ETV Bharat / state

Calcutta High Court: রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিল, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

author img

By

Published : Jan 23, 2023, 10:19 AM IST

Updated : Jan 23, 2023, 11:31 AM IST

রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকা খরচের হিসাবে গরমিল ৷ সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ৷

Calcutta High Court
প্রতীকী ছবি

কলকাতা, 23 জানুয়ারি: রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসেবে গরমিল । কেন্দ্র থেকে পাওয়া এই টাকার সঠিক হিসেব নেই । পৌর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসেবে গরমিলের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা । সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ।

মামলাকারীর অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই 2.29 লক্ষ কোটি খরচের । জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় । মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা আছে । 2021 সালের ক্যাগ(CAG) রিপোর্টে যেটা পাওয়া গিয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে এই অর্থ খরচের কোনও ইউটিলাইশেন সার্টিফিকেট নেই । অর্থাৎ কোথায় কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তার তথ্য নেই । এই রিপোর্টকে হাতিয়ার করেই মামলা দায়ের হয়েছে ।

আরও পড়ুন: কলোজিয়াম নিয়ে দ্বন্দ্বের মাঝেই মোদির মুখে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশংসা

উল্লেখ্য কিছুদিন আগে কেন্দ্রের আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগে বিরোধী দল সরব হয়েছিল । আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে । রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আবাস যোজনার টাকা শাসক দল নিজেদের পছন্দের ব্যাক্তিদের পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ ওঠে ।

এই প্রথম নয়, এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না বলে দাবি করেছে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন । এবার হিসেবের গড়মিল নিয়ে দায়ের হল মামলা । আদালত সূত্রে খবর, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

কলকাতা, 23 জানুয়ারি: রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসেবে গরমিল । কেন্দ্র থেকে পাওয়া এই টাকার সঠিক হিসেব নেই । পৌর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসেবে গরমিলের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা । সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ।

মামলাকারীর অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই 2.29 লক্ষ কোটি খরচের । জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় । মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা আছে । 2021 সালের ক্যাগ(CAG) রিপোর্টে যেটা পাওয়া গিয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে এই অর্থ খরচের কোনও ইউটিলাইশেন সার্টিফিকেট নেই । অর্থাৎ কোথায় কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তার তথ্য নেই । এই রিপোর্টকে হাতিয়ার করেই মামলা দায়ের হয়েছে ।

আরও পড়ুন: কলোজিয়াম নিয়ে দ্বন্দ্বের মাঝেই মোদির মুখে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশংসা

উল্লেখ্য কিছুদিন আগে কেন্দ্রের আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগে বিরোধী দল সরব হয়েছিল । আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে । রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আবাস যোজনার টাকা শাসক দল নিজেদের পছন্দের ব্যাক্তিদের পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ ওঠে ।

এই প্রথম নয়, এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না বলে দাবি করেছে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন । এবার হিসেবের গড়মিল নিয়ে দায়ের হল মামলা । আদালত সূত্রে খবর, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

Last Updated : Jan 23, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.