ETV Bharat / state

রাস্তায় হনুমান চালিশা পাঠে বাধা, কাঠগড়ায় পুলিশ

আজ BJP কর্মীদের মধ্যে হনুমান চালিশা বিতরণ করেন হাওড়ার BJP যুব মোর্চার নেত্রী ইশরাত জাহান । তাঁর উপস্থিতিতেই আজ হাওড়া AC মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । সেইসময় পুলিশ না কি হনুমান চালিশা পাঠে বাধা দেয় ।

ইশরাত জাহান
author img

By

Published : Jul 16, 2019, 11:00 PM IST

Updated : Jul 16, 2019, 11:20 PM IST

হাওড়া, 16 জুলাই : রাস্তায় হনুমান চালিশা পাঠে বাধা দিয়ে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । হাওড়ার ডবসন রোডের ঘটনা ।

আজ BJP কর্মীদের মধ্যে হনুমান চালিশা বিতরণ করেন হাওড়ার BJP যুব মোর্চার নেত্রী ইশরাত জাহান । তাঁর উপস্থিতিতেই আজ হাওড়া AC মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । সেইসময় পুলিশ না কি হনুমান চালিশা পাঠে বাধা দেয় । গার্ডরেল দিয়ে রাস্তাকে দু'ভাগ করা হয় পুলিশের তরফে । রাস্তার একদিকে বসে না কি BJP কর্মীদের হনুমান চালিশা পাঠ করতে বলেন পুলিশ কর্মীরা । এনিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় BJP কর্মীদের । এরপরই পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ ।

মারধর করছে পুলিশ

ইশরাত জাহান বলেন, " রাস্তায় বসে10 মিনিট হনুমান চালিশা পাঠ করতে আপত্তি কোথায় ? হিন্দুদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন ।"

BJP-র রাজ্য নেতা উমেশ রায় বলেন, "ডবসন রোড যেমন গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক তেমনি পিলখানার GT রোডও একই গুরুত্বপূর্ণ রাস্তা । সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোক ধর্মাচারণ করে । তাদের আটকানোর ক্ষমতা আছে পুলিশের ?"

হাওড়া, 16 জুলাই : রাস্তায় হনুমান চালিশা পাঠে বাধা দিয়ে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । হাওড়ার ডবসন রোডের ঘটনা ।

আজ BJP কর্মীদের মধ্যে হনুমান চালিশা বিতরণ করেন হাওড়ার BJP যুব মোর্চার নেত্রী ইশরাত জাহান । তাঁর উপস্থিতিতেই আজ হাওড়া AC মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । সেইসময় পুলিশ না কি হনুমান চালিশা পাঠে বাধা দেয় । গার্ডরেল দিয়ে রাস্তাকে দু'ভাগ করা হয় পুলিশের তরফে । রাস্তার একদিকে বসে না কি BJP কর্মীদের হনুমান চালিশা পাঠ করতে বলেন পুলিশ কর্মীরা । এনিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় BJP কর্মীদের । এরপরই পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ ।

মারধর করছে পুলিশ

ইশরাত জাহান বলেন, " রাস্তায় বসে10 মিনিট হনুমান চালিশা পাঠ করতে আপত্তি কোথায় ? হিন্দুদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন ।"

BJP-র রাজ্য নেতা উমেশ রায় বলেন, "ডবসন রোড যেমন গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক তেমনি পিলখানার GT রোডও একই গুরুত্বপূর্ণ রাস্তা । সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোক ধর্মাচারণ করে । তাদের আটকানোর ক্ষমতা আছে পুলিশের ?"

Intro:নিজের হাতে হনুমান চল্লিশার বই উপস্থিত ভক্তদের মধ্যে আজ বিলি করলেন ইশরাত জাহান। ধর্মে মুসলিম হলেও আজ মঙ্গল বার হাওড়ার ডবসন রোডে হনুমান মন্দিরের সামনে রাস্তায় বসে হনুমান চল্লিশা পড়লেন বিজেপির যুব মোর্চার এই নেত্রী। তার উপস্থিতিতে ছিল সর্ব ধর্ম সম্প্রতি ও সৌহার্দ্য এর বার্তা। তার উপস্থিতি তেই আজ মঙ্গল বার হাওড়া এসি মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চল্লিশার পাঠ শুরু করার কথা ছিল জমায়েত হওয়া মানুষের। কিন্তু তার আগেই পুলিশ গোটা রাস্তা জুড়ে হনুমান চল্লিশা পাঠ করতে দিতে আপত্তি জানায়। পুলিশের তরফ থেকে রাস্তার মাঝে গার্ড রেল দিয়ে দু ভাগ করে দেওয়া হয়। রাস্তার একদিকে বসে হনুমান চল্লিশা পাঠ করতে বলে। এতে উপস্থিত বিজেপি সমর্থিত হনুমান ভক্তরা উত্তেজিত হয়ে ওঠে। পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েকজন কে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে। বিজেপির দাবি এই ঘটনা প্রমান করে হিন্দুদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন। উপস্থিত বিজেপির রাজ্য নেতা উমেশ রাই বলেন ডবসন রোড যেমন গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক তেমনি পিলখানার জিটি রোড একই গুরুত্বপূর্ণ রাস্তা। যদি পুলিশ প্রশাসনের সাহস থাকে তাহলে আগামী শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া বন্ধ করে দেখাক। তিনি পুলিশ প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ করেন।Body:ভConclusion:
Last Updated : Jul 16, 2019, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.