বাংলায় হবে না ৷" ভোটের সময় তিনি শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করেছিলেন, বাংলায় প্রচারে যাঁরা যাচ্ছেন, তাঁরা বাংলার সেন্টিমেন্ট বোঝে তো ? তিনি বলেন, "বাংলা, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রদেশের থেকে আলাদা ৷ বাংলাকে বোঝা একটু শক্ত ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জয় প্রসঙ্গে তিনি জানান, ফাইভ স্টার হোটেল ছেড়ে পিসি-ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে গ্রামে ঘুরেছেন ৷ তাঁর কথায়, "উঠোনের বাংলা, রান্নাঘরের বাংলায় বক্তৃতা করে মানুষের মন জয় করেছেন ৷" তিনি বুঝতে পেরেছিলেন খেলা হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তিনি বোঝাতে পারছিলেন না ৷ তিনি বলেন, "উচ্চ নেতৃত্বকে এখানকার নেতৃত্ব অন্য কথা বোঝাচ্ছিল ৷ 8 দফার মধ্যে ষষ্ঠ দফার নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন অজুহাতে আমাদের আসতে বারণ করে দিয়েছিল ৷ ওরা বুঝতে পেরে গিয়েছিল যে খেলা হাতের বাইরে চলে গিয়েছে ৷"

বাংলায় বিজেপির হারের জন্য দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের

এই হার প্রসঙ্গে তিনি 3 জন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Bijoy Borgi), অরবিন্দ মেনন (Arvind Menon) ও শিব প্রকাশের (Shiv Prakash) নাম উল্লেখ করেন ৷ কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে তাঁর অভিযোগ, বাংলায় অনেক কিছু করেছেন ৷ বহু কিছু শেখার চেষ্টা করলেও বাংলাটাই শেখেননি ৷ তিনি বলেন, "7 বছরে বাংলা শিখে সুন্দর মিষ্টি আধো আধো কথায় বাংলার মন জয় করা যেত ৷ সেটা করেননি ৷ এখন উনি আউট অফ বেঙ্গল ৷" অরবিন্দ মেনন প্রসঙ্গে জয় বলেন, "কৈলাশ বিজয়বর্গীয়র সুযোগ্য শিষ্য অনেক বড় বড় কথা বলেছেন ৷"

শিব প্রকাশের সমালোচনা করে তিনি বলেন, "নির্বাচনের আগে অসুস্থ অবস্থায় আমি শিব প্রকাশের সঙ্গে দেখা করতে গিয়েছলাম ৷ তিনি তখন আমাকে বলেন 'শো যাও' ৷ এখন আমি যদি বলি আপনি পার্টিটাকে শুইয়ে দিলেন ৷ আপনার দোষ ৷" শিব প্রকাশের প্রতি তাঁর বার্তা, "যোগ্য জায়গায় যোগ্য লোককে বসান ৷ কাছের লোককে ছেড়ে কাজের লোককে বসান ৷ চামচাদের ছেড়ে ভাল লোকদের বসান ৷ যাঁরা নিজের সম্পত্তি বাড়াতে নয়, পার্টিটাকে ভালোবাসে, তেমন লোককে খুঁজে যোগ্য পদে বসাতে হবে ৷ তবেই আজকের পিছিয়ে পড়া বিজেপি উঠতে পারবে ৷"

আরও পড়ুন : Bjp West Bengal : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে প্রচারে রাজ্য বিজেপি

তবে দিলীপ ঘোষের প্রতি তাঁর ভরসা রয়েছে ৷ তিনি জানান, দিলীপবাবুর মনেও অনেক ক্ষোভ রয়েছে ৷ তিনি যা চাইছেন, তা হচ্ছে না ৷ রাজ্য সভাপতির প্রতি তাঁর বার্তা, "আপনি বাঘের বাচ্চা ৷ আপনি বাংলাকে চেনেন, বাংলার মানুষ, বাংলার দামাল ছেলে ৷ আপনি যে ভাবে চাইছেন বাংলাকে নিয়ে যেতে, সেই ভাবে কাজ করুন ৷ বিজেপিকে ফিরিয়ে আনতে হবে ৷ সেইজন্য আপনাকে দরকার ৷"

কলকাতা, 27 অগস্ট : বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের জন্য তিনি বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির তিন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Bijoy Borgi), অরবিন্দ মেনন (Arvind Menon) ও শিব প্রকাশকে (Shiv Prakash) দায়ী করে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷

তাঁর অভিযোগ, তিনি 2014 সাল থেকে বিজেপি-র একনিষ্ঠ সৈনিক হওয়া সত্ত্বেও তাঁকে গত সোম, মঙ্গল, বুধবারের বৈঠকে ডাকা হয়নি ৷ সেখানে জেলা ও শীর্ষ স্তরের নেতারা আলোচনায় ছিলেন ৷ ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার হওয়া সত্ত্বেও তিনি কোনও মিটিংয়ে ডাক পান না ৷ তাঁর দাবি, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ার অনেক জায়গায় কেউ বিজেপির পতাকা লাগাতে সাহস পেত না, কিন্তু তিনি সেখানে গিয়ে পতাকা লাগিয়েছেন ৷ গ্রামে গ্রামে ঘুরে বিজেপির প্রচার করেছেন, মানুষকে চিনিয়েছেন ৷

আরও পডু়ন : Dilip Ghosh : আমরা আপাতত উপনির্বাচন চাইছি না : দিলীপ ঘোষ

বিজেপির বহিরাগত নেতাদের কটাক্ষ করে জয় বলেন, "এ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, মান, মর্যাদা একটা আলাদা জিনিস ৷ যে বোঝবার, সে বোঝে ৷ বাংলা এলে, দেখলে, জয় করলে, এরকম বাংলায় হবে না ৷" ভোটের সময় তিনি শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করেছিলেন, বাংলায় প্রচারে যাঁরা যাচ্ছেন, তাঁরা বাংলার সেন্টিমেন্ট বোঝে তো ? তিনি বলেন, "বাংলা, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রদেশের থেকে আলাদা ৷ বাংলাকে বোঝা একটু শক্ত ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জয় প্রসঙ্গে তিনি জানান, ফাইভ স্টার হোটেল ছেড়ে পিসি-ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে গ্রামে ঘুরেছেন ৷ তাঁর কথায়, "উঠোনের বাংলা, রান্নাঘরের বাংলায় বক্তৃতা করে মানুষের মন জয় করেছেন ৷" তিনি বুঝতে পেরেছিলেন খেলা হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তিনি বোঝাতে পারছিলেন না ৷ তিনি বলেন, "উচ্চ নেতৃত্বকে এখানকার নেতৃত্ব অন্য কথা বোঝাচ্ছিল ৷ 8 দফার মধ্যে ষষ্ঠ দফার নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন অজুহাতে আমাদের আসতে বারণ করে দিয়েছিল ৷ ওরা বুঝতে পেরে গিয়েছিল যে খেলা হাতের বাইরে চলে গিয়েছে ৷"

বাংলায় বিজেপির হারের জন্য দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের

এই হার প্রসঙ্গে তিনি 3 জন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Bijoy Borgi), অরবিন্দ মেনন (Arvind Menon) ও শিব প্রকাশের (Shiv Prakash) নাম উল্লেখ করেন ৷ কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে তাঁর অভিযোগ, বাংলায় অনেক কিছু করেছেন ৷ বহু কিছু শেখার চেষ্টা করলেও বাংলাটাই শেখেননি ৷ তিনি বলেন, "7 বছরে বাংলা শিখে সুন্দর মিষ্টি আধো আধো কথায় বাংলার মন জয় করা যেত ৷ সেটা করেননি ৷ এখন উনি আউট অফ বেঙ্গল ৷" অরবিন্দ মেনন প্রসঙ্গে জয় বলেন, "কৈলাশ বিজয়বর্গীয়র সুযোগ্য শিষ্য অনেক বড় বড় কথা বলেছেন ৷"

শিব প্রকাশের সমালোচনা করে তিনি বলেন, "নির্বাচনের আগে অসুস্থ অবস্থায় আমি শিব প্রকাশের সঙ্গে দেখা করতে গিয়েছলাম ৷ তিনি তখন আমাকে বলেন 'শো যাও' ৷ এখন আমি যদি বলি আপনি পার্টিটাকে শুইয়ে দিলেন ৷ আপনার দোষ ৷" শিব প্রকাশের প্রতি তাঁর বার্তা, "যোগ্য জায়গায় যোগ্য লোককে বসান ৷ কাছের লোককে ছেড়ে কাজের লোককে বসান ৷ চামচাদের ছেড়ে ভাল লোকদের বসান ৷ যাঁরা নিজের সম্পত্তি বাড়াতে নয়, পার্টিটাকে ভালোবাসে, তেমন লোককে খুঁজে যোগ্য পদে বসাতে হবে ৷ তবেই আজকের পিছিয়ে পড়া বিজেপি উঠতে পারবে ৷"

আরও পড়ুন : Bjp West Bengal : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে প্রচারে রাজ্য বিজেপি

তবে দিলীপ ঘোষের প্রতি তাঁর ভরসা রয়েছে ৷ তিনি জানান, দিলীপবাবুর মনেও অনেক ক্ষোভ রয়েছে ৷ তিনি যা চাইছেন, তা হচ্ছে না ৷ রাজ্য সভাপতির প্রতি তাঁর বার্তা, "আপনি বাঘের বাচ্চা ৷ আপনি বাংলাকে চেনেন, বাংলার মানুষ, বাংলার দামাল ছেলে ৷ আপনি যে ভাবে চাইছেন বাংলাকে নিয়ে যেতে, সেই ভাবে কাজ করুন ৷ বিজেপিকে ফিরিয়ে আনতে হবে ৷ সেইজন্য আপনাকে দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.