দুর্গানগর, 22 অগাস্ট : দুর্গানগরের একটি ক্লাবের সামনে দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সঙ্গে BJP নেতা-কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা দীপক বোস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় BJP-র এক মহিলা কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছেন ।
আগামীকাল দিলীপ ঘোষের চা-চক্র কর্মসূচি রয়েছে দুর্গানগরের ওই ক্লাবের সামনে। সেই উপলক্ষে মঞ্চটি তৈরি করছিলেন BJP কর্মীরা। অভিযোগ, সেই সময় দীপক বোস ও তাঁর অনুগামীরা এসে মঞ্চ ভাঙতে শুরু করে। ছিঁড়ে দেওয়া হয় অনুষ্ঠানের ব্যানার । BJP কর্মীরা তার প্রতিবাদ করলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্তরা ৷ তাদের মারধর করা হয় বলেও অভিযোগ BJP-র ৷
এরপরই ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।