কলকাতা, 16 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে 35 ম্যাজিক ফিগারে পৌঁছতে কোমর বেঁধে প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি ৷ একদিকে শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গঠিত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি শুরু করে দিয়েছে ফিল্ড ওয়ার্ক ৷ সমস্ত কার্যকর্তা-সহ মোর্চাগুলিকে দেওয়া হয়েছে নির্দিষ্ট কার্যক্রম ৷ আর সেই অনুযায়ী 'বিকশিত ভারত' কর্মসূচির অন্তর্গত 'নমো নবমতদাতা সম্মেলন' কর্মসূচিতে নামল বঙ্গ বিজেপির যুব মোর্চা ৷
প্রথমবারের তরুণ ভোটারদের টানতেই এই কর্মসূচি ৷ তাই এই কর্মসূচিকে নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানও বলা হচ্ছে ৷ রাজ্যে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ আগামী 25 জানুয়ারি অর্থাৎ জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তার আগে দিনরাত এক করে এই কর্মসূচির কাজে লেগে পড়েছে যুব মোর্চা ৷
পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, কোচিং কেন্দ্র, গ্রন্থাগার এবং রেল স্টেশনে 18 থেকে 25 বছরের যুবক-যুবতীদের কাছে পৌঁছে যাবে যুব মোর্চা ৷ এই কর্মসূচি চলবে সারা মাস ধরেই ৷ এর পাশাপাশি 20 জানুয়ারি প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিকশিত পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ৷
সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান জানান যে আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে বিকশিত ভারত ৷ তাঁদের মধ্যে দেশ, নির্বাচন এবং মোদি সরকারে কী কী সুযোগ সুবিধা তাঁদের জন্য, সেই বিষয়গুলি জানান দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ আগামী 25 জানুয়ারি রাজ্যের 200 টি জায়গার পাশাপাশি সারাদেশে 5 হাজার জায়গায় এই সম্মেলন করা হবে ৷ প্রতিটি বিধানসভায় একটি করে সম্মেলন হবে, যেখানে হাজার জনের বেশি প্রথমবারের ভোটার অংশগ্রহণ করবেন ৷ প্রধানমন্ত্রীর বার্তা প্রচার করার জন্য প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিন লাগানো হবে ৷
এই কর্মসূচির জন্য একটি সেন্ট্রাল হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল 7820078200 ৷ আগামী 25 জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন ভোটারদের নিয়ে যে সম্মেলনটি করবেন, তাতে অংশগ্রহণ করার জন্য এই নম্বরে নিজের মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিতে হবে ৷ তাহলে এই নম্বর থেকে একটি লিংক পৌঁছে যাবে ৷ সেই লিংকটি খুলে নিজের নাম, বয়স, জেলা এবং বিধানসভার নাম দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
আরও পড়ুন: