ETV Bharat / state

Babul Supriyo : নাড্ডার সঙ্গে বৈঠক, বিজেপিতেই থাকার ইঙ্গিত বাবুলের

গতকাল রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ তারপর থেকে জল্পনা চলছে রাজনৈতিক মহলে ৷ এর পর রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি ৷ সূত্রের খবর, অমিত শাহের সঙ্গেও কথা হয়েছে তাঁর ৷

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Aug 1, 2021, 11:50 AM IST

Updated : Aug 1, 2021, 11:57 AM IST

কলকাতা, 1 অগস্ট : "সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি ৷" গভীর রাতে নতুন পোস্টে লিখলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ গতকাল তিনি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন ৷ তার পর থেকেই কার্যত ঝড় উঠেছে রাজনৈতিক মহলে, এমনকি বিজেপির অন্দরেও ৷ এর পর রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক হয় বিজেপি নেতা বাবুলের । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও কাল রাতে ফোনে কথা হয়েছে অভিমানী বিজেপি নেতার । বৈঠকের পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ তবে তাঁর আগে ফেসবুকে দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেন তিনি ।

গতকাল রাজনীতিকে বিদায় জানানো নিয়ে নিজের ফেসবুক পেজে একটি আগাগোড়া আবেগী পোস্ট দেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ সেই পোস্টের প্রথম লাইনে লেখা "চললাম", পরের লাইনে আরও ভাবাবেগে "আলবিদা" (Alvida) ৷ অন্য কোনও দল তাঁকে ডাকেনি, অন্য কোনও দলেও যাচ্ছেন না, এটা "কনফার্ম" করেন ওই পোস্টে ৷ শেষে ফের লেখেন "চললাম" ৷

স্বভাবত, এই পোস্টকে কেন্দ্র করে বিরোধী দলের নেতারা বাবুলকে কটাক্ষ করতে শুরু করেন ৷ অনেকেই তাঁর একুশের নির্বাচনে হেরে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি অন্দরে তাঁর গুরুত্ব কমে যাওয়ার কথা তোলেন ৷

কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র

বাবুল সুপ্রিয় আগে বলতেন, কহো না পেয়ার হ্যায় ৷ মানুষ বলেছে, না বলব না ৷ এখন গাইছে, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম ৷ দু'দিন বাদে বলবে তবু মনে রেখো ৷ তাই এগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : শীর্ষ নেতৃত্ব থেকে গুরুত্ব না পেয়েই কি এই সিদ্ধান্ত বাবুলের !

সুজন চক্রবর্তী, বাম নেতা

উনি কোন আশায়, কোন পদের জন্য এসেছিলেন তা জানি না ৷ তবে পদ বা ক্ষমতার লোভে এলে হতাশ হওয়ার কারণ তো রয়েছেই ৷

দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি

তিনি কি ইস্তফা দিয়েছেন ? আপনারা খবর করুন ৷ মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব তা ঠিক করব । আগে তো মাসির গোঁফ হোক ।

এর মধ্যে তাঁর "অন্য দলে যাচ্ছি না" প্রসঙ্গ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয় ৷ এতে বিজেপি নেতা আরেকটি পোস্ট করে সেখান থেকে "অন্য কোন দলেও যাচ্ছি না- #TMC, #Congress, #CPIM, কোথাও নয় - Confirm করছি, কেউ আমাকে ডাকেওনি, আমিও কোথাও যাচ্ছি না" অংশটি মুছে দেন ৷

ফের নতুন জল্পনা, বাবুল রাজনীতি ছাড়ছেন না বিজেপি দল ?

গতকাল রাতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর গভীর রাতে ফের নতুন পোস্ট ৷ শুরুর লাইনে নিজের অবস্থান বদল করে স্পষ্ট করে দিয়েছেন, "আমি সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি, এই লাইনটা জুড়তে গিয়ে, অরিজিনাল লেখাটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন মুছে গেছিলো!!" ৷ আর এতেই যত বিপত্তি তৈরি হয়েছে ৷ পরের লাইনে লিখেছেন "সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি #MohunBagan ৷ একটাই দল করেছি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷" আর শেষে অন্য দলে যোগ দেওয়ার কানাঘুষোকে মুছে দিতে জানিয়ে দিয়েছেন "আমি কোনও রাজনৈতিক দল জয়েনও করছি না ৷"

বিজেপি দল করা নিয়ে এফবি পোস্ট
বিজেপি দল করা নিয়ে এফবি পোস্ট

এরপর আরও একটি পোস্ট করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেন তিনি ৷ লেখেন, "এই ধরণের ‘ব্যক্তিত্ব' বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !!"

কুণাল ঘোষ ও দিলীপ ঘোষের কটাক্ষের জবাবে এফবি পোস্ট
কুণাল ঘোষ ও দিলীপ ঘোষের কটাক্ষের জবাবে এফবি পোস্ট

প্রশ্ন উঠছে, নিজের দলে গুরুত্ব হারিয়ে হতাশ হয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব-সহ রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেই একের পর এক পোস্ট করেছিলেন তিনি ৷ অথচ সরকারি নিয়মানুযায়ী ইস্তফা দেননি, পদত্যাগও করেননি দল থেকে ৷

কলকাতা, 1 অগস্ট : "সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি ৷" গভীর রাতে নতুন পোস্টে লিখলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ গতকাল তিনি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন ৷ তার পর থেকেই কার্যত ঝড় উঠেছে রাজনৈতিক মহলে, এমনকি বিজেপির অন্দরেও ৷ এর পর রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক হয় বিজেপি নেতা বাবুলের । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও কাল রাতে ফোনে কথা হয়েছে অভিমানী বিজেপি নেতার । বৈঠকের পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ তবে তাঁর আগে ফেসবুকে দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেন তিনি ।

গতকাল রাজনীতিকে বিদায় জানানো নিয়ে নিজের ফেসবুক পেজে একটি আগাগোড়া আবেগী পোস্ট দেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ সেই পোস্টের প্রথম লাইনে লেখা "চললাম", পরের লাইনে আরও ভাবাবেগে "আলবিদা" (Alvida) ৷ অন্য কোনও দল তাঁকে ডাকেনি, অন্য কোনও দলেও যাচ্ছেন না, এটা "কনফার্ম" করেন ওই পোস্টে ৷ শেষে ফের লেখেন "চললাম" ৷

স্বভাবত, এই পোস্টকে কেন্দ্র করে বিরোধী দলের নেতারা বাবুলকে কটাক্ষ করতে শুরু করেন ৷ অনেকেই তাঁর একুশের নির্বাচনে হেরে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি অন্দরে তাঁর গুরুত্ব কমে যাওয়ার কথা তোলেন ৷

কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র

বাবুল সুপ্রিয় আগে বলতেন, কহো না পেয়ার হ্যায় ৷ মানুষ বলেছে, না বলব না ৷ এখন গাইছে, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম ৷ দু'দিন বাদে বলবে তবু মনে রেখো ৷ তাই এগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : শীর্ষ নেতৃত্ব থেকে গুরুত্ব না পেয়েই কি এই সিদ্ধান্ত বাবুলের !

সুজন চক্রবর্তী, বাম নেতা

উনি কোন আশায়, কোন পদের জন্য এসেছিলেন তা জানি না ৷ তবে পদ বা ক্ষমতার লোভে এলে হতাশ হওয়ার কারণ তো রয়েছেই ৷

দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি

তিনি কি ইস্তফা দিয়েছেন ? আপনারা খবর করুন ৷ মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব তা ঠিক করব । আগে তো মাসির গোঁফ হোক ।

এর মধ্যে তাঁর "অন্য দলে যাচ্ছি না" প্রসঙ্গ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয় ৷ এতে বিজেপি নেতা আরেকটি পোস্ট করে সেখান থেকে "অন্য কোন দলেও যাচ্ছি না- #TMC, #Congress, #CPIM, কোথাও নয় - Confirm করছি, কেউ আমাকে ডাকেওনি, আমিও কোথাও যাচ্ছি না" অংশটি মুছে দেন ৷

ফের নতুন জল্পনা, বাবুল রাজনীতি ছাড়ছেন না বিজেপি দল ?

গতকাল রাতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর গভীর রাতে ফের নতুন পোস্ট ৷ শুরুর লাইনে নিজের অবস্থান বদল করে স্পষ্ট করে দিয়েছেন, "আমি সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি, এই লাইনটা জুড়তে গিয়ে, অরিজিনাল লেখাটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন মুছে গেছিলো!!" ৷ আর এতেই যত বিপত্তি তৈরি হয়েছে ৷ পরের লাইনে লিখেছেন "সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি #MohunBagan ৷ একটাই দল করেছি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷" আর শেষে অন্য দলে যোগ দেওয়ার কানাঘুষোকে মুছে দিতে জানিয়ে দিয়েছেন "আমি কোনও রাজনৈতিক দল জয়েনও করছি না ৷"

বিজেপি দল করা নিয়ে এফবি পোস্ট
বিজেপি দল করা নিয়ে এফবি পোস্ট

এরপর আরও একটি পোস্ট করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেন তিনি ৷ লেখেন, "এই ধরণের ‘ব্যক্তিত্ব' বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !!"

কুণাল ঘোষ ও দিলীপ ঘোষের কটাক্ষের জবাবে এফবি পোস্ট
কুণাল ঘোষ ও দিলীপ ঘোষের কটাক্ষের জবাবে এফবি পোস্ট

প্রশ্ন উঠছে, নিজের দলে গুরুত্ব হারিয়ে হতাশ হয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব-সহ রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেই একের পর এক পোস্ট করেছিলেন তিনি ৷ অথচ সরকারি নিয়মানুযায়ী ইস্তফা দেননি, পদত্যাগও করেননি দল থেকে ৷

Last Updated : Aug 1, 2021, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.